Md Sajjad

Md Sajjad .. Allah is. ���........ almighty. so I love ���............... Allah very much. ������

16/06/2025

আল মাউত ইসরাই....

16/06/2025

মেয়ে জন্ম দেয়া কি তার অপরাধ ছিল???

16/06/2025

জেগে ওঠো নওজোয়ান...
Bangladesh jamat-e-islami

হে আল্লাহ এসব জালিম থেকে তুমি সবাইকে হেফাজত করো।
15/06/2025

হে আল্লাহ এসব জালিম থেকে তুমি সবাইকে হেফাজত করো।

আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া.................
27/05/2025

আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া.................

ছোট্ট মেয়েটি তার বাবাকে প্রশ্ন করল, "বাবা, তুমি ঘন্টায় কত টাকা ইনকাম করো?"বাবা কিছুটা অবাক হয়ে জবাব দিলেন, "১০০০ টাকা...
24/05/2025

ছোট্ট মেয়েটি তার বাবাকে প্রশ্ন করল, "বাবা, তুমি ঘন্টায় কত টাকা ইনকাম করো?"

বাবা কিছুটা অবাক হয়ে জবাব দিলেন, "১০০০ টাকা।"

মেয়েটি যেন কিছুটা হতাশ হল, "ও! আচ্ছা বাবা, তুমি কি আমাকে ৫০০ টাকা ধার দিতে পারবে?"

লোকটি এবার বিরক্ত হলেন, "কেন? তুমি কি কোনো খেলনা কিনতে চাও?"

মেয়েটি এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে উঠে চলে গেল।

কিছুক্ষণ পর লোকটির মেজাজ ঠান্ডা হলে তিনি ভাবতে লাগলেন, আমার মেয়েটা তো আমার কাছে কখনোই কিছু চায় না! আজ হয়তো টাকাটা ওর সত্যিই প্রয়োজন ছিল। তিনি অনুতাপের সুরে মেয়েকে বললেন, "মা, বল তো, ৫০০ টাকা নিয়ে তুমি কি করবে?"

মেয়েটি তার বাবার দিকে একপলক দেখল। তারপর সে তার বালিশের নিচ থেকে একগাদা খুচরো টাকা বের করে বিছানার উপর মেলে ধরল।

লোকটি দেখলেন, মেয়ের কাছে আগে থেকেই টাকা আছে। তাহলে সে টাকা চাইছে কেন? তিনি আবার রাগতে শুরু করলেন।

মেয়েটির অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার ছোট ছোট হাত দিয়ে টাকাগুলো গুণে বাবার দিকে মুখ তুলে তাকাল।

লোকটি অর্থাৎ বাবা জানতে চাইলেন, "তোমার কাছে তো টাকা আছেই, তাহলে তুমি আমার কাছে চাইছিলে কেন?"

মেয়েটি আস্তে আস্তে বলল, কারণ আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো অতটা নেই যেটা তুমি প্রতি ঘন্টায় আয় করো।"

সে বলে চলল, "এই টাকাগুলো আমি অনেকদিন ধরে জমিয়েছি। আমি তোমাকে এখান থেকে ১০০০ টাকা দিলাম এবং তার বিনিময়ে তোমার কাছ থেকে ১ ঘন্টা সময় কিনে নিতে নিলাম। এই নাও টাকা, আগামীকাল তুমি ১ ঘন্টা আগে বাড়ীতে আসবে। এই ১ ঘন্টা সময় তুমি শুধু আমার সাথে খেলবে, অন্য কোনো কাজ করতে পারবে না।"

মিষ্টি বিক্রেতা মনে করে,আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই।বেকারির মালিক মনে করে, আমি ...
24/05/2025

মিষ্টি বিক্রেতা মনে করে,
আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই।

বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো সমস্যা নাই।

ফল বিক্রেতা মনে করে,
আমি তো ফল খাই না, তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো সমস্যা নাই।

মাছ বিক্রেতা মনে করে,
আমি এই মাছ খাব না, তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো সমস্যা নাই।

দিনের শেষে...

মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।

মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।

এরা সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, বেশি লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে। আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে — তা তারা বুঝতেও পারে না। এজন্যই জ্ঞানীরা বলে, বেশি করলে চালাকি, পরে বুঝবা তার জ্বালা কি!

বর্তমান ঢাকার বাস্তবতা। ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ ব...
24/05/2025

বর্তমান ঢাকার বাস্তবতা।
ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ বের করল ব্যাগথেকে। বাসে বিক্রি করতে লাগল। মনেহল প্রফেসোনাল কোনো হকার সে নয়।

অনতিদূরে একটি সিট খালি পেয়ে বসেছে সে। এতো ভদ্রটাইপ হকার কখনও দেখিনি ঢাকা শহরে। সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম পড়ালেখা করে কি না। ছেলেটি বলল, জি ক্লাশ টেনে পড়ি।

- তো তুমি ফেরি করছো যে?

- আসলে আমার আব্বু স্কুল টিচার। বেসরকারি স্কুল। টিউশানিও বন্ধ, বেতনও বন্ধ। বাসা ভাড়া, খাওয়া খরচার ইনকামের সামর্থ্য নেই আব্বুর। শিক্ষক মানুষ অন্য কিছু করতেও লজ্জার ব্যপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমি পথে নেমেছি।

- এটা তোমার স্কুলব্যাগ?

- জি।

- কত থাকে দৈনিক?

- তা প্রায় ৬শ টাকার মত থাকে।

এরই মধ্যে আরেকটি স্টপেজ চলে এলে ছেলেটি নেমেগেল। আমি পিতৃত্বের চোখ দিয়ে চেয়ে রইলাম যতদূর দেখাযায়।

এখান থেকে শিক্ষা: আমরা অনেক সময় হকারদের অবজ্ঞার চোখে দেখি। কিন্তু এই ঘটনা দেখায়, একজন হকারও হতে পারে শিক্ষার্থী, ভদ্র, এবং দায়িত্ববান। বাইরের পোশাক নয়, মানুষের মূল্য মাপা উচিত তার মন ও আচরণ দিয়ে।

সারাংশে শিক্ষা:
সম্মানের সাথে পরিশ্রম করা লজ্জার নয় বরং গর্বের। পরিবার ও সমাজের দায়িত্ব নেওয়া সাহসের কাজ। এবং সমাজ হিসেবে আমাদের উচিত এমন সংগ্রামী মানুষদের পাশে দাঁড়ানো।❤️
""সংগৃহীত"""

আধুনিক স্কুবা ডাইভিংয়ের যুগে দাঁড়িয়ে আমরা ভাবি, পানির নিচে নিঃশ্বাস নেওয়া বুঝি এক নতুন আবিষ্কার। কিন্তু প্রায় ৩,০০০ বছর ...
24/05/2025

আধুনিক স্কুবা ডাইভিংয়ের যুগে দাঁড়িয়ে আমরা ভাবি, পানির নিচে নিঃশ্বাস নেওয়া বুঝি এক নতুন আবিষ্কার। কিন্তু প্রায় ৩,০০০ বছর আগেই প্রাচীন অ্যাসিরীয় সভ্যতার অধিবাসীরা এই কাজ করে ফেলেছিল! সেটাও যুদ্ধজয়ের কৌশল হিসেবে!

ভাইরাল এই মাটির ফলকে দেখা যায় যে একজন অ্যাসিরীয় সৈন্য পানির নিচে ডুবসাঁতার দিচ্ছেন। তার শরীরে বাঁধা ছাগলের চামড়ার তৈরি একটি ফোলানো থলে, যা দিয়ে তিনি পানির নিচে ভেসে থাকতে পারতেন, আর সেই থলের মাধ্যমে নিঃশ্বাসও নিতে পারতেন! বর্তমানে এই ফলক সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে

এই ফলকটি খ্রিষ্টপূর্ব ৯ম শতকের। তৎকালীন অ্যাসিরীয় সাম্রাজ্য ছিল এক অসাধারণ সামরিক শক্তি। কিন্তু কেবল অস্ত্র বা সেনাবাহিনী দিয়ে নয়, তারা জিতেছিল চাতুর্য ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে। নদী পার হতে গেলে শত্রুর চোখ এড়িয়ে সৈন্যদের পানির নিচ দিয়ে এভাবেই পাঠিয়ে দিত তারা।

Address


Telephone

+8801823414797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sajjad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sajjad:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share