25/07/2025
আখির প্রেমের দূরত্বের কারণ? ঝর্নার কুটনামী।
দেলদুয়ার থানাধীন কামান্না গ্রামের কুয়েত প্রবাসী মোঃ হেলাল মিয়ার সাথে আখির সম্পর্ক বেশ কয়েক বৎসর আগ থেকেই বিচ্ছিন্ন হয়েছিল,
প্রবাসী স্ত্রী (ফুফাতো বোন) বীনার বাসায়, আসা-যাওয়া কে কেন্দ্র করে খারাপ কাজের ইঙ্গিত দিত ঝরনা। ঝরনা হেলালের ভাইয়ের বউ অন্যদিকে আখির ফুফাতো বোন ।
আখি
পিতা গোপাল মিয়া
গ্রাম চালা আটিয়া (মাজার সংলগ্ন)
উপজেলা দেলদুয়ার
জেলা টাঙ্গাইল ।
আখি ও বিথির মুখোমুখি,
এরপর বীনার বাসা ও ঝর্ণার শশুর বাড়ি যাব আমরা।
বিস্তারিত সরাসরি
খোরশেদ আলম (০১৭৮১২৮৯২৬১)
পরিচালক,অপরাধ প্রকাশ
প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।