30/09/2025
কত মানুষের সাথে পরিচয় হয়,
কত নামই তো স্মৃতির খাতায় লেখা রয়ে যায়।
আজ নেই কোনো বার্তা, নেই কোনো যোগাযোগ—
তবু পৃথিবী এগোয়, আর আমরা ধীরে ধীরে হারাই একে অপরকে। 🌿
সময় বদলায়, আমরাও বদলাই,
কখনো কেবল নীরবতা এসে বসে সম্পর্কের ওপর।
তবু মনে প্রশ্ন জাগে—
এভাবেই কি হারিয়ে যাওয়া প্রকৃতির নিয়ম?
নাকি ছোট্ট একটি বার্তাই যথেষ্ট
আবার জাগিয়ে তোলার জন্য পুরোনো সম্পর্ককে? 💭