
16/06/2025
We are committed to make a skill workforce for future digital competitive career journey. Strongly saying that we are different and we are smart.
Boiltali Road. Patiya
Chittagong
4370
Be the first to know and let us send you an email when The Parasol Tutorial Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to The Parasol Tutorial Home:
প্রিয় বন্ধুরা্,
সময়ের বিবর্তনের সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবী। তারই ধারাবাহিকতায় পরিবর্তনএর জোয়ারে ভাসছে আমাদের দেশ ও।পরিবর্তন হয়েছে শিক্ষা ব্যবস্থার।সেই সাথে বিবর্তন এর হাওয়ায় ভাসছে কর্ম ব্যবস্থা। একটা সময় ছিল, কিছুটা পড়ালেখা জানলেই ঘর থেকে ডেকে নিয়ে চাকরির করার জন্য অনুরোধ করা হতো নাকি!! পরবর্তী সময়ে নিজেকেই চাকরির জন্য আবেদন করতে হলো। তখন অনুরোধের দিন শেষ ! এরপর আবেদন করলেই শুধু হলো না, দরকার সুপারিশ !! এরপর পড়ালেখা+ সুপারিশ কাজ হয় না। দরকার উৎকোচ !! যদি ও সব ক্ষেত্রে না । মজার বিষয় হলো, এসব ক্ষেত্রে পড়াশোনা মোটামুটি ও না, বরং বিবিএ- এমবিএ শেষ করা পাবলিক। হবেই বা না কেন? মানুষের পড়ালেখার জন্য সম্মান বাড়লো, আন্তরিকতা বাড়লো, প্রেষণা বাড়লো, বাড়লো পাশের হার ও। তাই এটুকু প্রতিযোগিতা চলতেই পারে। এই প্রতিযোগিতায় কিন্তু এগিয়ে থাকে একদল বুদ্ধিমান। যারা সব কিছুর পাশাপাশি নিজেকে দক্ষতার ওপর এগিয়ে রাখে। এক বা একাধিক বিষয়ে। সামাজিক বিভিন্ন সমস্যা ও দুর্নীতি বন্ধ করার জন্য আজকের দিনে নিজের যোগ্যতাটা খুবই জরুরী। সময় টাকে নিজের যোগ্যতা বাড়ানোর মাধ্যমে বিশ্ব কর্ম বাজারে প্রবেশ করানোর জন্য প্রস্তুতিতে কাজে লাগালে বেশি ভালো হয়। আজকাল মানুষ অনলাইন জগৎকে অনুধাবন করতে শিখেছে। তাই আমাদের চাওয়া হলো রেজাল্ট পিছিয়ে থাকলে ও যেন ক্যারিয়ার টা কারও পিছিয়ে না থাকে। ভালোরা তো ভালোই! ছাত্র-ছাত্রীদেরকে পেশাদারি শতাংশ হিসেবে ভাগকরে করে তর্ক বাঁধাবো না। আজকের দিনে যা না থাকলেই নয় এমন সব বিষয় নিয়ে আমরা আসছি আপনাদের পাশে। আপনার আনমনে বয়ে যাওয়া সময়কে মূল্যবান করার জন্য আমাদের সাথে থাকুন।এই প্রত্যাশায়******* দেখা হচ্ছে খুব শীঘ্রই!!!