15/05/2025
কবর যিয়ারতের দোয়া #১
السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ إِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُوْنَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
আস-সালামু 'আলাইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু'মিনীনা ওয়াল মুসলিমীন, ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লা- 'হিকুন, আআলুল্লাহা লানা- ওয়া লাকুমুল 'আ-ফিয়্যাহ
হে কবরবাসী মুমিন ও মুসলিম! তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি ইনশাআল্লাহ্। আমরা আল্লাহ্র নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি।
রেফারেন্স
📙মুসলিম ৯৭৫
📱APP- Dua & Ruqyah