16/07/2025
🌧️ বৃষ্টিভেজা টোকিওর আসাকুসা শ্রাইনে আজকের সকালটা যেন অন্যরকম শান্তিতে ভরা।প্রাচীন ইতিহাস, শ্রদ্ধার পরিবেশ আর সুমিদা নদীর পাশের ছায়াঘেরা পথগুলো—সব মিলে যেন সময়টা থেমে আছে।চলুন, দেখে নিই বৃষ্টির দিনে আসাকুসা শ্রাইনের এক অন্যরকম সৌন্দর্য।
#জাপানজীবন #জাপানবাংলাভ্লগ #বাংলায়জাপান #আসাকুসা #জাপানভ্রমণ