14/07/2025
🚨 বিশ্ব ব্রেকিং নিউজ! 🚨
হারানো বিজ্ঞপ্তি
আমার আবিষ্কার করা দুইটি বিরল প্রজাতির হাইব্রিড বিলাই হারানো গিয়েছে।
🔸 জুনকু দ্যা ড্রকুলার ওফে সাদা মামচিকা – গায়ের রং সাদা,
💥 কিভাবে চিনবেন? - দুষ্টু কিন্তু দেখতে সাদাসিধা হলেও ভিতরে তার অন্য কিছু কাজ করে। দুধ তার প্রধান খাদ্য,
জুনকু দেখতে এমন এক প্রজাতির বিরাল, আপনি ওকে কি বসে আনবেন, এই বিরাল উল্টা আপনাকে বস কনে নিবে।
🔸 মিনি দ্যা সারফরাজ – গায়ের রং কমলা,
💥 কিভাবে চিনবেন? - মোটাসোটা গুলুমুলু পেটুক - কিউট
কচি ম্যংস প্রতি তার খুব আর্কষন
মিনি দেখতে এমন এক প্রজাতির বিরাল, কি আর বলবো তার কথা দুষ্ট প্রকৃতির বিরাল, ঘরে তার মন টিকে না যেমনটা ধরে নিতে পারেন, মন বসেনা পড়ার টেবিলে, শুথু আনারে বানানের গুরে গুরে সর্ম্পক তৌরি করে।
যোগাযোগ:
কমেন্টে জানান, যদি এই বিরাল গুলি কোথাও দেখেন!
বিশ্বের কোনো শহরে থাকুক, এই বিরালদের খুঁজে পেলে পুরস্কৃত হবেন! 😸💸