Bhupati Media

  • Home
  • Bhupati Media

Bhupati Media ⚚༺জয় গুরু জয় গুরু জয় গুরু༻⚚
꧁❈বাবা মায়ের আশীর্বাদ❈꧂

শ্রী ভূপতি ভূষণ বর্মা লালমনিরহাট জেলা, কালীগঞ্জ উপজেলা,৭নং চলবলা ইউনিয়নের- চলবলা গ্রামে ২৫শে জুলাই ১৯৯৩ সালে একটি হিন্দু পরিবারের জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রী হরিপদ বর্মা এবং মাতা শ্রী মতি বিনা রানী । তিনি ছিলেন পিতা মাতার তৃতীয় সন্তান। তার ছন্দ নাম "বিশাল"। ১৯৯৮ সালে সোনারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। সোনারহাট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় ক

ৃতকার্য হন। ২০১১ সালে চাপারহাট এস কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হন। তিনি ২২ এপ্রিল ২০১২ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে যোগদান করেন এবং বর্তমানে তিনি কর্মরত আছেন। ১ মার্চ ২০২২ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম শ্রী মতি চন্দনা রানী । ২৫ জানুয়ারি ২০২৩ সালে (বাংলা ১০ মাঘ‌ ১৪২৯ বঙ্গাব্দ) বুধবার রাত ১২:৩০ মিনিটে এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন। তার নাম অথই রায় কথা (সিপ্রা)। ২৮ জুন ২০২৫ সালে (১৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ) শনিবার সকাল ০৭.১০ মিনিটে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন। তার নাম সাম্য রায় শুদ্ধ (হৃদয়)।

ভ্রমণ:
~~~~
সূন্দরবন ভ্রমণ :
-----------------------
সুন্দরবন ভ্রমন মানে অ্যাডভেঞ্চার, নদী ও সী-বীচ স্থানীয় মানুষ আর গহীন অরণ্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলা । চারিদিকে শুধু নিরবতা আর পশু পাখির ডাক। ২০১২ ইং সালের ২০ ডিসেম্বর
আমার জীবনের স্মরনীয় একটা ট্যুর সুন্দরবন ভ্রমন।

রাঙামাটি ভ্রমণ:
--------------------
প্রকৃতির অপরূপ নৈস্বর্গিক সৌন্দর্য রাঙামাটি জেলার কাপ্তাই লেক। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় ঝর্না আর জলের সাথে সবুজের মিতালী। পার্বত্য শহর রাঙামাটি জেলায় গিয়েছিলাম ২০১৩ ইং সালের ১০ আগষ্ট। আমি যা যা দেখলাম:
(১) কাপ্তাই লেক।
(২) রাজবন বিহার/ বৌদ্ধ মন্দির
(৩) আদিবাসী বাজার
(৪) ঝুলন্ত ব্রিজ

সমুদ্র সৈকত ভ্রমণ:
------------------------
বাংলাদেশের ভ্রমণ প্রেমীকদের কাছে আকর্ষণের শীর্ষে কক্সবাজারে সমুদ্র সৈকত।
সমুদ্রে একবার নেমে আমার ভ্রমনক্লান্তি কোন দিক‌ দিয়ে‌ পালিয়ে গেলো টের পেলাম না ।
২০১৭ ইং সালের ১০ ফেব্রুয়ারি আমি কক্সবাজার সমুদ্র সৈকত ও পতেঙ্গা ভ্রমণ করি ।

সীতাকুণ্ড ভ্রমণ:
-------------------
কলিযুগের মহা তীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড চট্টগ্রাম তীর্থ ভ্রমণ অনেক দুঃসাহসিক তীর্থ যাত্রা । আমি ২০১৮ ইং সালের ১৬ অক্টোবর মাসে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড চট্টগ্রাম ভ্রমণ করি।

বগুড়া মহাস্থানগড় ভ্রমণ:
---------------------------------------------
বগুড়া জেলার মহাস্থানগড় একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। আমি ২০২১ ইং সালের ২২ এপ্রিল মহাস্থানগড় ভ্রমণ করি । বগুড়া মহাস্থানগড়ে যা যা দেখলাম:
(১) জীয়ত কূপ ও মাজার শরীফ
(২) গোকুল মেধ
(৩) যাদূঘর
(৪) জাহাজ ঘাঁটি
(৫) গোবিন্দ ভিটা

29/09/2024

ভূপতি

Address

Chalbala, Kaligonj, Lalmonerhat

5520

Alerts

Be the first to know and let us send you an email when Bhupati Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhupati Media:

  • Want your business to be the top-listed Media Company?

Share