18/12/2025
আমি পৃথিবীতে একটু ভিন্ন ভাবে
বেচে আছি আমার কাছে পৃথিবীটা
অসম্ভব সুন্দর মনে হয় কিন্তু যখন
নিজেকে নিয়ে ভাবি তখন পৃথিবীটা
কেমন অগোছানো মনে হয় পরাজয়
কথাটি আমার নিজের বিশ্বাস করতে কষ্ট
হয় পরাজিত হয়েও আমি আমার পথে
চলছি কারন আমার মূলমন্ত্রটি হল
সব শিখেছি হারতে শিখিনি