22/09/2025
আমি ছোটবেলায় য়খন বুঝতাম না-শুধু তাকিয়ে দেখতাম য়ে মানুষ কিভাবে কি জন্য নামাজের বিছানায কাঁদে-যখন আমি আস্তে আস্তে বড় হতে শুরু করি তখন আমি বুঝতে পারি-যখন আপনার আমার হৃদয়টা ভারী হয়ে যায়-তখন কারো কাছে নিজের মনের খারাপ লাগা গুলো কষ্ট দুঃখ শেয়ার করেও আপনি শান্তি পাবেন না
কিচু মানুষগুলোর অচেনা রূপ সামনে চলে আসে-তখন নিজের কষ্ট গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য-দিশেহারা হয়ে নামাজের বিছানায় আল্লাহকে শুধু ডাকি আর তখন নিজের চোখের পানি নিজে থেকেই চলে আসে-
আল্লাহ পৃথিবীর সকল মানুষকে ভালো রাখুক
সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো