মেঘবতী-Unlucky

মেঘবতী-Unlucky 💫 "Happiness is my lifestyle."

এসেই যখন পড়েছেন" আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন".🖤!

🖤

_রাগি মেয়েরা একটু বেশিই সুন্দর হয়,যেমন তুমি.!🌸🦋
02/11/2025

_রাগি মেয়েরা একটু বেশিই সুন্দর হয়,যেমন তুমি.!🌸🦋

ভালবাসার কোন রং হয় না।।।৷ সবটা জুড়ে থাকে শুধু  অনুভুতি 🌸❤️
02/11/2025

ভালবাসার কোন রং হয় না।।।৷ সবটা জুড়ে থাকে শুধু অনুভুতি 🌸❤️

_নেশা লাগিলো রে...!❤️‍🩹
01/11/2025

_নেশা লাগিলো রে...!❤️‍🩹

_যদি তোমার হাতটা ধরি,আর কথার মায়ায় পড়ি, তুমি কি হবে কি আমার পুরোটাই..!❤️‍🩹
01/11/2025

_যদি তোমার হাতটা ধরি,আর কথার মায়ায় পড়ি, তুমি কি হবে কি আমার পুরোটাই..!❤️‍🩹

তুমি চেয়েছিলে আমি সরে যাই দেখো আমি সরে যাচ্ছি,কোন অভিযোগ নেই তোমার প্রতি,কখনো অভিযোগ ছিলো ও না যতটুকু ছিল শুধু শাসন আর ব...
01/11/2025

তুমি চেয়েছিলে আমি সরে যাই দেখো আমি সরে যাচ্ছি,কোন অভিযোগ নেই তোমার প্রতি,কখনো অভিযোগ ছিলো ও না যতটুকু ছিল শুধু শাসন আর বারণ তোমাকে আমার করে রাখার চেষ্টা ব্যার্থ চেষ্টা..!🙂

মানুষ অন্ধভাবে বিশ্বাস করার পর যখন সেই বিশ্বাসের মূল্য থাকে না,শীতের সময় অন্য কাউকে জরিয়ে ধরে Long Distance লাভের মতো আমার পাশে থাকো কথা বলতে হয় সেখানে কিছু থাকে না।

আমার জন্য কেউ থাকে নি বরং শূন্যতা ছিল অযুহাত পূর্ণতা ছিল লক্ষ। এক আকাশ পরিমান সুখ তোমার হোক,ভালো থেক প্রিয়ো।

তোমারে পাইয়া গেলে বিরাট সমস্যা হইয়া যাইতো, সব কথা তোমারে বলা লাগতো। লেখার মতন কিছুই পাইতাম না। দুপুরে হয়তো তোমারে পাইতাম...
31/10/2025

তোমারে পাইয়া গেলে বিরাট সমস্যা হইয়া যাইতো, সব কথা তোমারে বলা লাগতো। লেখার মতন কিছুই পাইতাম না। দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই, কিন্তু ছারখার করা দুপুর পাইতাম না ..! 💔

_ বিকালে নিয়ম কইরা তোমার লগে হাঁটা লাগতো। বিকালের বিষাদ পাইতাম না। সারারাত তোমার সাথে ফিসফিস কইরা কথা বলা লাগতো। রাত আমারে আর পাইতো কই...? তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মত কিছুই থাকতো না। আক্ষেপ এর অভাবে ফাঁকা ফাঁকা লাগতো :)

তোমার দিকে তাকাইলে, তোমার চোখে ডুইবা যাইতাম। পিংফ্লয়েডে আর ডোবা হইতো না।
তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগতো।

তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না। তখন ছোটোখাটো কষ্টগুলা জ্বালাইয়া মারতো..!🙂

মানুষ হারিয়ে যায় অযত্নে,অবহেলায়,অবিশ্বাসে..!💔
31/10/2025

মানুষ হারিয়ে যায় অযত্নে,অবহেলায়,অবিশ্বাসে..!💔

শোন প্রিয়, শেষপর্যন্ত তোমাকে যে পেলো তার জন্য আমার আফসোস হয়! কারণ সে জানলো না তোমাকে হারাতে কেমন লাগে, কেমন লাগে তুমি ছা...
31/10/2025

শোন প্রিয়, শেষপর্যন্ত তোমাকে যে পেলো তার জন্য আমার আফসোস হয়! কারণ সে জানলো না তোমাকে হারাতে কেমন লাগে, কেমন লাগে তুমি ছাড়া রাত জাগার বেদনা.. সে জানলো না ভাত খেতে বসে গলা দিয়ে ভাত নামতে না পারার যন্ত্রনা.. না জানলো না..!🙂

তোমাকে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়, সে জানলো না তোমার থাকা স্মৃতিগুলোকে জড়িয়ে বাঁচার কি ভয়াবহ কষ্ট.. সে জানলো না তোমাকে পেয়ে হারানোর পর আমার দুনিয়া কিভাবে শূন্যতায় বাঁচে.. সে জানলো না তোমার স্পর্শ ফিরে পাওয়ার প্রার্থনায় হৃদয় কতটা রোগে ভুগে..সে তোমাকে পেলো ঠিকই কিন্তু তোমাকে হারানোর ব্যাথা পেলো না!!

সে বিরহ চিনলো না, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না, সে জানলো না একটা ছাড়খাড় হয়ে যাওয়া জীবন টানতে কেমন লাগে! সে সুখ ঠিকই পেলো কিন্তু তোমাকে হারিয়ে শক্ত হওয়ার দুঃসাহস পেলো না.. এই যে তোমাকে হারিয়ে ফেলার পর কোনো কষ্টই আর গায়ে লাগে না, সে তোমাকে পেয়ে আমার মতো পাথর হয়ে দুঃসাহসী হতে পারলো না..!🙂

#কাঠগোলাপ

Address

Mymensingh

Telephone

+8801868865163

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেঘবতী-Unlucky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share