06/11/2025
আজ ৩৫ বছরে পদার্পণ করে এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।একটা জিনিস কখনও কি লক্ষ্য করে দেখেছেন,বর্তমানে আত্মীয় স্বজনের চাইতে কিছু কিছু পর মানুষ, যার সাথে কখনও দেখা হয় নি,কথা হয়নি,জন্মসূত্রে চিনি না,এমন মানুষের সাথে আত্মার মতো ছায়া হয়ে হৃদয়ে চলে আসে। একটু চিন্তা করে দেখুন, এই মানুষ গুলো কতটা আপন হয়ে যায়,কতটা হৃদয়স্পর্শী হয়,একটু ভেবে দেখুন।কিন্তু আপন মানুষ গুলো মাঝে মাঝে খুব পর হয়ে যায়😭😭