The Reminder

The Reminder Assalamu alaikum

أينَ الجَمالُ، وأينَ اللَّونُ والنَّسَبُ؟​কোথায় সেই সৌন্দর্য, আর কোথায় সেই গায়ের রঙ ও বংশমর্যাদা?​أينَ اللُّغاتُ، وأي...
08/10/2025

أينَ الجَمالُ، وأينَ اللَّونُ والنَّسَبُ؟
​কোথায় সেই সৌন্দর্য, আর কোথায় সেই গায়ের রঙ ও বংশমর্যাদা?
​أينَ اللُّغاتُ، وأينَ الجاهُ والرُّتَبُ؟
​কোথায় সেই (একাধিক) ভাষা, আর কোথায় সেই সম্মান ও পদমর্যাদা?
​أينَ الثَّراءُ، وأينَ المالُ مَكنَزُهُ؟
​কোথায় সেই প্রাচুর্য, আর কোথায় সেই সঞ্চিত সম্পদ?
​أينَ التَّكَبُّرُ، وأينَ اللَّهوُ والطَّرَبُ؟
​কোথায় সেই অহংকার, আর কোথায় সেই খেল-তামাশা ও আনন্দ-ফুর্তি?

​পবিত্র কুরআনের আয়াত:
​﴿إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ﴾
​(হে নবী) নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল।
​– সূরা আয-যুমার, আয়াত ৩০

- ইনসানের কোমল ছোঁয়া

06/10/2025

A gentle reminder😇😇

সিজারিয়ান করতে গিয়ে বাচ্চার মাথা কে'টে ফেলেছে!ডাক্তারদের এমন অসতর্কতা আর কত চলবে?
27/09/2025

সিজারিয়ান করতে গিয়ে বাচ্চার মাথা কে'টে ফেলেছে!
ডাক্তারদের এমন অসতর্কতা আর কত চলবে?

24/09/2025

Allah has the best plan for you. Sab'r☝️😇

Imagine you are married to someone who ⁠━⁠Understand your home situation‚ who’s not attracted by other girls or boys‚ wh...
15/09/2025

Imagine you are married to someone who ⁠━⁠

Understand your home situation‚ who’s not attracted by other girls or boys‚ who supported you to reach your goals‚ who makes your life happy and valuable and treats you like a king/queen and would do anything to prevent you from getting hurt.🤍🫶
©

প্রিয়,🌼আপনাকে পেলে—আমি ফিরে যাবো নব্বই দশকের সেই নিষ্পাপ দিনগুলোতে। যেখানে ইন্টারনেটের ফেতনা ছিল না, ছিল না বিভ্রান্তির...
27/08/2025

প্রিয়,🌼

আপনাকে পেলে—
আমি ফিরে যাবো নব্বই দশকের সেই নিষ্পাপ দিনগুলোতে।
যেখানে ইন্টারনেটের ফেতনা ছিল না, ছিল না বিভ্রান্তির ঢেউ।
চোখে ছিল লজ্জা, মুখে ছিল হায়া, অন্তরে ছিল তাকওয়া। 🥀

আপনাকে পেলে—
আমি গুটিয়ে নেবো নিজেকে এই আধুনিক দুনিয়ার কোলাহল থেকে।
ছেঁড়ে ফেলবো সেইসব অপ্রয়োজনীয় প্রযুক্তি, যা আমাকে আমার রব থেকে দূরে সরিয়ে দেয়। 💗

আপনাকে পেলে—
আমি হয়ে উঠবো সুন্নাহ পালনে পারদর্শী একজন প্রকৃত মুমিন 😇
যার চলাফেরা, কথা, পোশাক, এমনকি নিঃশ্বাসও হবে সুন্নাহর ছায়ায়। 💐

আপনাকে পেলে—
আমার আমলনামা হবে আলো ঝলমলে।
নফল ইবাদতে হবে মধুর ব্যস্ততা,
তাহাজ্জুদের অশ্রুতে হবে প্রশান্ত হৃদয়। 🫶🏻

আপনাকে পেলে—
আমি কল্পনা করবো না, বরং প্রস্তুত হবো জান্নাতে আপনার সান্নিধ্যে থাকার জন্য।
আমার আশা, আমার কামনা—আপনার হাত ধরে, জান্নাতের দরজায় ঢুকে পড়বো একদিন,
ইনশাআল্লাহ... 🌼💫

"হে আল্লাহ!

আপনি আমাদের অন্তরকে দীনের প্রতি সুদৃঢ় করে দিন।!!
আমাদেরকে সুন্নাহর উপর অটল রাখুন,
আর জান্নাতে আপনার প্রিয়দের সাথে মিলিত করুন। আমিন।" 🌸
©

28/07/2025

Ki j kosto😅😅

Feelings😓😓
28/07/2025

Feelings😓😓

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ ব...
22/07/2025

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকারগুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন।
©

🖤
21/07/2025

🖤

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Reminder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share