
13/07/2025
এমন স্বীকৃতি আমাদের পথচলার অনুপ্রেরণা
ঐতিহ্য Oitijjhya প্রকাশনীর ২ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ❝বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪❞ এ বইচিন্তা সম্মাননা পেয়েছে।
পাশাপাশি ❝বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪❞ বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন- বইচিন্তা'র চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম।
বই ও পাঠচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বই বিষয়ক সংগঠন বইচিন্তা'কে এমন সম্মাননা প্রদান করা হয়।
বই নিয়ে কাজ করা ২৪ জন উদ্যোক্তা, রিভিউয়ার, বইপ্রেমীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়।
যারা নিরলসভাবে বই নিয়ে কাজ করেন, পাঠাগার গড়ে তুলেছেন, রিভিউ লিখেন, ভিডিও বানান কিংবা মানুষকে বইমুখী করতে চেষ্টা করেন- তাদের পাশে দাঁড়ানো এবং মূল্যায়ন করার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক।
এটা শুধু আমাদের জন্য নয়, বরং বই নিয়ে কাজ করা প্রতিটি মানুষের সম্মান। এই স্বীকৃতি তাঁদেরও...
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঐতিহ্য এর প্রতি এমন সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগ নেওয়ার জন্য।
এই স্বীকৃতি বা সম্মান বইচিন্তার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করছি।
আসুন, বই পড়ি, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করি।
বইকে ভালোবাসি, সমাজকে আলোকিত করি।
#বইচিন্তা #ঐতিহ্য