
14/10/2024
🔥সাড়ে ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থীর অপেক্ষা ফুরাচ্ছে আগামীকাল। এবার সাবজেক্ট ম্যাপিং এ অটোপাস দেওয়া হলেও,
অনুষ্ঠিত হওয়া সাতটি পরীক্ষায় যারা পাস নম্বর তুলতে পারবেন না তাদের ফলাফলও ফেল আসবে। সকলের রেজাল্ট ভালো হোক দোয়া রইল।
সকাল ১১ঃ০০ টায় সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হবে।
✔️ফলাফল জানা যাবে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে এবং SMS পাঠিয়ে।
◾এসএমএস এর মাধ্যমেঃ HSCBoard name (First 3 letter)Roll2024 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
Example: HSC CHA 123456 2024 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
🔹বোর্ড চ্যালেঞ্জ করা যাবে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। - ⓕJoy Sparrow