TECH life

TECH life simple and charismatic
(20)

শোক সংবাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবন্যা কবলিত অঞ্চলে চলে ত্রাণ নিয়ে যাওয়ার সময় এইট্রাকটি  উল্টে রাস্তার পা...
08/25/2024

শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বন্যা কবলিত অঞ্চলে চলে ত্রাণ নিয়ে যাওয়ার সময় এই
ট্রাকটি উল্টে রাস্তার পাশে পরে যায় টাকটিতে ৫ জন
লোক ছিলো সবাই ইন্তেকাল করেছে 😢
হে আল্লাহ আপনি সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲🤲🤲

08/24/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যবেলিটি বুঝে দূরের গ্রাম গুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশু...
08/23/2024

অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে

পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল

ছবিটি যতটুক কষ্টের ঠিক ততটুক বীরত্বের। আল্লাহ আমাদের সহায় হউন। আমীন

Copied Post from Ahnaf Tahmid

08/23/2024

চট্টগ্রামের মানুষরা আসলে একটা বিরাট আশ্চর্য!

এই ভোরবেলাও হাজার হাজার মানুষ, বোট, ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ বন্যাদুর্গত এলাকাগুলোতে। ব্যবসায়ীরাও টাকাপয়সা নিচ্ছে না কিংবা একেবারে কেনা দামেই জিনিসপত্র দিয়ে দিচ্ছে।

এই শোকের সময়েও এযেনো মানুষকে বাঁচানোর এক মহাউৎসব। মহান আল্লাহ আমাদের সহায় হোন। 🙏

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when TECH life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share