বাস্তব কথা

  • Home
  • বাস্তব কথা

বাস্তব কথা সত্য এবং ন্যায়ের পথে চলার অঙ্গিকার।

18/08/2024
May Palestine remain undefeated, even against the whole world.
17/08/2024

May Palestine remain undefeated, even against the whole world.

16/08/2024

পাসপোর্ট অফিসে জালিয়াতি করে ধরা পড়লো।

16/08/2024

এরপরেও খুনীদের প্রতি যাদের সফটনেস কাজ করে তারা দেশ ও জাতির শত্রু।

16/08/2024

মিলিয়ে নিন। তিনি আর তাঁর কন্যা একই পরিস্থিতি তৈরি করেছিলেন।

"১৫ই আগস্ট, ১৯৭৫। সকাল সাতটা।

বাংলাদেশ বেতার ঘন ঘন একটি বিজ্ঞপ্তি প্রচার করছে। উল্লসিত গলায় একজন বলছে, ‘আমি ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো।’

রাস্তায় মিছিল বের হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই মিছিল আনন্দ-মিছিল।
শফিক বাংলামোটর গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। সেখানে রাখা ট্যাংকের কামানে ফুলের মালা পরানো। কিছু অতি উৎসাহী ট্যাংকের ওপর উঠে নাচের ভঙ্গি করছে।

আমার বাবর রোডের বাসার কথা বলি, বেতারে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে একতলায় রক্ষীবাহিনীর সুবেদার পালিয়ে গেলেন। তাঁর দুই মেয়ে, একজন গর্ভবতী, ছুটে এল মায়ের কাছে। তাদের আশ্রয় দিতে হবে। মা বললেন, তোমাদের আশ্রয় দিতে হবে কেন? তোমরা কী করেছ? তারা কাঁদো কাঁদো গলায় বলল, খালাম্মা, এখন পাবলিক আমাদের মেরে ফেলবে।

এই ছোট্ট ঘটনা থেকে রক্ষীবাহিনীর অত্যাচার এবং তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণাও টের পাওয়া যায়।"

-দেয়াল (হুমায়ুন আহমেদ)

২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে দাড়ি টেনে ধরা ব্যক্তিটি রাজধানীর পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোজাম্মেল হ...
15/08/2024

২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে দাড়ি টেনে ধরা ব্যক্তিটি রাজধানীর পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোজাম্মেল হোসেন

আর্কাইভ থেকে.....

15/08/2024

১৯৭৫ সালে বাকশালের জনক স্বৈরাচার মুজিবের দুঃশাসনের পতনের পর বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র নিয়ে প্রতিবেদন তৈরি করে মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজ।

এই প্রতিবেদনেই স্পষ্টত বলা হচ্ছে, "পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কিছুই হয়নি। শেখ মুজিবের হত্যা নিয়ে কোন প্রতিবাদ নেই, কোন প্রতিক্রিয়াও নেই। কারণ সাম্প্রতিককালে তিনি দেশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি দেশকে অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে গিয়েছিলেন।"
আসলে চরম দুঃশাসনের ফলে স্বৈরাচার মুজিবের এই পতন অনিবার্য ছিল। সেটা দুইদিন আগে হোক কিংবা দুইদিন পরে হোক। মুজিবের পুরো পরিবারেরই মনস্তাত্ত্বিক ধারণা হলো, তারা এদেশের রাজা আর এদেশের জনগণ তাদের দাস-দাসী। শেখ মুজিব সেই প্রায়শ্চিত্ত ১৯৭৫ সালের ১৫ আগস্ট অত্যন্ত নির্মমভাবে ভোগ করেছিল। তার কন্যাও আপন বাবার ব্যতিক্রম নয়, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি...

14/08/2024

গোপন সূত্রে জানতে পেরেছি, আগামীকাল ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য আজ রাতে ঢাকায় অস্ত্রসহ প্রবেশ করবে ছাত্রলীগ।

আমাদের কাছে তথ্য আছে আজ সন্ধ্যার পর থেকে তারা প্রবেশ শুরু করবে ঢাকার দিকে। ধানমন্ডি ৩২ এর দিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়ো হওয়ার পরিকল্পনা করছে।

তাই আজ রাতে শহরের নিরাপত্তা জোরদারে প্রশাসনের পাশাপাশি ছাত্র জনতা আজ রাত ও আগামীকাল সারাদিন ধানমন্ডি ৩২ সহ পুরো ঢাকা শহরে রাস্তায় থাকবে। ঢাকায় কোনোরকম কোনো সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগের ঠাঁই হবেনা।

যে ছাত্র-জনতা সকল সন্ত্রাসী লীগ ও সশস্ত্র পুলিশ-র্য্যব এর বিপরীতে দাঁড়িয়ে একদফা আন্দোলন করেছে; সে ছাত্ররা গুটি কয়েক লীগকে কখনো ভয় পায় না
__
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কে বলেছে পালিয়ে গেছে সেটাতো তার নিজেরই বাড়ি।
14/08/2024

কে বলেছে পালিয়ে গেছে সেটাতো তার নিজেরই বাড়ি।

14/08/2024

আপনারা মুজিবকে যারা পূঁজা করেন, জানতে চান মুজিব কি এমন করেছে, ৭২-৭৫ কি এমন হয়েছে তারা একদিন আমাদের বাড়ি এসে দেখে যাবেন। তাহলে বুঝবেন মুজিবের বাকশাল কি ছিলো।

আমার সেজো দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। উনি জাসদের রাজনীতি করতেন কিন্তু রাজনীতির উর্ধ্বে রাখতেন বন্ধুত্বকে। তাই তো স্বাধীন দেশে একদিন দুপুরে যখন ভাত খাচ্ছিলেন তখন নাসিম (সাবেক স্বাস্থ্য মন্ত্রী) এসে আমার দাদাকে ডাক দিলেন, তিনি আগ পিছ না ভেবে নেমে পড়লেন ভাতটা রেখেই।

পাবনা থেকে আমার সে দাদাকে যে রাজশাহী নিয়ে যাওয়া হলো তাকে আর ফেরত দিলো না। আমি বাবার মুখে শুনেছি কিভাবে তার দাদা নাসিমের কাছে নিজের ছেলেকে ফেরত চেয়েছে কিন্তু পায়নি। বারবার, হাজারবার তাদের দুয়ারে কাড়া নাড়লেও তারা কখনো উত্তর দেয়নি।

তারা অন্তত বলতো যে তারা আমার দাদাকে মেরে ফেলেছে। আমাদের অন্তত লাশটা ফেরত দিতো। স্বাধীন দেশে একজন মুক্তিযুদ্ধের পরিবার কি তার লাশটাও চাইতে পারে না? এইটুকুও কি তাদের প্রাপ্য না?

কিন্তু আমার পরিবার পায়নি। আজ পঞ্চাশ বছর হয়ে গেলেও আমরা জানিনা দাদা বেঁচে আছে নাকি না।আমরা জানিনা তাকে হত্যা করলেও কিভাবে করা হয়েছে। তার লাশ কি আদৌ মাটি পেয়েছে নাকি কোথাও ভাসিয়ে দেওয়া হয়েছে তা কেউ বলতে পারে না!

আমরা এখন এসে আয়নাঘরের কথা শুনি, ব্রিগেডিয়ার আজমী কিংবা ব্যারিস্টার আরমানদের দেখি। আমার বাবার দাদির কষ্ট তো কেউ শোনেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আশায় বুক বেঁধে ছিলেন যে তার ছেলে হয়তো ফেরত আসবে। হয়তো ফেলে যাওয়া ভাতটা সে আবার খাবে। কিন্তু দাদা আর আসেনি। মুজিব সেনারা তাকে আসতে দেয়নি।

আপনারা জানতে চান না যে কেনো শেখ মুজিবকে আমি সম্মান করিনা? আমার সে দাদার রক্ত তো আমার শরীরেও বইছে। আপনারা পুরা বাংলাদেশকে হয়তো প্রোপাগাণ্ডা গেলাতে পারবেন কিন্তু আমাকে না। রক্তের সাথে গাদ্দারি তো আমি কর‍তে পারবো না।

-ফারদিন হাসান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বাস্তব কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share