Bangla 71 Television

Bangla 71 Television সত্য প্রকাশে আপোষহীন

"বাংলা ৭১ টিভি" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি আমার এই পেজ এর মাধ্যমে দেশ ও বিদেশ এর গুরুত্বপূর্ন সকল খবর উপস্থাপন করব ।
যে সকল খবর তুলে ধরব আপনার সামনে-
🔰- রাজনৈতিক খবর ,
🔰- খেলার খবর
🔰- সাংস্কৃতিক খবর ,
🔰- দেশ ও জনপদের খবর ,
🔰- কৃষি খবর ,
🔰- সত্যি ঘটনা ,
🔰- সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর উপস্থাপন করব।

আপডেট সকল নিউজ সবার আগে পেতে "বাংলা ৭১ টিভি" পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

কুমিল্লার গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মামুনকে কু-পি-য়ে  হ-ত্যা।
25/07/2025

কুমিল্লার গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মামুনকে কু-পি-য়ে হ-ত্যা।

25/07/2025

দিঘলিয়ায় রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত

কাজী রায়হান তানভীর সৌরভ
খুলনা প্রতিনিধি ।

25/07/2025

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে কাঠালবাড়িতে স্বেচ্ছাসেবক ও তরুণ দলের বিক্ষোভ

অপি মুন্সী :
মাদারীপুর জেলা প্রতিনিধি

25/07/2025

কচুয়ার পালাখাল-গুলবাহার সড়কে ভাঙা রাস্তা, ভূঁইয়ারা এলাকায় জনদুর্ভোগ চরমে
মোঃ মাসুদ রানা,
কচুয়াঃ

25/07/2025

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চুলাই মদসহ আটক ৩
এস আলম
জামালপুর

25/07/2025

প্রবল ঝড়ো বাতাসের সতর্কতা!!
নিন্মচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়াও দেশের ভিতরে ও বিভিন্ন স্থানে মাঝেমধ্যে শক্তিশালী দমকা হাওয়া বইছে।

নিন্মচাপটি উপকূল অতিক্রম করে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেলে এই ঝড়ো বাতাস কমে আসবে।আগামীকাল থেকে এই বাতাসের তীব্রতা কমে আসলেও প্রবল সক্রিয় মৌসুমি বায়ুর কারনে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে।

আজকে রাত থেকেই এই ভারী বর্ষন শুরু হতেপারে উপকূলীয় এলাকা হতে।এছাড়াও আজকে রাতে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে দমকা হাওয়া সহ।
আজকে দেশের ভিতরে সব ধরনের নৌযান চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হবে।আমরা অনুরোধ করবো আজকে কাউকে নৌ ভ্রমন না করার জন্য।
কারন ঝড়ো হাওয়ার কারনে নদী এবং সমুদ্র খুবই উত্তাল রয়েছে।

ঝড়ো বাতাসের কারনে উপকূলীয় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দারা এই ব্যপারে বিশেষ সতর্ক থাকবেন।
পোষ্ট টি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন।

ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

মেহেরপুরে গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় ০১ মহিলা কর্মী আটক -মেহেরপুরে গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় ০১ মহিলা...
25/07/2025

মেহেরপুরে গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় ০১ মহিলা কর্মী আটক -

মেহেরপুরে গ্রামীণ বাংলা সমিতির নামে প্রতারণায় ০১ মহিলা কর্মী আটক করেছেন গাংনী উপজেলার ধলা ক্যাম্প পুলিশ, পরে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, মেহেরপুর পৌর শহরের কাথুলি বাসস্ট্যান্ড সাহাজিপাড়ার মোড়ে শারমিন নামের এই মহিলা গ্রামীন বাংলা সমিতির নামে লোন দেওয়ার কথা বলে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর মাঠপাড়া, ঝাউবাড়িয়া, তেরঘোরিয়া ও কাথুলী ইউনিয়নের সহগলপুর সহ বিভিন্ন গ্রাম থেকে গ্রামীন বাংলা সমিতির ফরম দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লোন দেওয়ার কথা বলে এক লক্ষ টাকার উপরে নিয়ে পালিয়ে যায়।

প্রতারক শারমিন জানান যে, আমার বাড়ি যশোরের রেল স্টেশন পাড়ায়। আমি এই অফিসে চাকরি করি আমার অফিসারদের কোন খোঁজ পাচ্ছিনা।

ফরিদা বেগম (কাউন্সিলর) ১,২,৩ ওয়ার্ড কাথুলি ইউনিয়ন, গাংনী। তিনি জানান যে, প্রতারক এই শারমিন কয়েক মাস ধরে সহগলপুর সহ বিভিন্ন গ্রামে সমিতির নামে লোন দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে ১ লক্ষ টাকার উপরে নিয়েছেন এবং তিনি কিছুদিন ধরে আর এলাকায় আসে না। এলাকাবাসীর খোঁজখবর পেয়ে আজ কুষ্টিয়ার পোড়াদহ জংশন থেকে তাকে ধরে নিয়ে আসে।

বৃহস্পতিবার (২৪) জুলাই শারমিন নামের ঐ মহিলাকে কুষ্টিয়ার পোড়াদা জংশন থেকে ধরে নিয়ে আসে কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রামের ভুক্তভোগী পরিবারগুলো।

পরে এলাকাবাসী মেহেরপুর গাংনী উপজেলার ধলা ক্যাম্পে খবর দিলে ধলা ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌছিয়ে বিস্তারিত শোনেন এবং প্রতারক মহিলা কে আটক করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানা যোগাযোগ করা হলে ডিউটি অফিসার আনিসুর রহমান জানাম যে, প্রতারক আসামি শারমিনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

25/07/2025

বর্তমান মেহেরপুর জেলা আহবায়ক কমিটি একটা পকেট কমিটি যার কোন ভিত্তি নাই , গতকাল মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস গ্রাম বিএনপির প্রধান কার্যালয়ে আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রদল এর সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ সেখ

তন্ময় মন্ডল ,
মুজিবনগর ,মেহেরপুর

24/07/2025

টাঙ্গাইলের ধনবাড়ীতে বি*ক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মোঃ জাকির খান
ধনবাড়ী প্রতিনিধি

24/07/2025

‎সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

‎কায়েস কাওছার
সিরাজগঞ্জ প্রতিনিধি

24/07/2025

কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়কে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন।

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৫মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কে লেগুনা ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুস...
24/07/2025

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৫

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কে লেগুনা ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই), বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী-কাথুলী সড়কের গাংনী উপজেলার সাহারবাটি ইবাদতখানার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাখিভ্যানযোগে ৪ জন যাত্রী গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন। পথিমধ্যে ইবাদতখানা ছাড়িয়ে অদূরে একটি লেগুনা যার নং মেহেরপুর ছ- ১১০০১৮ বিপরীত দিক থেকে গাংনী যাওয়ার পথে নিজ লেন ছেড়ে বিপরীত লেনে এসে সজোরে ধাক্কা দেয় পাখিভ্যানকে। এ ঘটনায় সাহারবাটি গ্রামের শাকিল, তার মা, একজন শিশু এবং পাখিভ্যানের চালক রফিকুল ইসলামসহ আরো একজন আহত হয়েছে।

ঘটনায় পরপরই লেগুনার চালক ও হেলপার সুকৌশলে পালিয়েছে যায়।

Address

Khulna

Website

# UCMaA5jO6oAtBgXmASD9Y40g

Alerts

Be the first to know and let us send you an email when Bangla 71 Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share