স্বপ্নডাঙ্গা

স্বপ্নডাঙ্গা বাংলা ও বাঙালি

26/07/2025

শ্রাবণের পদ্মা: বৈচিত্র্য ও বিস্ময় 🌧🌊
২৫/৭/২০২৫( শুক্রবার) বিকাল: ৪ : ০০

শ্রাবণ মাস মানেই আকাশভরা মেঘ, ধীরে ধীরে ঝরে পড়া বৃষ্টি, আর বুকে আগলে রাখা এক নদীর উন্মাদ উত্তালতা—পদ্মা। বছরের এই সময়টাতে পদ্মা যেন অন্য রূপে ধরা দেয়। তার বিস্তার, তার গর্জন, তার ঢেউয়ে যেন শোনা যায় প্রকৃতির প্রাণের স্পন্দন।

বর্ষার জলে ফুলে ওঠা পদ্মা শুধু নদী নয়, সে যেন এক জীবন্ত সত্তা—কখনো রুদ্র, কখনো শান্ত। দুই পাড়ের বিস্তৃত চর ভেসে যায়, দূরে ছোট ছোট নৌকা বৃষ্টির ছায়ায় মিলিয়ে যায়, আর বাতাসে ভেসে আসে কাদামাটির মৃদু ঘ্রাণ।

এই পদ্মা আমাদের ঐতিহ্য, আবেগ, জীবনের গল্প। শ্রাবণের এই রূপ—নদীর দিগন্তে হারিয়ে যাওয়া সূর্য, ঝাপসা হয়ে যাওয়া ঘাট, আর অচেনা এক ধূসর নীল—সবকিছু মিলিয়ে পদ্মা হয়ে ওঠে এক অপার কাব্য।

নদী ভ্রমণ বা ঘাটে বসে বৃষ্টি দেখা—এই সময়ের প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ে গেঁথে যায় চিরকালের জন্য। শ্রাবণের পদ্মা আমাদের শেখায়—প্রকৃতি বদলায়, মানুষ বদলায়, কিন্তু অনুভবের গভীরতা কখনো ফুরায় না ।

আজ আমরা এক অসহনীয় শোকের সময় পার করছি। উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের প্রিয় কিছু শিশু শিক্ষার্থী একটি ভয়াবহ বিমান দু...
22/07/2025

আজ আমরা এক অসহনীয় শোকের সময় পার করছি।
উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের প্রিয় কিছু শিশু শিক্ষার্থী একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় অকালে আমাদের ছেড়ে চলে গেছে। এই ঘটনা আমাদের সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।

তারা ছিলো আমাদেরই মতো কচি কোমল প্রাণ—যাদের চোখে ছিল স্বপ্ন, মনে ছিল উচ্ছ্বাস, আর জীবনে ছিল অফুরন্ত সম্ভাবনা। কিন্তু একটি দুর্ঘটনা সেই স্বপ্নগুলোকে চিরতরে নিভিয়ে দিল।

স্বপ্নডাঙ্গা পাঠশালার পক্ষ থেকে আমরা এই নির্মম ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি জানাই আন্তরিক সহানুভূতি।

তারা নেই, কিন্তু তাদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে।থাকবে হৃদয়ের অতল গভীরে।।

||-স্বপ্নডাঙ্গা ।। পাঠশালা-||

শোকবার্তাস্বপ্নডাঙ্গা||পাঠশালার পক্ষ থেকে গভীর সমবেদনাউত্তরা মাইলস্টোন স্কুলে এবং কলেজে  ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর...
22/07/2025

শোকবার্তা
স্বপ্নডাঙ্গা||পাঠশালার পক্ষ থেকে গভীর সমবেদনা

উত্তরা মাইলস্টোন স্কুলে এবং কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ফলে কোমলমতি ছোট ছোট শিশুদের অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই দুঃখ কোনো শব্দে প্রকাশযোগ্য নয়। একটি জাতির ভবিষ্যৎ হারিয়ে যাওয়া যেন এক অপূরণীয় ক্ষতি।

স্বপ্নডাঙ্গা পাঠশালার পক্ষ থেকে আমরা শিশুদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার, সহপাঠী ও শিক্ষকবৃন্দের প্রতি জানাই গভীর সহানুভূতি ও সমবেদনা।

এই দুঃসহ সময়ে আমরা সকলে যেন সাহস ও সহনশীলতা ধারণ করতে পারি — সেই প্রার্থনা করি।

শিশুরা স্বপ্ন দেখতো, তারা ছিল আমাদের আগামী…
আজ তারা নেই, কিন্তু তাদের স্বপ্ন যেন আমাদের মাঝে বেঁচে থাকে।

স্বপ্নডাঙ্গা পাঠশালা পরিবার

15/07/2025

বিদায় আষাঢ়!
তুমি এসেছিলে বাদলের সুরে, কাদামাটির গন্ধে, কৃষকের আশায় ভরা বুক নিয়ে। তুমি ভিজিয়েছিলে ধানখেত, জলের ঝরনায় প্রাণ দিয়েছিলে প্রকৃতিকে। আকাশের কালো মেঘের গায়ে তোমার নাম লিখেছিল বাউল, কবি, চাষি – সকলেই।
আজ তুমি বিদায় নিচ্ছো, আষাঢ়।
তোমার সাথে বিদায় নিচ্ছে সেই একটানা বৃষ্টি, পাখিদের ভেজা পালক, কাদায় মাখামাখি পথঘাট।
তবু তুমি রেখে গেলে প্রাণের এক অনাবিল সৌন্দর্য – মাটির ঘ্রাণ, সবুজের শিহরণ আর আমাদের হৃদয়ের কোনে জমে থাকা একফোঁটা কৃতজ্ঞতা।

15/07/2025

বৃষ্টিস্নাত স্বপ্নডাঙ্গা।।

"শিল্প ছিল তাঁর নিঃশ্বাসের মতো — জীবন জুড়ে রঙ তুলির নিঃশব্দ প্রতিবাদ! 💐৭৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি💐🙏|| দেশবরেণ্য একুশে পদ...
14/07/2025

"শিল্প ছিল তাঁর নিঃশ্বাসের মতো — জীবন জুড়ে রঙ তুলির নিঃশব্দ প্রতিবাদ!
💐৭৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি💐🙏
|| দেশবরেণ্য একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম

স্বপ্নডাঙ্গা ।। পাঠশালা
রাজবাড়ী সদর।

14/07/2025

বৃষ্টি বিলাস স্বপ্নডাঙ্গা ।।

তৃতীয় অভিভাবক সমাবেশ-২০২৫ স্বপ্নডাঙ্গা ।। পাঠশালাঅভিভাবক প্রতিনিধিদের সাথে মতবিনিময়।।
09/07/2025

তৃতীয় অভিভাবক সমাবেশ-২০২৫
স্বপ্নডাঙ্গা ।। পাঠশালা
অভিভাবক প্রতিনিধিদের সাথে মতবিনিময়।।

স্বপ্নডাঙ্গা ।। পাঠশালা।‌ রাজবাড়ী, বাংলাদেশ।।
07/07/2025

স্বপ্নডাঙ্গা ।। পাঠশালা।‌
রাজবাড়ী, বাংলাদেশ।।

06/07/2025

বনভোজনে চড়ুইভাতী- স্বপ্নডাঙ্গা।।পাঠশালা।।

04/07/2025

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নডাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share