24/07/2025
হঠাৎ এক ক্লায়েন্ট কল দিয়ে বললেন,
"আপনাদের কি DSLR আছে?"
আমি বললাম, "ভাইয়া, আমাদের DSLR তো আছেই। তবে আমরা কাজের ধরন বুঝে সবসময় আলাদা সেটআপ ব্যবহার করি।"
তিনি বললেন, "আচ্ছা, আমি একজনকে নাম্বার দিচ্ছি, উনি ভিডিওর ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন।"
কিছুক্ষণের মধ্যেই আরেকটি কল পেলাম — নাটোরের সিংড়া থেকে।
প্রজেক্ট: একটি স্কুল ডকুমেন্টারি ভিডিও। সবকিছু ঠিক ছিল, তবে চ্যালেঞ্জ ছিল একটাই — হাতে সময় মাত্র তিন দিন!
আমি উনাকে বললাম, "ভাইয়া, শুটিং একদিনে সম্ভব, কিন্তু ভালো মানের এডিটিংয়ের জন্য সময় দরকার হয়।" তিনি বললেন, "আমাদের এলাকায় এমন কাজ অনেকেই করেন, কিন্তু আমি চাই কাজটা প্রফেশনাল হোক। যেহেতু প্রধান শিক্ষক মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি চাই আপনাদের মতো অভিজ্ঞ টিমই এটি করুক।"
আমরা টিম মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিলাম — চ্যালেঞ্জ একসেপ্টেড। তবে শুরুতেই জানিয়ে দিলাম, সময় সীমিত হলেও আমরা আমাদের সর্বোচ্চটা দেব।
📅 ২২ জুলাই, সকাল ৬টা। আমাদের টিমের তিনজন সদস্য রওনা দিলেন রাজশাহী থেকে সিংড়া। সারাদিন শুটিং চলল — ডিএসএলআর এবং ড্রোন দিয়ে আমরা তুলে ধরেছি স্কুলের বিভিন্ন দৃষ্টিনন্দন মুহূর্ত। 📌 শিশুদের প্রাণবন্ত মুখ, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড — সবই ক্যামেরাবন্দি হলো নানান অ্যাঙ্গেল থেকে।
🎤 এরই মধ্যে আমরা তৈরি করলাম একটি প্রফেশনাল ভয়েসওভার, যা ডকুমেন্টারির আবেগ, তথ্য ও বার্তা আরও প্রাণবন্ত করে তোলে।
সন্ধ্যায় রাজশাহী ফিরে এসেই শুরু হয় নিরবিচার এডিটিং। পুরো একদিন ধরে চলে ক্লিপ সিলেকশন, সিনক্রোনাইজ, কালার কারেকশন, সাবটাইটেল ও ভয়েস মিলানো।
🎓 যার উপর এই আয়োজন — বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিংড়া, নাটোর। ২০০৬ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন BIAM Foundation ও সিংড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। আজ এটি সিংড়ায় শিক্ষা বিস্তারে এক অগ্রণী নাম।
এই প্রামাণ্যচিত্র নির্মাণে পাশে ছিলেন — সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা — যাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কাজটি সম্ভব হতো না।
✅ আজ, ঠিক সময়মতো — আমরা প্রজেক্ট ডেলিভারি করেছি। ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে আপলোড হয়েছে এবং সবার কাছে প্রশংসিত হয়েছে।
🎥 এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করে — সময় কম থাকলেও যদি টিম থাকে নিবেদিত, পরিকল্পনা থাকে পরিপূর্ণ এবং দায়বদ্ধতা থাকে হৃদয়ে, তাহলে যেকোনো কাজ সফল করা সম্ভব।
📞 আপনার প্রতিষ্ঠান বা স্কুলের গল্প বলুন আমাদের মাধ্যমে। আমরা তুলে ধরব — ঠিক সেভাবেই, যেমন আপনি চান।
যোগাযোগ: 01319365458