Liking Plus Info Tech Bangladesh

  • Home
  • Liking Plus Info Tech Bangladesh

Liking Plus Info Tech Bangladesh Digital Marketing | Web Development | Graphic Design | Voice Over Recording

বাংলা বর্ণমালা পেইজ থেকে সাধারণ জ্ঞানের অসাধারণ লাইভ ক্লাস পরিচালনা করছেন পাশা স্যার।🎥 লাইভ প্রোডাকশনে আছেন Liking Plus ...
14/08/2025

বাংলা বর্ণমালা পেইজ থেকে সাধারণ জ্ঞানের অসাধারণ লাইভ ক্লাস পরিচালনা করছেন পাশা স্যার।
🎥 লাইভ প্রোডাকশনে আছেন Liking Plus Team – প্রতিটি শিক্ষণ মুহূর্তকে জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে আরও প্রভাবশালী করে তুলতে!

🚀 We’re Growing – Join the Liking Plus Family!Liking Plus রাজশাহীতে Young & Talented Minds দলে নিচ্ছে —• 🎨 Junior Graphi...
12/08/2025

🚀 We’re Growing – Join the Liking Plus Family!

Liking Plus রাজশাহীতে Young & Talented Minds দলে নিচ্ছে —

• 🎨 Junior Graphic Designer (1 Position)

✨ Our Preference
• Running Students will get priority — কারণ আমরা চাই রাজশাহীতে পড়াশোনার পাশাপাশি Part-Time Job Experience পাওয়ার সুযোগ তৈরি করতে।
• যাদের Laptop আছে, তারা priority পাবেন।
• ভিডিও এডিটিং সম্পর্কে আইডিয়া থাকলে অগ্রাধিকার পাবে।
• Age Limit: সর্বোচ্চ 30 বছর।

🛠 Responsibilities
• Social Media & Print Media এর জন্য Creative Designs তৈরি করা।
• Posters, Banners, Leaflets, Logos, Infographics ডিজাইন করা।
• Reels, Short Videos, GIF বা Animated Content এ Assist করা।
• Brand Guidelines মেনে Design Quality বজায় রাখা।
• Content Team এর সাথে Visual Ideas Develop করা।
• Under pressure কাজ করার মানসিকতা থাকতে হবে।

🕑 Office Hours:
• 2:00 PM – 10:00 PM

📍 Location:
• Alokar More, Rajshahi

💰 Salary:
• Negotiable

📧 Apply Now:
[email protected] (CV & Portfolio)

🔥 Start Your Career with Liking Plus & Grow With Us!

Liking Plus পরিবারের Assistant Graphic Designer, Tomalika Biswasarma একাধারে একজন নিবেদিতপ্রাণ মা, আত্মনির্ভরশীল নারী এব...
10/08/2025

Liking Plus পরিবারের Assistant Graphic Designer, Tomalika Biswasarma একাধারে একজন নিবেদিতপ্রাণ মা, আত্মনির্ভরশীল নারী এবং সৃজনশীল কর্মী। অল্প সময়ের মধ্যে আমাদের টিমে যুক্ত হলেও, তাঁর আপডেটেড কাজ, নিষ্ঠা ও আন্তরিকতা ইতিমধ্যেই আমাদের মুগ্ধ করেছে।

সন্তান ও পরিবার সামলানোর পাশাপাশি পেশাগত জীবনে তাঁর সফল অগ্রযাত্রা আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস।

Liking Plus-এর পক্ষ থেকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তাঁর ক্যারিয়ার ও পারিবারিক জীবনের জন্য রইল অসীম মঙ্গল কামনা। 💐✨

05/08/2025

🎬 Promo Visuals by our professional team | Client: Icon Plus - Rajshahi

Another successful collaboration brought to life with visual storytelling.
Shaping brand identity. Framing every detail. Delivering impact.

🎯 রাজশাহীতে   ও   -এর ডিজিটাল সফলতার পেছনে — Liking Plus📍বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির স্বনামধন্য প্রতিষ্ঠান ICON PLUS...
05/08/2025

🎯 রাজশাহীতে ও -এর ডিজিটাল সফলতার পেছনে — Liking Plus

📍বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির স্বনামধন্য প্রতিষ্ঠান ICON PLUS (Rajshahi Branch) এবং Spondon - স্পন্দন (Rajshahi Branch) — দু’টিই রাজশাহীর শিক্ষাক্ষেত্রে বিশ্বস্ত নাম, যারা শত শত শিক্ষার্থীর স্বপ্নপূরণের সহযাত্রী।

এই দুই প্রতিষ্ঠানের ডিজিটাল ব্র্যান্ডিং ও অনলাইন প্রচারণার দায়িত্বে আছি আমরা — Liking Plus Team

🔹 আমরা যা সার্ভিস দিচ্ছি:
✅ প্রফেশনাল ফেসবুক পেইজ সেটআপ
✅ প্রমোশনাল ভিডিও শ্যুট ও এডিটিং
✅ ভয়েস ওভার স্ক্রিপ্ট রাইটিং ও রেকর্ডিং
✅ কনটেন্ট রাইটিং
✅ Facebook Boosting (টার্গেটিং ও অপটিমাইজেশনসহ)

📌 প্রিন্ট মিডিয়ার সীমাবদ্ধতা ছাড়ায়ে এখন ICON PLUS এবং Spondon পুরোপুরি সক্রিয় দুটি ডিজিটাল ব্র্যান্ড।

📌 রেজাল্ট-ড্রিভেন ক্যাম্পেইন ও কৌশলগত মার্কেটিংয়ে Liking Plus প্রমাণ করেছে দক্ষতা ও দায়িত্বশীলতা।

✨ ডিজিটাল প্রচারণায় নির্ভরযোগ্য একটি নাম — Liking Plus ৭ বছরের অভিজ্ঞতায় আমরা দেশের বহু প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি সফলতার অংশীদার হিসেবে।

🔹 আপনার প্রতিষ্ঠানও কি ডিজিটাল অগ্রযাত্রায় যুক্ত হতে চায়? তাহলে আজই যোগাযোগ করুন:
📍 ঠিকানা: Sultanabad, Rajshahi
📞 মোবাইল: 01797770919

৩৬ জুলাই — গণতন্ত্রের সূর্যোদয়ের দিন 🇧🇩সাধারণ শিক্ষার্থীদের বিপ্লবী  আন্দোলনে মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বৈরাচার থেকে। এই দ...
05/08/2025

৩৬ জুলাই — গণতন্ত্রের সূর্যোদয়ের দিন 🇧🇩
সাধারণ শিক্ষার্থীদের বিপ্লবী আন্দোলনে মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বৈরাচার থেকে। এই দিন শুধুই একটি তারিখ নয়, এটি সাহস, ঐক্য আর গণতন্ত্রের বিজয়ের প্রতীক।
জুলাইয়ের গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা আমাদের সকল সংগ্রামী ছাত্র-জনতার প্রতি।
Liking Plus-এর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা জানাই সেইসব সাহসী হৃদয়দের, যাদের আত্মত্যাগে গণতন্ত্র ফিরে পেয়েছিল আলো।

আমাদের গর্ব, আমাদের পথপ্রদর্শক।Gen' Aura Foundation-এর পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠাতা ও সিইওMd. Sakhawat Hossain-কে দেওয়া ...
02/08/2025

আমাদের গর্ব, আমাদের পথপ্রদর্শক।
Gen' Aura Foundation-এর পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠাতা ও সিইও
Md. Sakhawat Hossain-কে দেওয়া সম্মাননা আমাদের জন্য গর্বের বিষয়।

একজন প্রশিক্ষক হিসেবে তাঁর আন্তরিকতা, নেতৃত্ব এবং প্রতিটি শিক্ষার্থীকে সফল করে তোলার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এই ক্রিস্টাল স্মারক প্রদান করা হয়েছে।

Liking Plus Info Tech Bangladesh পরিবার তাঁর এই অর্জনে গর্বিত এবং কৃতজ্ঞ।

শুভকামনা নিরন্তর—নেতৃত্ব হোক আলোর দিশারি।

হঠাৎ এক ক্লায়েন্ট কল দিয়ে বললেন, "আপনাদের কি DSLR আছে?" আমি বললাম, "ভাইয়া, আমাদের DSLR তো আছেই। তবে আমরা কাজের ধরন বুঝ...
24/07/2025

হঠাৎ এক ক্লায়েন্ট কল দিয়ে বললেন,
"আপনাদের কি DSLR আছে?"
আমি বললাম, "ভাইয়া, আমাদের DSLR তো আছেই। তবে আমরা কাজের ধরন বুঝে সবসময় আলাদা সেটআপ ব্যবহার করি।"
তিনি বললেন, "আচ্ছা, আমি একজনকে নাম্বার দিচ্ছি, উনি ভিডিওর ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন।"

কিছুক্ষণের মধ্যেই আরেকটি কল পেলাম — নাটোরের সিংড়া থেকে।
প্রজেক্ট: একটি স্কুল ডকুমেন্টারি ভিডিও। সবকিছু ঠিক ছিল, তবে চ্যালেঞ্জ ছিল একটাই — হাতে সময় মাত্র তিন দিন!

আমি উনাকে বললাম, "ভাইয়া, শুটিং একদিনে সম্ভব, কিন্তু ভালো মানের এডিটিংয়ের জন্য সময় দরকার হয়।" তিনি বললেন, "আমাদের এলাকায় এমন কাজ অনেকেই করেন, কিন্তু আমি চাই কাজটা প্রফেশনাল হোক। যেহেতু প্রধান শিক্ষক মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি চাই আপনাদের মতো অভিজ্ঞ টিমই এটি করুক।"

আমরা টিম মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিলাম — চ্যালেঞ্জ একসেপ্টেড। তবে শুরুতেই জানিয়ে দিলাম, সময় সীমিত হলেও আমরা আমাদের সর্বোচ্চটা দেব।

📅 ২২ জুলাই, সকাল ৬টা। আমাদের টিমের তিনজন সদস্য রওনা দিলেন রাজশাহী থেকে সিংড়া। সারাদিন শুটিং চলল — ডিএসএলআর এবং ড্রোন দিয়ে আমরা তুলে ধরেছি স্কুলের বিভিন্ন দৃষ্টিনন্দন মুহূর্ত। 📌 শিশুদের প্রাণবন্ত মুখ, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড — সবই ক্যামেরাবন্দি হলো নানান অ্যাঙ্গেল থেকে।

🎤 এরই মধ্যে আমরা তৈরি করলাম একটি প্রফেশনাল ভয়েসওভার, যা ডকুমেন্টারির আবেগ, তথ্য ও বার্তা আরও প্রাণবন্ত করে তোলে।
সন্ধ্যায় রাজশাহী ফিরে এসেই শুরু হয় নিরবিচার এডিটিং। পুরো একদিন ধরে চলে ক্লিপ সিলেকশন, সিনক্রোনাইজ, কালার কারেকশন, সাবটাইটেল ও ভয়েস মিলানো।

🎓 যার উপর এই আয়োজন — বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিংড়া, নাটোর। ২০০৬ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন BIAM Foundation ও সিংড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। আজ এটি সিংড়ায় শিক্ষা বিস্তারে এক অগ্রণী নাম।

এই প্রামাণ্যচিত্র নির্মাণে পাশে ছিলেন — সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা — যাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কাজটি সম্ভব হতো না।

✅ আজ, ঠিক সময়মতো — আমরা প্রজেক্ট ডেলিভারি করেছি। ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে আপলোড হয়েছে এবং সবার কাছে প্রশংসিত হয়েছে।

🎥 এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করে — সময় কম থাকলেও যদি টিম থাকে নিবেদিত, পরিকল্পনা থাকে পরিপূর্ণ এবং দায়বদ্ধতা থাকে হৃদয়ে, তাহলে যেকোনো কাজ সফল করা সম্ভব।

📞 আপনার প্রতিষ্ঠান বা স্কুলের গল্প বলুন আমাদের মাধ্যমে। আমরা তুলে ধরব — ঠিক সেভাবেই, যেমন আপনি চান।

যোগাযোগ: 01319365458

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
21/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

আপনি কেন পিছিয়ে থাকবেন?Glamour World-এর মতো রেনাউন্ড ব্র্যান্ডের জন্য আমরা নিয়মিত ভিডিও প্রোডাকশন ও প্রমোশনে কাজ করছি—শু...
19/07/2025

আপনি কেন পিছিয়ে থাকবেন?

Glamour World-এর মতো রেনাউন্ড ব্র্যান্ডের জন্য আমরা নিয়মিত ভিডিও প্রোডাকশন ও প্রমোশনে কাজ করছি—শুধু কনটেন্ট নয়, রেজাল্টই আমাদের পার্থক্য গড়ে দেয়।

মার্কেটে কাস্টমারের অভাব নেই, কিন্তু ব্র্যান্ড গ্রোথে যারা পিছিয়ে—তাদের ঘাটতি পরিকল্পনায়।
আপনি কি এখনও শুধু "ভাবছেন", নাকি এবার "শুরু করবেন"?

✅ প্রফেশনাল ভিডিও প্রডাকশন
✅ টার্গেটেড প্রমোশন
✅ প্রমাণিত রেজাল্ট

তবে খেয়াল রাখবেন — শুধু দামি সেটআপ থাকলেই হয় না। রেজাল্টের জন্য প্রয়োজন হয় অভিজ্ঞতা, প্রফেশনাল টিম, কার্যকর পরিকল্পনা আর দৃঢ় কমিটমেন্ট।
আর ঠিক এই জায়গাটিতেই আমরা আলাদা।

এবার আপনিও হোন পরবর্তী সাকসেস স্টোরি।
📞 এখনই বুকিং করুন: 01797-770919, 01319-365458

~ Liking Plus

📸 ছবিটা তোলা হয়েছিল গতকাল রাত ১টায়!দেখে অনেকেই ভাবতে পারেন, আমরা হয়তো ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো—...
19/07/2025

📸 ছবিটা তোলা হয়েছিল গতকাল রাত ১টায়!

দেখে অনেকেই ভাবতে পারেন, আমরা হয়তো ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো—আমরা ফিরছিলাম Pizza-2 প্রজেক্টের শেষ স্যুটিং করে।

রেস্টুরেন্টে গেস্টদের বের হতে হতে রাত ১১টা পার, তারপর শুরু হয় আমাদের কাজ। কাজ শেষ করে যখন বাসায় ফিরি, তখন রাত ১টা।

আমরা বিশ্বাস করি—কাজ মানে শুধু সময়মতো উপস্থিতি নয়, বরং সময়ের বাইরে গিয়েও দায়িত্ব পালন।

এই রাত জাগা পরিশ্রম সম্ভব হয়েছে আমাদের ডেডিকেটেড টিমের দুই সদস্য শাহরিয়ার ও শিবলির জন্য, যারা সবসময় চুপচাপ, নির্ভরযোগ্য থেকে প্রমাণ করে দেয়—"Commitment is louder than words!"

🎯 আমরা কাজ করি, কারণ আমরা সিরিয়াস।
🎥 আমরা ক্যামেরা চালাই, কিন্তু তার চেয়েও বেশি চালাই নিজের দায়বদ্ধতা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Liking Plus Info Tech Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Liking Plus Info Tech Bangladesh:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share