News Media

News Media media and celebrity news for everyone. I am not interested about myself

অপু বিশ্বাসের  জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন তাহলে আর ম'জা করতে ইচ্ছে করবেনা। একটা মেয়ে একজনকে ভালবেসেই সব সেক্রি'ফাইস ...
06/08/2025

অপু বিশ্বাসের জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন তাহলে আর ম'জা করতে ইচ্ছে করবেনা। একটা মেয়ে একজনকে ভালবেসেই সব সেক্রি'ফাইস করেছে। চাইলেই আরেকটা বিয়ে করতে পারতো।চাইলেই নতুন করে জীবন শুরু করতে পারতো।

মা কে হা'রিয়েছে শখের পুরুষকে অন্যের হতে দেখেছে।সন্তানের দিকে তাকিয়ে শাকিবকে ভালবেসে এখনও একাই ল'ড়া'ই করছে। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখতেন আপনার ক'ষ্ট হতোনা?

আপনি পারতেন সহজে মেনে নিতে? শাকিব অপুকে ঠ'কি'য়ে'ছে অপু কিন্তু ঠ'কা'য়নি। দিন শেষে আমরা পুরুষের দিকে আঙু'ল তুলিনা। আঙু'ল তুলি মেয়েটার দিকে। ম'জা করি মেয়েটিকে নিয়ে।সত্যি যার সঙ্গে ঘটে সে বাদে এই ক'ষ্ট অন্য কেউ উপলদ্ধি করতে পারবেনা।💔💔
©️

ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর পোস্ট ভাইরাল হয়েছে।সেই পোস্টে শতাব্দী...
05/08/2025

ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর পোস্ট ভাইরাল হয়েছে।

সেই পোস্টে শতাব্দী লিখেছেন , ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো.... আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজের। স্ত্রীর নাম শতাব্দী মিত্র। সেই সময় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছিলেন সেসময় অর্থাৎ ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

সোমবার রাতে ইন্টারনেট যখন দেব-শুভশ্রীকে নিয়ে উত্তাল, তখনই আসে শতাব্দীর পোস্ট। একটি কবিতা লেখা। ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’


কোথাও কারও নাম নেই। কিন্তু দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন নেটিজেনরা।

দেব-শুভশ্রীর দেখা হওয়া প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জর...
05/08/2025

দেব-শুভশ্রীর দেখা হওয়া প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।’

এরপর তিনি বলেন, দেবের ‘‘‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’’

অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে শুভশ্রী তৃপ্তির হাসি হেসেছে বলেও জানালেন রাজ চক্রবর্তী। বললেন, ‘শুভশ্রীর মুখে তৃপ্তির হাসি ছিল। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।’

দারুন নাহ্ 😜😜
05/08/2025

দারুন নাহ্ 😜😜

১৪ বছর পর একসাথে দেব শুভশ্রী ...বাংলার সবচেয়ে বড় event এর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা ...রূপকথার 'ধুমকেতু'  ❤️     ...
04/08/2025

১৪ বছর পর একসাথে দেব শুভশ্রী ...বাংলার সবচেয়ে বড় event এর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা ...রূপকথার 'ধুমকেতু' ❤️

কোয়েল মল্লিক কে কি মিষ্টি লাগছে দেখতে ❤️❤️
03/08/2025

কোয়েল মল্লিক কে কি মিষ্টি লাগছে দেখতে ❤️❤️

ওওরেহ্ বুবলি এটা কি দেখাইলো 😮😮
03/08/2025

ওওরেহ্ বুবলি এটা কি দেখাইলো 😮😮

শাকিব-বুবলীর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্...
03/08/2025

শাকিব-বুবলীর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।

গত দুইমাস ধরে নি"খোঁজ পরীমণির মেয়ে প্রিয়ম...! আসলে পরীমনি ওই মেয়েটাকে দত্তক নিয়েছিলো শুধুমাত্র আদালতের সা"জা থেকে বেঁচ...
02/08/2025

গত দুইমাস ধরে নি"খোঁজ পরীমণির মেয়ে প্রিয়ম...!

আসলে পরীমনি ওই মেয়েটাকে দত্তক নিয়েছিলো শুধুমাত্র আদালতের সা"জা থেকে বেঁচে থাকতে...
কারণ এক বছরের নিচে বা"চ্চা থাকলে আইনগতভাবে কাউকে আদালতে আটকে রাখা যায় না আর তার জন্যই ও ওর নিজের ছেলের এক বছর হওয়ার পরপরই ওই মেয়েকে দত্তক নেয়..!!

এখন ওই মেয়ের এক বছর হয়ে গেছে তাই তার স্বা*র্থা শেষ হয়ে গেছে এখন আর এই মেয়েকে দিয়ে কোন কাজ হবে না..
তাইতো এখন আর পরীমণির সাথে তার মেয়েকে কোথাও ছবি বা ভিডিওতে দেখা যায় না..!!

এটাই কি তাহলে চ'র'ম সত্যি কথা...?? পরী নাকি তার উকিলের পরামর্শে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছিলো শুধুমাত্র পরীর বি"রু"দ্ধে যে মাম"লা টা ছিলো সেটা নরম করার জন্য...!

আর একজন মানুষের বাসার সমস্ত গো"প"ন কিন্তু কেউ না জানলেও তার বাড়ির ড্রাইভার আর কাজের লোকেরাই জানে সে কেমন মানুষ....!
গত কয়েকদিন আগে পরীর বাসার কাজের মহিলা যে বলছিল পরী ৭/৮ দিন পর মেয়ের কাছে আসে এর ভেতর খোঁজ নেয়না ৭/৮ দিন পরে এসে মেয়ের সাথে কিছু ছবি তুলে নেটে ছেড়ে আর সবার কাছে ভালো মা সাজে...

দুইজন সুদর্শন পুরুষ 😅😅
30/07/2025

দুইজন সুদর্শন পুরুষ 😅😅

অপেক্ষার অবসান! ভক্তদের আর্জি মেনেই ১২ বছর পর একসঙ্গে প্রচারে দেব-শুভশ্রী।ছবির প্রচার। একই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে দেব এবং...
28/07/2025

অপেক্ষার অবসান! ভক্তদের আর্জি মেনেই ১২ বছর পর একসঙ্গে প্রচারে দেব-শুভশ্রী।

ছবির প্রচার। একই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে দেব এবং শুভশ্রী! এই মহুর্তে এই দৃশ্যটিই যেন অগুন্তি অনুরাগীদের ইচ্ছা।

নয় বছর পর মুক্তি পাচ্ছে এই জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দর্শকদের সেই ইচ্ছেই এ বার এই ছবি হাত ধরেই পূরণ হতে চলেছে?

আগামী ৪ আগস্টই ঘটতে চলেছে এই বিরল মুহূর্ত! ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। আর এই দিনেই একসঙ্গে প্রচারে নামতে চলেছেন দেব এবং শুভশ্রী।

শুধু সংবাদমাধ্যমের কর্মীরাই নন, এ দিন উপস্থিত থাকতে পারবেন অনুরাগীরাও। যাঁদের আর্জি মেনেই দেব-শুভশ্রীর আবারও এক হওয়া।

Urfi Javed’s Before And After 🔥বলেছিলাম না এত টেনশন করার মত কিছু হয়নি 😅প্রথম প্রথম একটু এরকম লাগে , দুই একদিন যাক ফাইনা...
26/07/2025

Urfi Javed’s Before And After 🔥

বলেছিলাম না এত টেনশন করার মত কিছু হয়নি 😅

প্রথম প্রথম একটু এরকম লাগে , দুই একদিন যাক ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন 😃

Address

Bogura
5801

Alerts

Be the first to know and let us send you an email when News Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Media:

Share