Likhboi Protidin

Likhboi Protidin (হাসবুনাল্লাহু ওয়া-নি'মাল ওয়াকিল )
অর্থাৎ-আমার জন্য আল্লাহ তা'আলা এই যথেষ্ট
✓---আলহামদুলিল্লাহ----✓ I don't want to reveal anything about myself.
(50)

Rather want to understand through work.

মামলার বাকি দুই আসামি স্থানীয় এক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. ...
17/07/2025

মামলার বাকি দুই আসামি স্থানীয় এক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম পলাতক রয়েছেন।

পাগল হলে এরকমই হতে হয়🤣🤣🤣Likhboi Protidin
17/07/2025

পাগল হলে এরকমই হতে হয়🤣🤣🤣
Likhboi Protidin

🤣🤣🤣 হা হা হা 🤣🤣🤣আমলা লীগ
16/07/2025

🤣🤣🤣 হা হা হা 🤣🤣🤣

আমলা লীগ

তালেবান কিভাবে আফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠা করলো?🔹১. তালেবান কী? এর উৎপত্তি কোথা থেকে?“তালেবান” শব্দটি এসেছে "তালি...
16/07/2025

তালেবান কিভাবে আফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠা করলো?

🔹১. তালেবান কী? এর উৎপত্তি কোথা থেকে?
“তালেবান” শব্দটি এসেছে "তালিব" (طلبة) থেকে, অর্থাৎ ইসলামি জ্ঞানচর্চাকারী ছাত্র।

তালেবান গঠিত হয় ১৯৯৪ সালে, কান্দাহার অঞ্চলে মাওলানা মোল্লা ওমর (رحمه الله) এর নেতৃত্বে।

সোভিয়েত পতনের পর আফগানিস্তানে বিভিন্ন যুদ্ধবাজ দল (ওয়ারলর্ড) বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। তখন ইসলামি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই ছিল তালেবানের মূল উদ্দেশ্য।

🔹 ২. প্রথম দফায় ক্ষমতায় আসা (১৯৯৬–২০০১)
১৯৯6 সালে তালেবান কাবুল দখল করে আফগানিস্তানের ৯০% এলাকা নিয়ন্ত্রণে আনে।

তারা "ইসলামি আমিরাত আফগানিস্তান" নামে শাসনব্যবস্থা চালু করে।

শরিয়াহ আইন অনুযায়ী বিচারব্যবস্থা, নারীদের পর্দা, হাদ শাস্তি ও দাওয়াহ প্রতিষ্ঠা করে।

🔸 তবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি—শুধু পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্বীকৃতি দিয়েছিল।

🔹 ৩. তালেবান পতন (২০০১): আমেরিকান আগ্রাসন
১১ সেপ্টেম্বর ২০০১: নিউইয়র্কে টুইন টাওয়ার হামলা ঘটে। আমেরিকা এর জন্য ওসামা বিন লাদেন ও আল-কায়েদাকে দায়ী করে।

তালেবান ওসামাকে আশ্রয় দেওয়ায় আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে।

তালেবান ক্ষমতা হারায়, এবং পার্বত্য এলাকায় চলে যায়।

🔹 ৪. দ্বিতীয় পর্যায়ে পুনরুত্থান (২০০2–2021)
তালেবান ২০ বছর ধরে গেরিলা যুদ্ধ, দাওয়াহ, শিক্ষা ও রাজনৈতিক কৌশলে এগিয়ে চলে।

তারা আমেরিকা সমর্থিত করাপ্ট সরকারকে চ্যালেঞ্জ করে।

স্থানীয় জনসমর্থন, মাদ্রাসাভিত্তিক নেটওয়ার্ক, ও কুরআন-হাদীসভিত্তিক বিচারব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে আকৃষ্ট করে।

🔹 ৫. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি (২০২০, দোহা চুক্তি)
২০২০ সালে তালেবান ও আমেরিকার মধ্যে দোহা চুক্তি হয় (কাতারে)।

এতে আমেরিকা সম্মত হয়, যে তারা ধাপে ধাপে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেবে এবং তালেবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।

🔹 ৬. তালেবান পূর্ণ বিজয় (আগস্ট ২০২১)
২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কোনো রক্তপাত ছাড়াই কাবুল দখল করে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান।

তালেবান পুনরায় ঘোষণা করে:

“Islamic Emirate of Afghanistan” (ইসলামী আমিরাত আফগানিস্তান)

তারা নতুন শুরা গঠন, মন্ত্রণালয় পুনর্বিন্যাস ও শরীয়াহভিত্তিক বিচার ব্যবস্থা চালু করে।

কুরআন-হাদীস ভিত্তিক তাদের মূলনীতি:
وَلَن يَجْعَلَ ٱللَّهُ لِلْكَـٰفِرِينَ عَلَى ٱلْمُؤْمِنِينَ سَبِيلًۭا
“আল্লাহ কখনো কাফেরদের জন্য মুমিনদের উপর কর্তৃত্ব রাখবেন না।”
📚 (সূরা নিসা: ১৪১)

الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ
“ইমাম (শাসক) ঢালের মতো; তার পেছনে যুদ্ধ করা হয় এবং তার মাধ্যমেই নিরাপত্তা পাওয়া যায়।”
📚 (সহীহ বুখারী)

✅ তালেবানের শক্তির কারণ:
ইসলামী আকীদায় অটল থাকা

সুসংগঠিত নেতৃত্ব ও আজম

দাওয়াহ ও সামাজিক সেবামূলক কাজ

দুর্নীতিবিরোধী অবস্থান

আমেরিকার দীর্ঘ যুদ্ধ ক্লান্তি ও অভ্যন্তরীণ ব্যর্থতা

❗ চ্যালেঞ্জ ও সমালোচনাও আছে:
নারী শিক্ষা ও অধিকারের প্রশ্ন

আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া

অর্থনৈতিক অবরোধ

কিছু কঠোর নীতিমালার কারণে মানবিক সংকট

তবে তালেবান বলছে:

"আমরা ধাপে ধাপে ইসলাম বাস্তবায়ন করব — সহিংসতা নয়, ধৈর্য ও পরামর্শের ভিত্তিতে।"
Likhboi Protidin




আওয়ামী লীগের চিহ্ন যেন গোপালগঞ্জের তো দূরের কথা বাংলাদেশেও যেনো না থাকে Likhboi Protidin
16/07/2025

আওয়ামী লীগের চিহ্ন যেন গোপালগঞ্জের তো দূরের কথা বাংলাদেশেও যেনো না থাকে
Likhboi Protidin

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সকল আইনশৃঙ্খলা ...
16/07/2025

গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।

সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের *** ভেঙে দেয়া হবে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।

Likhboi Protidin

16/07/2025

দেশের সাহসী ছেলেদের যেই অশুভ শক্তি গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়ে আজ সামরিক বাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) এর নিরাপত্তায় ঘটনাস্থল ত‍্যাগ করতে বাধ‍্য করলো, ওই অশুভ শক্তিকে ধিক্কার।

Likhboi Protidin

স্ট্যাটাসে সারজিস বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছ...
16/07/2025

স্ট্যাটাসে সারজিস বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।’

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।
Likhboi Protidin

16/07/2025

মুজিববাদ
মুর্দাবাদ🤣🤣
Likhboi Protidin

আসল‌বীর পুরুষ
16/07/2025

আসল‌বীর পুরুষ

16/07/2025

সাহসের আরেক নাম হাসনাত আব্দুল্লাহ ✊
Likhboi Protidin

Address

Dhaka

Telephone

+8801581875340

Website

http://www.likhboiprotidin.xyz/

Alerts

Be the first to know and let us send you an email when Likhboi Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share