
28/06/2025
খুলনায় বাঁশি বাজানোরও সুযোগ নাই। রাস্তায় আসেন, খবর নেন। হাত-পা বেঁধে রাখলে বাঁশিই তো বাঁজাবে। ওই শব্দ কর্কশ লাগলে গলা চেপে ধরুন।
খুলনায় কমিশনারের কার্যালয়ে তালা, সোনাডাঙ্গা থাকা ব্লক করে আন্দোলন। আপনার কথানুযায়ী পুলিশের উচিৎ ছিলো লাঠিপেটা, টিয়ারশেল, গুলির ব্যবহার করা? এস আই সুকান্ত ইস্যু টেবিলে বসেই শেষ করা যেতো। পাওয়ার পলিটিক্সে ভালো মানুষরাই কাঁটা পড়ে। বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত ক্রমান্বয়ে প্রতিটি বিভাগ, জেলায় নানা ইস্যুতে তাদের ক্ষমতা প্রদর্শন করবে। এখনো পর্যন্ত শিওর বিএনপি নির্বাচনে জয়ী হবে। ক্ষমতায় বসবে। তবে মানুষ হবে কবে?
এক টাকা লুট করলেও লুট এক কোটি টাকা লুট করলেও লুট। চুরির অপরাধটি কি পরিমাণ আপনি চুরি করেছেন তার উপরে নির্ভর করে না।