বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর

  • Home
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর Explore a different BRUR !! The journey toward glory,excellence & success.
[N.B This page is not off

30/01/2025

গোধুলী বেলায় প্রিয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ❤️❤️❤️

প্রিয় ক্যাম্পাস ❤️
19/05/2024

প্রিয় ক্যাম্পাস ❤️

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ❤️
19/05/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ❤️

রংতুলিতে প্রিয় বেরোবি ❤️ছবিঃ তামিম হুজায়ফা
20/09/2022

রংতুলিতে প্রিয় বেরোবি ❤️

ছবিঃ তামিম হুজায়ফা

আপনি যখন প্রিলিমিনারিতে পাশ করেন কিন্তু রিটেনে আটকে যান।😄😄
20/09/2022

আপনি যখন প্রিলিমিনারিতে পাশ করেন কিন্তু রিটেনে আটকে যান।😄😄

আত্মহত্যা কোনো গন্তব্য নয়!প্রিয় শাহনাজ, আত্মহত্যা কোনো সমাধান নয়, বেঁচে থাকাটাই সমাধান। হেরে যাওয়া কখনও কোনো গন্তব্য হতে...
04/09/2022

আত্মহত্যা কোনো গন্তব্য নয়!

প্রিয় শাহনাজ, আত্মহত্যা কোনো সমাধান নয়, বেঁচে থাকাটাই সমাধান। হেরে যাওয়া কখনও কোনো গন্তব্য হতে পারে না। জেতার জন্য লড়াই করাটাই জীবনের লক্ষ্য। যে তোমাকে বেঁচে থাকতে দেয়নি, তার জন্যই তোমাকে বেঁচে থাকতে হতো। দেখাতে হতো তোমার জীবনে সে কতটা তুচ্ছ! দেখাতে হতো, তোমার জীবন কারও জন্য নয়, সবার জন্য। পৃথিবীর জন্য, পৃথিবীর সব মানুষের জন্য। তোমার মা-বাবা, ভাই-বোন অসংখ্য মানুষ তোমাকে ভালোবাসে। ওদের জন্যই তোমাকে বেঁচে থাকতে হতো। পৃথিবীতে তোমার খুব দরকার ছিলো শাহনাজ। এত সহজে হাল ছেড়ে দিতে নেই। কোন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারার মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। জীবনের অনেকগুলো অর্থ আছে। তুমি তো তোমার জন্য সৃষ্টি হওনি। একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছো। ছোট্ট একটি অভিমানের কাছে সবটা হেরে যেতে পারে না! এতটা অভিমান ভালো নয় শাহনাজ! জানি তুমি আর কখনও ফিরবে না। ক্লাসের একটি চেয়ার ফাঁকাই রবে। পরিবারের সদস্য, বন্ধুরা একটি হাহাকার নিয়ে বেঁচে থাকবে। তবুও আশা করি, আর যেনো কেউ এমন ভুল না করে।
সম্প্রতি সারাদেশ, তথা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যার পরিমাণ আশঙ্ক্ষাজনকভাবে বেড়েছে। তরুণসমাজ আজ বিপদগ্রস্ত। যুবসমাজ আজ অনেকাংশেই বিপদগামী। তরুণদের মানসিকস্বাস্থ্যে দিকে নজর দেয়ার এখনই সময়। আর যেনো কোনো শাহনাজ আত্মহত্যা না করে সে জন্য তাদের মানসিক স্বাস্থ্যের যত্নের ব্যবস্থা করতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। হল ও বিভাগগুলোতে নিয়মিত কাউন্সিলিং-এর ব্যবস্থা করতে পারে। তাদের সমস্যাগুলো নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য প্রতিষ্ঠানিকভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে। এতে সবাইকে হয়তো বাঁচানো সম্ভব নয়, তবুও একটি প্রাণ যদি বাঁচে।

উমর ফারুক, শিক্ষক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

* দুটি টি কথা বলি : ১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল ২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল কি ...
11/08/2022

* দুটি টি কথা বলি :
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

#আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

#আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

#আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

#২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।

∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

*কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না।* জয় নিশ্চিত। ইনশাআল্লাহ ।

Collected

10/06/2022

আমরা ধর্ষণের গল্পে স্যাড রিয়েক্ট দেই,কোথাও উত্যক্তকরণের নিউজ শুনলে গালি দিয়ে পোস্ট দেই,
অথচ আমরা ভিসি রোড,বিজয় সড়ক,দেবদারু সড়কে সন্ধ্যার পর একা কোনো মেয়ে মানুষকে দেখলে একটু মজা নেই🙂
সর্বোচ্চ গতিসীমা ১০ কিমি বিধিবদ্ধ সতর্কীকরণ না দিয়ে সর্বোচ্চ কয়টা মেয়েকে রোজ উৎকট কথা বলে হেনস্তা করা যাবে, তার একটা তালিকা করে দেওয়া উচিত।
আমরা যারা হলে থাকি,সন্ধ্যার পর তাড়াতাড়ি করে আসতে গিয়ে বকুল রোড দিয়ে আসার সময় খুবই অশ্লীল কথা শুনতে হয়।
বিকেলবেলা বা সন্ধ্যায় একা বের হলে পেছন থেকে অশ্লীল কটুক্তি করা হয়।আগে অনেকেই বলতো,হলের আপুদের কাছে শুনতাম,সেদিন আমি নিজে প্রমাণ পেলাম।
দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া একজন শিক্ষার্থীর কাছে এইরকম কথা আশা করি না আমরা।
কিছুদিন আগে একটা আপুকে ভয়েস তুলতে দেখলাম তার এক সিনিয়রের বিরুদ্ধে, খুঁজলে বা সব মেয়ে ভয়েস তুললে এরকম অনেক সিনিয়র বের হয়ে আসবে।অনেকেই তো বিশ্ববিদ্যালয়ও ছাড়তে চায়।
আরেকটা ইস্যু হচ্ছে এই বহিরাগতরা।শুক্রবার বিকেলে ক্যাম্পাসে ঘুরতে এসে যা নয় তাই কমেন্ট করে মেয়ে দেখলে,এলাকার গরম দেখানো ভাইয়ারা কাউকে তোয়াক্কা করে না,গেইটে বাইকের গতি ঠিক রাখলেও ভেতরে মেয়ে দেখলেই বাইকের গতি বেড়ে যায় ওদের।
প্রশাসনের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আকুল আবেদন আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।আমরা যতক্ষণ বিশ্ববিদ্যালয় এরিয়ায় থাকি ততক্ষণ আমাদের সব দায়ভার আপনাদের অবশ্যই।
এতদূর পড়তে এসে আপনাদের কাছে সামান্য নিরাপত্তা আশা করতে পারি না আমরা?

Taskia

কবি হেয়াত মামুদ ভবন ❤️
07/06/2022

কবি হেয়াত মামুদ ভবন ❤️

১৪ মে ২০২১ সালের এইদিনে আমার থেকে চিরদিনের জন্য বিদায় নেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব  বিভাগের সহকারী অধ্যাপক মো. আকতারুল ইসলা...
14/05/2022

১৪ মে ২০২১ সালের এইদিনে আমার থেকে চিরদিনের জন্য বিদায় নেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. আকতারুল ইসলাম।

আল্লাহতালা স্যারকে জান্নাত নসিব করুন। আপনারা স্যারের জন্য এবং স্যারের পরিবারের জন্য সকলে দোয়া করবেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনিই প্রথম শিক্ষক। যার অকাল মৃত্যু হয়।

সবুজে আচ্ছন্ন বেরোবি ক্যাম্পাস।ছবিঃ মাসুদুর রহমান
10/05/2022

সবুজে আচ্ছন্ন বেরোবি ক্যাম্পাস।

ছবিঃ মাসুদুর রহমান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার, রংপুর:

  • Want your business to be the top-listed Media Company?

Share