পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক

  • Home
  • পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক

পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক Recently the humanity of the world is decline day by day. It is very shame for many respective organization. Not only the organization but also every human

বিবেক হলো মানুষের মনের একটি গুরুত্বপূর্ণ গুণ বা ক্ষমতা, যা তাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এটি নৈতি...
23/12/2024

বিবেক হলো মানুষের মনের একটি গুরুত্বপূর্ণ গুণ বা ক্ষমতা, যা তাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এটি নৈতিকতা, মূল্যবোধ এবং আত্মপরিচয়ের সঙ্গে সম্পর্কিত।

বিবেকের বৈশিষ্ট্য:

1. নৈতিক বিচারক্ষমতা:

বিবেক মানুষের ভালো-মন্দ কাজের মধ্যে পার্থক্য করার ক্ষমতা প্রদান করে।

2. আত্ম-পর্যালোচনা:

মানুষ তার নিজের কাজ ও চিন্তা নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করতে পারে।

3. নৈতিক নির্দেশনা:

এটি নৈতিকতা অনুসারে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে।

উদাহরণ:

যদি কেউ অন্যায়ভাবে কারো ক্ষতি করে, তবে তার বিবেক তাকে অপরাধবোধে ভোগায়।

অন্যদিকে, যদি কেউ সৎ কাজ করে, তবে তার বিবেক তাকে আত্মতুষ্টি প্রদান করে।

ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি:

ধর্মীয়ভাবে: বিবেককে ঈশ্বরের নির্দেশনা হিসেবে ধরা হয়, যা মানুষের মননে গেঁথে দেওয়া হয়েছে।

দার্শনিকভাবে: এটি মানুষের অভ্যন্তরীণ নৈতিক কম্পাস হিসেবে পরিচিত।

বিবেককে সঠিকভাবে পরিচালিত করতে হলে নৈতিক শিক্ষা, সৎ চিন্তা এবং সঠিক কর্মের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

09/09/2024

কর্মের মাঝে ভেদাভেদ আছে
সব নহে ভাল কাজ
কর্ম কারনে কেহ অপরাধী
কেহবা মহারাজ।

09/09/2024

Please follow this

31/10/2023

# # #ইন্টারনেট থেকে সংগৃহীত # # #

মানুষ সামাজিক জীব। সমাজে একে অন্যের সঙ্গে চলতে হলে ন্যায়নীতি রক্ষা করা অত্যন্ত জরুরি। ন্যায়পরায়ণতা ও সুবিচার ছাড়া মানুষের ব্যক্তিগত জীবন থেকে জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা আসতে পারে না। এই মহত্ গুণের অধিকারী হলে মানুষ পারস্পরিক অধিকার সম্পর্কেও সচেতন হয়। এজন্য ইসলাম মানুষের মধ্যে ন্যায়বোধ প্রতিষ্ঠা ও অন্যায় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

ন্যায়পরায়ণতা ইসলামি চরিত্রের বিশেষ একটি দিক। ন্যায়পরায়ণতার গুণ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। যে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা নেই, সে মানুষই না। আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত করতে হবে নিজেকে। মানুষকে সর্বপ্রথম ইনসাফ বা সুবিচার কায়েম করতে হবে তার ব্যক্তিজীবনে। ব্যক্তিজীবন শুদ্ধ করার পর তাকে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যেও ইনসাফ কায়েম করতে হবে।

এরপর তার দায়িত্ব হলো সামাজজীবনে সুবিচার প্রতিষ্ঠা করা। সমাজে বসবাসকারী ব্যক্তিরা পরস্পর সম্পৃক্ত হয়ে কর্মজীবন ও পেশাগত জীবন নির্বাহ করেন। তাই কারো প্রতি যেন কোনো অবিচার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা সুরা নাহলের ৯০ নম্বর আয়াতে ইরশাদ করেন :‘নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা ও দয়ার নির্দেশ দেন এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ করেন এবং তিনি অশ্লীলতা, অসংগত কাজ ও অবাধ্যতা থেকে বারণ করেন।’

মহান আল্লাহ অন্যত্র ইরশাদ ফারমান :‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায়বিচার থেকে সরে যাবে না। সুবিচার করো, এটাই খোদাভীতির নিকটবর্তী, আল্লাহকে ভয় করো। তোমরা যা করো অবশ্যই আল্লাহ তা ভালো করেই জানেন।’ (সুরা মায়েদা, আয়াত-৮)

আল্লাহপাক সুরা নিসার ৫৮ নম্বর আয়াতে ইরশাদ করেন :‘তোমরা যখন মানুষের মধ্যে বিচার-মীমাংসা করবে, তখন ন্যায়ভিত্তিক ফায়সালা করবে।’ সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপন-পর, ধনী-গরিব, উঁচু-নিচু কোনো পার্থক্য নেই। যে-ই ক্ষতিগ্রস্ত হোক না কেন, ন্যায়ের মানদণ্ড অবশ্যই ঠিক রাখতে হবে।

আল্লাহপাক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন :‘হে ইমানদারগণ! তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষীস্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ কোরো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কর্ম সম্পর্কে অবগত আছেন।’ (সুরা নিসা, আয়াত-১৩৫)

বুখারির এক বর্ণনায় এসেছে, একবার ‘বনি মাখজুম’ গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে দোষী সাব্যস্ত হলে কুরাইশরা খুব চিন্তিত হয়ে পড়েন। তার ব্যাপারে সুপারিশ করার জন্য হজরত উসামা ইবনে জাইদ (রা)-কে তারা নবিজির কাছে পাঠান। তিনি ছিলেন রসুলুল্লাহ (স)-এর অতিপ্রিয়। তিনি বিষয়টি রসুলুল্লাহ (স)-কে জানালে নবিজি বললেন, ‘হে উসামা! তুমি কি আল্লাহর সীমার ব্যাপারে সুপারিশ করছ? উসামা বললেন, হে আল্লাহর রসুল! ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন।

এরপর নবিজি একটি ভাষণ দেন এবং আল্লাহর প্রশংসা বর্ণনা করে বলেন, ‘হে লোকসকল, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের লোকেরা এ কারণেই ধ্বংস হয়েছে। যখন তাদের মধ্যে কোনো বড়লোক চুরি করত, তাকে ছেড়ে দেওয়া হতো এবং যখন কোনো দুর্বল লোক চুরি করত, তার ওপর দণ্ডবিধি কার্যকর করা হতো। কসম সেই সত্তার, যার হাতে আমার জীবন। যদি আমার কন্যা ফাতিমাও এ অপরাধ করত, তবু আমি তার হাত কেটে দিতাম।’

ন্যায়বিচার থেকে বিচ্যুতি একটি জাতিকে ধ্বংস করে দেয়। ন্যায়বিচার ছাড়া কখনোই সভ্য সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ার কল্পনাও করা যায় না। তাই ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আমাদের ন্যায়পরায়ণতা ও সুবিচার কায়েম করতে হবে। আল্লাহ আমাদের সহায় হোন।
আমিন!
পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক Everyone

25/10/2023

এরশাদ হচ্ছে, আল্লাহ বলবেন, এই সেই দিন যেদিন সত্যবাদিগণ তাদের সত্যতার জন্য উপকৃত হবে, তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে; আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট; এটা মহাসফলতা। (সূরা মায়িদা, আয়াত : ১১৯)

সত্যবাদী ও বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গ লাভ করার প্রতি আহ্বান জানিয়ে মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সৎ-স্বচ্ছবাদী ও বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গী হও। (সূরা তওবা, আয়াত : ১১৯)

15/10/2023

বিবেক মানুষের প্রধান বিচারক। যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে, তাকে কখনো কোন বিচারকের সম্মুখীন হতে হয়না।...

শত্রু সাবধানশত্রুরা খুব কাছে থাকে।
13/10/2023

শত্রু সাবধান
শত্রুরা খুব কাছে থাকে।

10/08/2023

Follow to follow back

23/07/2023

Your Mind is a Magnet

If You Think Of Blesings
You Attract Blessings,
And If You Think Of problems
You Attract Problems,

Always Cultivate Good
Thoughts And Always Remain
Positive And Optimistic.

23/07/2023

মুখোশধারী হইতে সাবধান।
পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক
Everyone

20/07/2023

Follow for follow
Everyone পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক

Address

Dorga Road

Telephone

01711263326

Website

Alerts

Be the first to know and let us send you an email when পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share