
21/07/2025
ফি আমানিল্লাহ, মাইলস্টোন কলেজ উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসের উপর বিমান বিধস্ত হয়েছে, নিহিত ও অনেকে আহত হয়েছে ‼️আল্লাহগো নিউজটা দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠল, আল্লাহ সবাইকে হেফাজত করো সবার সহায় হও🤲 । উত্তরার Milestone College প্রাঙ্গণে আজ অশ্রুজল আজ, ২১ জুলাই ২০২৫ — দুপুর ১:০৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F‑7 BGI) বিধ্বস্ত হয় উত্তরার Milestone College-এর ভিতরে।বিমানটি আচমকা নিচে পড়ে গেলে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এরপর দেখা যায় আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
এই মুহূর্তে আমাদের করণীয়:🙏 আহতদের জন্য দোয়া করি
📢 এই পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন🛑 নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি তুলুন।