Life And Reels by Tareq

Life And Reels by Tareq সাথে থাকার জন্য ধন্যবাদ

দেশের সুন্দর পুরুষের চেহেরা দেখে আমার বন্ধু আজাদ নাকি অনেক্ষন আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখেছে।সেই থাকতে বেডা আক্তার বেড...
30/07/2025

দেশের সুন্দর পুরুষের চেহেরা দেখে আমার বন্ধু আজাদ নাকি অনেক্ষন আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখেছে।

সেই থাকতে বেডা আক্তার বেডি কেমনে সুন্দর পুরুষ নির্বাচিত হলো।

আমরা মুকুলে জড়িয়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ এস আলম কিংবা সালমান এফ রহমানদের।মাত্র ১ বছরে ২৩/২৪ বছরে ছেলে কঠোর পরিশ্রম করে নি...
30/07/2025

আমরা মুকুলে জড়িয়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ এস আলম কিংবা সালমান এফ রহমানদের।

মাত্র ১ বছরে ২৩/২৪ বছরে ছেলে কঠোর পরিশ্রম করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।সময় পেলে এরাই হবে দেশের এস আলম বা সালমান এফ রহমান।

29/07/2025

নেতাদের বাচাতে কর্মীরা যে ভাবে যাপিয়ে পড়ে, কর্মীদের বাচাতে নেতারা সেই ভাবে আসে না।

ভিডিও রাউজানে বিন এন পির দুই গ্রুপের সংঘর্ষের।

টিকেট কাউন্টারে দাঁড়িয়ে আছিআমি কাতারের টিকিট নিচ্ছি আমার পাশের জন্য নিচ্ছে ইতালির।কিন্তু ভাড়া শুনে অবাক হলাম কাতারে টিকে...
29/07/2025

টিকেট কাউন্টারে দাঁড়িয়ে আছি
আমি কাতারের টিকিট নিচ্ছি আমার পাশের জন্য নিচ্ছে ইতালির।

কিন্তু ভাড়া শুনে অবাক হলাম কাতারে টিকেট ১০০০ আর ইতালির ৭০০।

না মানে বাস কাউন্টারের কথা বলছিলাম কাতার পরিবহন,ইতালি পরিবহন।
দেশের নামে আর কি কি পরিবহন চালু আছে আমাদের দেশে?

29/07/2025

হাসপাতালের সিন্ডিকেট

একটা প্রাইভেট হাসপাতালে বিল পরিশোধ করতে গেলাম।বিল পাওয়ার পর কতৃপক্ষ একটা ডিস্কাউন্ট দিয়ে থাকে গেলাম সেখানে।
একজন এসে বিল দেখে বললো, অনেক বিল স্যার কত কমাই দেখেন না হয় ব্যবস্থা আছে।
বললাম ওকে দেখি স্যার কি করে।
স্যার আসলেন একটা ডিসকাউন্ট দিলেন।
ঐ লোক এসে জানতে চাইলো কত ডিসকাউন্ট দিছে দেখালাম।এবার চিপায় ডেকে নিলো।
বললো আপনার বিল ২০/৩০ হাজার টাকা কমায় দেয়া যাবে।
জানতে চাইলাম কিভাবে?
একটা রাজনৈতিক দলের নাম বলে জানালো এই দলের একজন নেতা আছে উনি হাসপাতালে বিল কত দিবেন সেটা উনি জানেন আপনি ২০/৩০ হাজার টাকা কম দিবেন।

বললাম নিয়মের বাহিরে কিছু করবো না নিয়মের মধ্য কিছু থাকলে বলেন।
বললো আছে বিল নতুন করে বানাতে হবে (বুঝলাম ভুয়া বিল করবে বা কোন সিন্ডিকেট আছে)

তাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম।
হাসপাতালটা মালিক সাবেক একজন এমপি,বুঝলাম সে কারনে হয়তো নতুন এই সিন্ডিকেট তৈরি হয়েছে। আর এই সব সিন্ডিকেটের খপ্পরে পর অনেকে টাকা হারানোর ভয়ো আছে।

ছবিটির ব্যাপারে পরিচিত কয়েকজন জিজ্ঞাস করলো আসলেই কাজ চলছে কিনা।না এটা আসলে এ আই দিয়ে তৈরি। ক্যাপশনে বিস্তারিত দিলে ভুল ব...
29/07/2025

ছবিটির ব্যাপারে পরিচিত কয়েকজন জিজ্ঞাস করলো আসলেই কাজ চলছে কিনা।
না এটা আসলে এ আই দিয়ে তৈরি। ক্যাপশনে বিস্তারিত দিলে ভুল বুঝাবুঝি হতো না

28/07/2025

গরুর ঘানি: বাংলার ঐতিহ্যের ঘূর্ণায়মান চাকা

গ্রামের প্রান্তরে ধুলোমাখা পথের পাশে এক সময় প্রতিটি পাড়ায়-পাড়ায় দেখা যেত একটি পরিচিত দৃশ্য—গরুর ঘানি। ঘানি ঘোরে, ঘূর্ণায়মান সেই চক্রে তৈরি হয় খাঁটি সরিষার তেল। বাংলার গ্রামীণ জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ ছিল এই গরুর ঘানি, যা আজ হারিয়ে যেতে বসেছে আধুনিক যন্ত্রের চাপে।

কী এই গরুর ঘানি?

গরুর ঘানি হলো এক ধরনের প্রাচীন যান্ত্রিক পদ্ধতি, যেখানে একটি গরু কাঠের বা লোহার তৈরি একটি বড় চাকার চারপাশে ঘুরে ঘুরে ঘানি চালায়। এই ঘানিতে মূলত তেলবীজ—যেমন সরিষা, তিল, কিংবা সূর্যমুখী—চেপে তেল বের করা হয়। ধীরে ধীরে এবং চাপের ভারে ঘানি থেকে যে তেল বের হয়, তা হয় একেবারে খাঁটি ও প্রাকৃতিক।

বিশুদ্ধতার প্রতীক

গরুর ঘানির তেলে থাকে না কোনো কেমিক্যাল, হিট প্রসেস বা সংরক্ষণ উপাদান। এতে প্রাকৃতিক ঘ্রাণ, স্বাদ এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। সরিষার তেলের ক্ষেত্রে, গরুর ঘানিতে ভাঙা তেল হার্টের জন্য ভালো, ত্বকের যত্নে কার্যকর এবং রান্নার স্বাদেও অনন্য।

পরিশ্রম আর ধৈর্যের প্রতিচ্ছবি

একটা ঘানি ঘোরাতে সময় লাগে। গরু ধীরে ধীরে ঘুরে, ঘণ্টার পর ঘণ্টা একই ছন্দে ঘুরে চলে। এই পরিশ্রম আর ধৈর্য যেন বাংলার কৃষকের জীবনেরই প্রতিফলন। প্রতিটি ফোঁটা তেলে মিশে থাকে গরু ও ঘানিওয়ালার পরিশ্রমের গল্প।

আধুনিকতার ছাপ ও হারিয়ে যাওয়া ঐতিহ্য

বর্তমানে মেশিনের জোয়ারে এই ঘানির ব্যবহার খুব কমে গেছে। যান্ত্রিক ভাঙাই এখন সর্বত্র। কিন্তু সেই খাঁটি স্বাদ, বিশুদ্ধতা আর ঐতিহ্য খুঁজে পাওয়া কঠিন। তাই যারা এখনও গরুর ঘানি চালিয়ে যাচ্ছেন, তারা শুধু তেল নয়, বরং আমাদের ইতিহাস আর সংস্কৃতির একটা বড় অংশকেই টিকিয়ে রেখেছেন।

শেষ কথা

গরুর ঘানি শুধু একটি পদ্ধতি নয়, এটি আমাদের অতীতের গৌরবময় ঐতিহ্যের অংশ। আসুন, আমরা সবাই এই প্রাচীন কৌশল ও এর বিশুদ্ধ পণ্যকে মূল্য দেই, সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেই একটি খাঁটি বাংলাদেশের গল্প।

হাসপাতালের গেইট গুলো অদ্ভুত, এখান দিয়ে বের হয়ে হেসে হেসে আর কেই বের কাদতে কাদতে।
28/07/2025

হাসপাতালের গেইট গুলো অদ্ভুত, এখান দিয়ে বের হয়ে হেসে হেসে আর কেই বের কাদতে কাদতে।

টেকনোলোজিয়া......
28/07/2025

টেকনোলোজিয়া......

নাম দিন পুরষ্কার জিতুনহাটখোলার তত্বাবধানে অর্গানিক সরিষার তেলের ব্রান্ডিং করতে যাচ্ছি।তাই তেলের একটি সুন্দর নাম আহবান কর...
28/07/2025

নাম দিন পুরষ্কার জিতুন
হাটখোলার তত্বাবধানে অর্গানিক সরিষার তেলের ব্রান্ডিং করতে যাচ্ছি।তাই তেলের একটি সুন্দর নাম আহবান করছি।যার নাম পছন্দ হবে তাকে উপহার দেয়া হবে।
গরুর ঘানিতে ভাংগা প্রিমিয়াম কোয়ালিটির সরিষার তেল এবং মেশিনে ভাংগা সরিষার তেল দুই রকম তেলই হাটখোলার পন্য হিসাবে পাওয়া যাবে।

নাম কমেন্টে দিন

Address

Sandwip
Chittagong
4300

Telephone

+8801816306018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life And Reels by Tareq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life And Reels by Tareq:

Share