Karimpur Today

Karimpur Today ❤️🫀❤️🫀🌞🤔

সকালের ভারী বৃষ্টি করিমপুর এলাকা জুড়ে সমস্যায় সাধারণ মানুষ
20/09/2025

সকালের ভারী বৃষ্টি করিমপুর এলাকা জুড়ে সমস্যায় সাধারণ মানুষ

করিমপুর মুরুটিয়া থানার এলাকার দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে চেক প্রদান মুরুটিয়া  থানার ওসির
20/09/2025

করিমপুর মুরুটিয়া থানার এলাকার দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে চেক প্রদান মুরুটিয়া থানার ওসির

ডোমকল থানায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক আজ  ইং 20.09.2025  তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খ...
20/09/2025

ডোমকল থানায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক

আজ ইং 20.09.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করেন , এবং সেই ব্যক্তির হেফাজত থেকে 1 টি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। উক্ত ঘটনার ভিত্তিতে ডোমকল থানায় একটি কেস রেজিষ্টার করা হয় এবং এই ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।

Bengal Police

আবারও সাফল্য মোহাম্মদ বাজার থানার পুলিশের অভিযানে, উদ্ধার আড়াই কোটি টাকার অবৈধ লটারি বীরভূম: অবৈধ লটারির বিরুদ্ধে বড় প...
20/09/2025

আবারও সাফল্য মোহাম্মদ বাজার থানার পুলিশের অভিযানে, উদ্ধার আড়াই কোটি টাকার অবৈধ লটারি

বীরভূম: অবৈধ লটারির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শেওড়াকুড়ি মোড়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ লটারি টিকিট। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দোকান মালিককে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পাওয়ার পরেই পরিকল্পনা করে অভিযানে নামে থানার আধিকারিকরা। হানায় বিপুল পরিমাণ লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই সে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তবে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

পুলিশের এক আধিকারিক জানান, “আমরা বিপুল পরিমাণ বেআইনি লটারির টিকিট বাজেয়াপ্ত করেছি। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেবল দোকানদার নয়, এর সঙ্গে বড় কোনও চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের দাবি, এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তাদের আশা, ধারাবাহিক অভিযানের মাধ্যমে অবৈধ লটারির চক্র চিরতরে ভেঙে দেওয়া সম্ভব হবে।

লালগোলা থানার পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার,  গ্রেফতার অভিযুক্তগতকাল ইং 19.09.2025 তারিখ  মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোল...
20/09/2025

লালগোলা থানার পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

গতকাল ইং 19.09.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার খবর পেয়ে একটি অভিযান চালায়। এই অভিযানে একজন ব্যক্তি কে নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার অপরাধে আটক করা হয় এবং তার হেফাজত থেকে 341 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনার ভিত্তিতে লালগোলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে।
West Bengal Police


মা দুর্গা চক্ষু দান করিমপুর রামকৃষ্ণ পল্লী মন্দিরে প্রতিমা তৈরি করতে ব্যস্ত মালাকার
20/09/2025

মা দুর্গা চক্ষু দান করিমপুর রামকৃষ্ণ পল্লী মন্দিরে প্রতিমা তৈরি করতে ব্যস্ত মালাকার

ডোমকলে বাড়ি ভেঙে আহত চার।  প্রাকৃতিক দুর্যোগের থাবা মুর্শিদাবাদে। টানা বৃষ্টিতে গভীর রাতে হঠাৎই বাড়ি ভেঙে আহত হলেন চার...
20/09/2025

ডোমকলে বাড়ি ভেঙে আহত চার। প্রাকৃতিক দুর্যোগের থাবা মুর্শিদাবাদে। টানা বৃষ্টিতে গভীর রাতে হঠাৎই বাড়ি ভেঙে আহত হলেন চারজন। ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আমিনাবাদ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকেই ঝুম বৃষ্টি চলছিল। রাত গভীর হলে বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন কাজলা বেওয়া (৪৫), তাঁর বোন ননিতা খাতুন (৩৫), জামাইবাবু গোলাম দোস্তিকির (৪৫) এবং বোনপো গোলাম হাসান (৫)। আচমকাই মাঝরাতে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ঘুমন্ত চারজন গুরুতর আহত হন। বড়সড় শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে সকলে মিলে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। নুন আনতে পান্তা ফুরানো সংসার। বাবা-মা ও স্বামীর অবর্তমানে বোন ও জামাইবাবুকে নিয়ে একটি ভাঙাচোরা ঘরের নিচেই মাথা গুঁজে ছিলেন কাজলা বেওয়া। হঠাৎ দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার।

20/09/2025

Good morning

ফুড সেফটি অফিসারের হানায় ভেজাল মশলা তৈরির খোঁজ ডোমকলে। বৃহস্পতিবার ডোমকলের জয়রামপুরে সেলিম বিশ্বাসের প্রস্তুত মিলে হান...
19/09/2025

ফুড সেফটি অফিসারের হানায় ভেজাল মশলা তৈরির খোঁজ ডোমকলে। বৃহস্পতিবার ডোমকলের জয়রামপুরে সেলিম বিশ্বাসের প্রস্তুত মিলে হানা দেই। উদ্ধার হয় ভেজাল হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো।

আজ সকালে করিমপুর-১ ও করিমপুর-২ ব্লকের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে সাংসদ মাননীয়া মহুয়া মৈত্র
19/09/2025

আজ সকালে করিমপুর-১ ও করিমপুর-২ ব্লকের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে সাংসদ মাননীয়া মহুয়া মৈত্র

লালগোলা থানার পুলিশের নাকা চেকিং এ হেরোইন উদ্ধার,  গ্রেফতার দুইগতকাল ইং 17.09.2025 তারিখ  মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোল...
18/09/2025

লালগোলা থানার পুলিশের নাকা চেকিং এ হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই

গতকাল ইং 17.09.2025 তারিখ মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ নাকা চেকিং এর সময় দুজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে এবং তাদের হেফাজত থেকে 313 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনার ভিত্তিতে লালগোলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজ চালাছে পুলিশ।


ধানের চারায় সার দিচ্ছে কৃষক
18/09/2025

ধানের চারায় সার দিচ্ছে কৃষক

Address

Kolkata

Telephone

8145067376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karimpur Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share