MMTM MASUM MOLLA

MMTM MASUM MOLLA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MMTM MASUM MOLLA, Bogura.

সূরা আল বাকারা, আয়াত নংঃ ২৫৫

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ-اَلْحَیُّ الْقَیُّوْمُ ﳛ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّ لَا نَوْمٌؕ-لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الْاَرْضِؕ-مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖؕ-یَعْلَمُ مَا بَیْنَ اَیْد

বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির ধান্দা থাকে যে কিভাবে যুক্তি ছাড়াই প্রোডাক্টের দাম বাড়ানো যায়। অথচ সেই কোম্পানির কর্ম...
26/07/2025

বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির ধান্দা থাকে যে কিভাবে যুক্তি ছাড়াই প্রোডাক্টের দাম বাড়ানো যায়। অথচ সেই কোম্পানির কর্মচারী বেতন বাড়ায় না।

🛑 যুদ্ধ বিরতির ফাঁদে ইরান যেন না পড়ে! 🇮🇷🇮🇱🇺🇸মার্কিন প্রেসিডেন্ট মাঝে মাঝে এমন কিছু নাটকীয় পদক্ষেপ নেন, যেগুলো আসলে বাস...
25/06/2025

🛑 যুদ্ধ বিরতির ফাঁদে ইরান যেন না পড়ে! 🇮🇷🇮🇱🇺🇸

মার্কিন প্রেসিডেন্ট মাঝে মাঝে এমন কিছু নাটকীয় পদক্ষেপ নেন, যেগুলো আসলে বাস্তবতার প্রতিফলন নয়—বরং একটি কৌশলী ফাঁদ। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ইসরাইলের অস্ত্র মজুদ কমে যাওয়ায় যুদ্ধ বিরতিতে যাওয়া হচ্ছে। এটা কি সত্যিই মানবিক কোনো পদক্ষেপ? না কি পরিকল্পিত একটি বিরতি?

আমাদের মনে রাখতে হবে, ইসরাইল কখনোই নিজেকে রক্ষার জন্য প্রস্তুতিহীন রাখবে না। বরং এই বিরতির আড়ালে তারা অস্ত্র মজুদ বাড়াবে, সামরিক প্রস্তুতি পুনর্গঠন করবে এবং সুযোগ বুঝে আবারও আগ্রাসনে ঝাঁপিয়ে পড়বে। অতীতেও আমরা এমন বহু দৃষ্টান্ত দেখেছি, যেখানে ‘যুদ্ধ বিরতি’ নামক নাটকটি ছিল একটি সাময়িক ধোঁকা।

⚠️ তাই ইরান যদি এই মুহূর্তে যুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে চুপ করে থাকে বা বিশ্বাস করে যে যুদ্ধ বিরতি মানেই স্থায়ী শান্তি, তাহলে সেটা হবে একটি কৌশলগত ভুল। ইসরাইল দুর্বল—এটাই হচ্ছে তাদের দুর্বল সময়, তাদের ব্যাকফুটে যাওয়া সময়। এখনই সেই সময়—যখন ইরান সহ অন্যান্য শক্তিগুলোর উচিত কৌশলগতভাবে সঠিক পদক্ষেপ নেওয়া।

📌 যুদ্ধের পক্ষে কেউ নয়, কিন্তু আত্মরক্ষার কৌশলগত মুহূর্ত চিনে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ।

---

আপনি কী মনে করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির ঘোষণার পেছনে আসলেই কি মানবতা আছে, নাকি এটা আরেকটি রাজনৈতিক চাল? মতামত জানাতে কমেন্ট করুন।👇

📌 করোনা কি শুধুই রোগ, নাকি পাপের ফল? ভাবার সময় এখনই…বিগত কয়েক বছর ধরে আমরা "করোনা" নামক এক মহামারির সাক্ষী। উপসর্গ? জ্ব...
17/06/2025

📌 করোনা কি শুধুই রোগ, নাকি পাপের ফল? ভাবার সময় এখনই…

বিগত কয়েক বছর ধরে আমরা "করোনা" নামক এক মহামারির সাক্ষী। উপসর্গ? জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা—এই তো! এই লক্ষণগুলো কি একেবারে নতুন? একদম না। আগে মানুষ এসব হলে বলত “ঠাণ্ডা লেগেছে”, “জ্বর এসেছে”—এখন বলছে “করোনা হয়েছে”। তাহলে পার্থক্য কোথায়?

➡️ পার্থক্য একটাই—আজকের দিনে এই রোগের "পাওয়ার" অনেক বেশি! যেমন গ্রামে মানুষ বলে “বাড়ি যাব”, আর শহরে বলে “বাসায় যাব”—মানে এক, ভাষা আলাদা। তেমনি পুরোনো উপসর্গ আজ নতুন নামে, নতুন ভয়ে ফিরে এসেছে।

কিন্তু আমাদের প্রশ্ন: এই রোগ কেন এত ভয়ংকর হলো? কেন পুরো দুনিয়াকে থামিয়ে দিল?

আমার ব্যক্তিগত বিশ্বাস ও পর্যবেক্ষণ বলে: এটা শুধু একটি ভাইরাস নয়, এটা আমাদের পাপের ফল।
🔴 সুদের ওপর চলছে অর্থনীতি
🔴 মিথ্যা, দুর্নীতি, ধর্ষণ, খুন, গুম—সব কিছু যেন স্বাভাবিক
🔴 বাংলাদেশের পত্রিকা খুললেই দেখা যায়—বাবা মেয়েকে ধর্ষণ করছে, ছেলে মাকে মারছে, শিক্ষক ছাত্রকে নির্যাতন করছে
🔴 টাকার জন্য মানুষ মানুষকে পশুর মতো খুন করছে

এমন জঘন্য, শিউরে ওঠা খবরগুলো যখন প্রতিদিনের নরমাল নিউজ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে আমরা কোথায় যাচ্ছি।

📖 ইসলাম বলে: যে ব্যক্তি সৎ পথে চলে, হারাম বর্জন করে, সুদ খায় না, মানুষের ক্ষতি করে না—আল্লাহ তাকে রক্ষা করেন। আমি নিজে বিশ্বাস করি, সত্যিকার মুমিনদের উপর করোনা আসবে না। আর যদি আসে, আল্লাহ তাদের ধৈর্য ও ইমানের পরীক্ষা নেন।

📢 সতর্ক হও, কিন্তু ভয় পেও না। মাস্ক পরো, পরিষ্কার থাকো, চিকিৎসা নাও—সব ঠিক। কিন্তু তার আগে নিজের আমল ঠিক করো।
পাপ ছাড়ো, আল্লাহর পথে ফিরে আসো। তাহলেই করোনা নয়, যেকোনো বিপদ থেকেও আল্লাহ রক্ষা করবেন।

🕋 এই পৃথিবী শুধুই বিজ্ঞানে চলে না—আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না।

ঢাকা, লন্ডন, আমেরিকায় পড়ে ডিগ্রি নিলেই মানুষ বড় হয় না।যদি ঘুষ খায়, মিথ্যা বলে, অহংকারী হয় — তবে সেই শিক্ষার দাম কী...
15/06/2025

ঢাকা, লন্ডন, আমেরিকায় পড়ে ডিগ্রি নিলেই মানুষ বড় হয় না।
যদি ঘুষ খায়, মিথ্যা বলে, অহংকারী হয় — তবে সেই শিক্ষার দাম কী?
শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক জিনিস নয়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও ...
06/06/2025

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।

ঈদুল আযহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো-ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংশ বা রক্ত কোনটাই আল্লাহ’র কাছে পৌঁছায় না, ‘পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা’। বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহ’র নৈকট্য লাভের জন্য পশু কুরবানী দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আযহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছাসে পরিপূর্ণ।

কোরবানী ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব হলো সর্বজনীন, এর প্রাঙ্গণে সমবেত হয় সব মানুষ। উৎসব মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে।

বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গৃহস্থালীতে পানি, গ্যাস ও বিদ্যূতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।

ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

আল্লাহ হাফেজ,

বগুড়া মেডিকেল কলেজ হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করত...
10/05/2025

বগুড়া মেডিকেল কলেজ হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

ভাইরাল করলে এটা করেন কাজে আসবে!!

জন সচেতনতায় শেয়ার করবেন কাজে আসবে....!

এ কেমন নিয়ম ? এর কি কোন প্রতিকার নেই

10/05/2025

"ভালোবাসা যদি হালাল না হয়, তবে তা শুধু ধোঁকাই দিতে পারে।"
অনেক মেয়ে বিয়ের আগেই সমস্ত কিছু দিয়ে ফেলে... বিশ্বাস করে, স্বপ্ন দেখে।
কিন্তু একসময় সেই স্বপ্ন গুঁড়িয়ে যায়, ছেলেটা সরে যায়, আর সমাজ শুধু আঙুল তোলে মেয়েটার দিকেই।
আমি দোষটা মেয়েদেরই বেশি দেই—কারণ, তারা কেন বারবার একই ভুল করে?
ইসলাম আমাদের সতর্ক করেছে, সীমারেখা শিখিয়েছে।
তবুও কেন আমরা নিজেদের অমূল্য সম্মানকে এভাবে বিলিয়ে দেই?

হে বোন, নিজেকে ভালোবাসো। নিজের মর্যাদা রক্ষা করো।
যার ভালোবাসা হালাল নয়, সে কোনোদিনই তোমার নিরাপদ আশ্রয় হতে পারে না।
স্মরণ রেখো—বিয়ের আগের ভালোবাসা যতই মিষ্টি হোক, সেটা হারাম পথেই ধ্বংস ডেকে আনে।
নিজেকে আল্লাহর জন্য গড়ে তোলো—যিনি তোমার জন্য হালাল হবে, তিনি তোমাকে ঠিক খুঁজে নেবেন।

আমার একদম নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Jinjanhgy Jinjamhgy
08/05/2025

আমার একদম নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! 💎 Jinjanhgy Jinjamhgy

শিরোনাম: আমার স্বপ্ন—একটি AI কৃত্রিম বুদ্ধিমান ড্রোন, কন্টেন্ট ক্রিয়েটরের প্রকৃত সঙ্গী।একজন কন্টেন্ট ক্রিয়েটরেরকিন্তু আ...
06/05/2025

শিরোনাম: আমার স্বপ্ন—একটি AI কৃত্রিম বুদ্ধিমান ড্রোন, কন্টেন্ট ক্রিয়েটরের প্রকৃত সঙ্গী।

একজন কন্টেন্ট ক্রিয়েটরের
কিন্তু আমার স্বপ্ন শুধু ক্যামেরার ফ্রেমে আটকে নেই।

আমি এমন এক ড্রোন কল্পনা করি—
যে ড্রোন শুধু আকাশে উড়ে শট নেয় না,
আমার চিন্তা বোঝে, আমার মুড অনুভব করে,
আর আমি যেভাবে চাই—ঠিক সেভাবেই আমার কনটেন্টের অংশ হয়ে ওঠে।

এই ড্রোন যদি হারিয়ে যায় বা ছিনতাই হয়,
তাও সে নিজেই পথ খুঁজে আমার কাছে ফিরে আসে।
সে জানে—আমি তার মালিক, আমি তার সঙ্গী।

এই ড্রোন আমার ক্যামেরাম্যান,
আমার নিরাপত্তা রক্ষী,
আমার গল্প বলার নীরব সহযোগী।

আমি চাই, বিশ্বজুড়ে প্রযুক্তিবিদেরা এই ভাবনাকে গুরুত্ব দিক।
আমি চাই, ভবিষ্যতের কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে থাকুক এমন এক বিশ্বস্ত সঙ্গী।

এই স্বপ্ন আজ আমার মন থেকে জন্ম নিল,
কাল এটা হয়তো লাখো কণ্ঠে ছড়িয়ে পড়বে।

আমি বিশ্বাস করি—প্রযুক্তির ভবিষ্যৎ শুধু উন্নয়ন নয়,
এটা অনুভব, বোঝাপড়া, আর সৃষ্টিশীলতার এক নতুন দিগন্ত।

এই ভাবনাটা আমার। এই স্বপ্নটা সবার জন্য।
ভবিষ্যতের ড্রোন—হোক আমাদের সৃষ্টির সহযাত্রী।

MMTM MASUM MOLLA

09/03/2025

ধর্ষণের প্রথম বিচার হবে পেনিস কেটে ফেলে দেওয়া। দ্বিতীয় হবে প্রকাশ্য লাইভ চ্যানেলে মৃত্যুদ্বন্দ্ব।

"খুসির সংবাদ "03/02/2025 ইং রোজ সোমবার সময় মাগরিবের পর, শুধু দ্বিতীয়বার এসে যমজ দুইটা ছেলে সন্তানের বাবা হলাম। আলহামদু...
04/02/2025

"খুসির সংবাদ "
03/02/2025 ইং রোজ সোমবার সময় মাগরিবের পর, শুধু দ্বিতীয়বার এসে যমজ দুইটা ছেলে সন্তানের বাবা হলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।

Address

Bogura

Telephone

+8801748960909

Website

https://www.facebook.com/profile.php?id=1000681

Alerts

Be the first to know and let us send you an email when MMTM MASUM MOLLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MMTM MASUM MOLLA:

Share