Birganjbd

Birganjbd Here get all news. watch online live TV.

07/01/2024

21/10/2018
দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি'র মতিনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন -----------------------------------...
06/10/2018

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি'র মতিনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন --
----------------------------------------
মো: মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ দিগন্ত থ্রী হুইলার'স মালিক এসোসিয়েশন এর সভাপতি ও পাক-পাহাড়পুর নিবাসী এবং দিনাজপুর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের পাক-পাহাড়পুর মহল্লা কমিটির সাধারণ-সম্পাদক আব্দুল মতিন ৫ অক্টোবর, ১৮ শুক্রবার ভোর ৪ টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।)

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিকেল ৩ টায় মরহুম আব্দুল মতিন এর পাক-পাহাড়পুরস্থ বাসভবনে যান ও তার পরিবারকে শান্তনা দেন এবং শোকাহত পরিবারদের ধৈর্য্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ-সম্পাদক জহির খান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম বাবুল, সাধারণ-সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মহিবুল এবং পাক-পাহাড়পুর মহল্লা কমিটির সভাপতি বরকতউল্লাহ খোকন, যুগ্ম সাধারণ-সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ফনতে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মরহুমের জানাজা আজ বিকেল ৫ টায় শিক্ষা দপ্তর জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এবং জানাজা শেষে লালবাগ গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

মরহম আব্দুল মতিন, মৃত জিতু মিয়ার পুত্র এবং হিরু, লাকী, ও মজনুর ছোট ভাই ও শুভ'র পিতা। মৃত কালে তার বয়স হয়েছিল ৫১ বছর এবং ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ।

বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বে-সরকারী ভাবে ধানের র্শীষের প্রার্থী তহিদুল ইসলাম বিজয়ী।বীরগঞ্জ ...
03/10/2018

বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বে-সরকারী ভাবে ধানের র্শীষের প্রার্থী তহিদুল ইসলাম বিজয়ী।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥

বীরগঞ্জে ৩ অক্টোম্বর পাল্টাপুর ইউনিয়নে ২য়বার উপ-নির্বাচনে বে-সরকারী ভাবে ধানের র্শীষের প্রার্থী তহিদুল ইসলাম ৪,৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে নিকটতম নৌকা প্রতীক নিয়ে তোফজ্জল হোসেন ভোট পেয়েছে ৪,২০৫টি।

উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২য় উপ-নির্বাচনে ৩ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যনত্ম ১১ টি কেন্দ্রে একযোগে বিরতীহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ২০,৪৪৮ ভোটার এর মধ্যে ১৫,১৪০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯৭ টি ভোট বাতিল করা হয় বৈধ ভোটের সংখ্যা-১৪,৯৪৩ টি।

ধানের শীষ প্রতীকের প্রার্থী তহিদুল ইসলাম-৪-৪৭৩, নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন রাজা- ৪-২০৫, আনারস প্রতীকের প্রার্থী সুরেন্দ্রনাথ রায় কোকিল-২-৯৮৩, ঘোড়া প্রতীকের প্রার্থী নূর আলম সিদ্দিকী রয়েল-২-৬৬৫, চশমা প্রতীকের প্রার্থী জুলফিকার শেখ সামসুজ্জোহা-৫০৯ ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম-১০৮ ভোট পায়।

বীরগঞ্জে ১৫ কেজি গাজাসহ মহিলা আটক-২ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে বিলকিস ও মোস্তারী নামে দ...
03/10/2018

বীরগঞ্জে ১৫ কেজি গাজাসহ মহিলা আটক-২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে বিলকিস ও মোস্তারী নামে দুই নারী গাজা ব্যাবসায়ীকে ১ লক্ষ ৫০ হজার টাকার ১৫ কেজি গাজা সহ গ্রেফতার করেছে।

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, বীরগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন নেতৃত্বে ইন্সপেক্টর (তদনত্ম) বিশ্বনাথ দাশ গুপ্ত, এসআই-দুলাল হক, নূরুল হক, আমজাদ হোসেন, তৌহিদ, এএসআই-শাহারিয়া ও ফারজানা সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর থেকে

৪০ কিলোমিটার উত্তরে পলাশবাড়ী ইউনিয়নের আজিমপাড়া গ্রামের আল মামুন ও জাকির হোসেনের বাড়ীতে অভিযান ও তল্লাশী চালিয়ে ১ লক্ষ ৫০ হজার টাকার ১৫ কেজি গাজা উদ্ধার করে। একই সাথে গাজা ব্যাবসায়ী বিলকিস বেগম (৪৫) ও মোস্তারী বেগম (২৫)কে গ্রেফতার করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সুযোগ্য জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমের নির্দেশে এসআই-দুলাল হক, নূরুল হক, আমজাদ হোসেন, তৌহিদ, এএসআই-শাহারিয়া ও ফারজানা সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে-

১৫ কেজি গাজা উদ্ধার ও গাজা ব্যাবসায়ী বিলকিস বেগম (৪৫) ও মোস্তারী বেগম (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গাজা ব্যাবসায়ী চক্রের বিরুদ্ধে সংশিস্নষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ ৩ অক্টোবর গাজা ব্যাবসায়ী বিলকিস বেগম (৪৫) ও মোস্তারী বেগম (২৫)কে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইন্দোনেশীয় প্রেসিডেন্টকে ফোনে শোক প্রকাশ প্রধানমন্ত্রীরইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোন করে কথা বলেছ...
02/10/2018

ইন্দোনেশীয় প্রেসিডেন্টকে ফোনে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ফোন করেন প্রধানমন্ত্রী। এসময় তাদের মধ্যে ১০ মিনিট কথা হয়।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে জীবন, সম্পদহানিতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। এসময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কি ধরনের সাহায্য প্রয়োজন তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত।

30/09/2018

দিনাজপুর জেলা সমুদ্র পৃষ্ঠ হতে ১১২-১২০ ফুট গড় উচ্চতায় অবস্থিত। ভৌগোলিকভাবে এ জেলা ২৫০১৪ এবং ২৫০৩৮র্ ডিগ্রী উত্...

30/09/2018

পীরগঞ্জে অডিটের নামে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: অডিটের নামে ঘুষ গ্রহন করা ও চাহিদা মত টাকা না পেলে সমিতি বাতিল করে দেওয়ার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে।

ঐ কর্মকর্তার সেস্বচ্ছাচারিতা, ঘুষ গ্রহন ও হয়রানির বিচার দাবী করে গত রোববার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা মৎসজীবি সমবায় সমিতি। উপজেলা মৎসজীবি সমবায় সমিতির সভাপতি ইব্রাহীম ও সাধারণ সম্পাদক ধনেশ্বর চন্দ্র রায় স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, ২০১৭ সালে পীরগঞ্জ উপজেলায় সমবায় কর্মকর্তা হিসেবে সহিদুল ইসলাম যোগদানের পর থেকে তাদের বিভিন্ন সমিতি অডিটের নামে সমিতির লোকজনদের নানা ভাবে হয়রানি ও নাজেহাল করে আসছেন।

অডিটের জন্য খাতা বাবদ ২ হাজার এবং অন্যান্য খরচ বাবদ ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেন তিনি। ঘুষ না দেওয়ায় ঐ কর্মকর্তা জেলা কর্মকর্তার মাধ্যমে অনেক প্রকৃত সমিতিকে বাতিলের চিঠি দেন। এতে বাধ্য হয়েই অনেকে সমিতি টিকিয়ে রাখার জন্য তার চাহিদা মত ঘুষের টাকা প্রদান করেন। যারা দেননি তাদের সমিতিগুলি নানা অজুহাতে বাতিল করার পায়তারা করছেন। এর প্রতিবাদ করলে নানা ভাবে ভয়ভীতি প্রদান করছেন ঐ কর্মকর্তা।

অথচ দীর্ঘদিন ধরে তারা নিয়মতান্ত্রিক ভাবে সমিতি পরিচালনা করে আসছেন। এদিকে ঘুষ না পেয়ে অনেক প্রকৃত মৎসজীবি সমিতিকে বাতিল ঘোষনা করলেও ঘুষ নিয়ে ঐ কর্মকর্তা অনেক সুদ সমিতি ও ভুয়া সমিতি সচল রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। উপজেলা মৎসজীবি সমবায় সমিতির সভাপতি ইব্রহীম জানান, ঐ কর্মকর্তার কাছে সমিতির খাতা পত্রের কোন দাম নাই।

টাকা দিলেই সব পার হয়ে যায়। সমিতির খাতা পত্র যাই থাক না কেন – খরচ পত্র না দিলে কিছুই হয় না। সমিতি বাতিল করার হুমকি দেন। ঐ কর্মকর্তার দুর্নীতির বিষয়ে এর আগে অভিযোগ করা হয়। কিন্তু কোন কাজ হয়নি এতে উপজেলার মৎসজীবি সমবায় সমিতি গুলি এখন চরম হতাশার মধ্যে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সমবায় কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, অনিয়ম করে অনেকসমিতি চলছিল। এখন নিয়মের মধ্যে আনায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলা হয়েছে।

গাজীপুর টঙ্গীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইত্তেফাকের সাংবাদিক আটকস্টাফ রিপোর্টার: গাজীপুর টঙ্গীর আমতলি এলাকার ‘জাবান ফোর স্ট...
30/09/2018

গাজীপুর টঙ্গীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইত্তেফাকের সাংবাদিক আটক

স্টাফ রিপোর্টার: গাজীপুর টঙ্গীর আমতলি এলাকার ‘জাবান ফোর স্টার’ আবাসিক হোটেলের এক নারী কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইত্তেফাকের টঙ্গী সংবাদদাতা কাজী রফিককে আটক করেছে পুলিশ।
আজ সকালে তাকে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহীন শেখ।
‘জাবান ফোর স্টার’ হোটেলের এম ডি শেখ বাদল আহমেদ বলেন, রোববার সকালে ইত্তেফাকের টঙ্গী সংবাদদাতা কাজী রফিক হোটেলে এসে এক নারী কর্মীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে অন্যান্য কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভিক্টিম নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

26/09/2018

মোঃ সবুজ ইসলাম, রানীশংকৈল প্রতিনিধিঃ দিনাজপুর সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০১৮ অনুষ্টান

Address


Alerts

Be the first to know and let us send you an email when Birganjbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Birganjbd:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

The BirganjBD

Here get all news