Romiz Uddin

Romiz Uddin Romiz Uddin Provides Microsoft Office Related Service,Graphic Design & Digital Marketing Service. And Many More.

Romiz Uddin Provides Microsoft Office Related Works, Graphic Design Related Works And Digital Marketing Related All Services & Provides IT Training Services Through Online & Offline. Provides Microsoft Office Related All Works(Ms-Word, Ms-Excel, Power Point). Provides Digital Marketing Related Services Are Facebook Business Page Create & SEO(Page Optimization), Facebook Marketing, YouTube Marketin

g, Instagram Marketing, LinkedIn Marketing, E-Mail Marketing, Google Ads, Keyword Research For SEO, On Page SEO, Off Page SEO, Local SEO, Technical SEO, And Technical Support. Provides Graphic Design Related Services Are Logo Design, Poster Design, Banar Design, Business Card & Visiting Card Design, Flayer Design, Brochure Design, Leaflet Design, Photo & Image Editing, Vector Design. Provides IT Training on Ms-Word, Ms-Excel, Power Point, Graphic Design, Digital Marketing Through Online & Offline. Sales Daily Need Based Product sus as Neem Paste, Black Seed oil Drop, Black Seed Flower Honey Drop, Extra Virgin Olive oil Drop, Doctor Soap, Herbalife, Fair Lady Cream, Ultimate Brightman Cream, Sharbet-e- Bel Poly, Unani, Ayurvedic & Homeopathic Related Products Through Cash on Home Delivery.

05/07/2024

👉BBC‘র রিপোর্টে জেনে নিন কফির আসল ইতিহাস এবং কফি খাওয়ার উপকারীতাঃ👇
☕Office কিংবা Family-তে,
Tea Stall কিংবা Cafe-তে,
একাকী কিংবা বন্ধুর সাথে,
আড্ডা জমুক Coffee One - এর সাথে৷
☕Coffee One-চুমুকেই চাঙ্গা!

20/06/2024

👉সলাতুদ্ব দ্বুহার ফযীলত👇

এক)

عَنْ أَبِي هُرَيْرَةَقَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلاَةِ الضُّحَى وَنَوْمٍ عَلَى وِتْرٍ
আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, “আমার খলীল ও বন্ধু (নবী ﷺ) আমাকে তিনটি কাজের ওয়াসিয়্যাত (বিশেষ আদেশ) করেছেন, মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করবো না। তা হলো: প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করা, সলাতুদ্ব দ্বুহা আদায় করা এবং উইতর সলাত আদায় করে শয়ন করা।” [সহীহ বুখারী- ১১৭৮]

দুই)

عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "‏يُصْبِحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْىٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى"‏
আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী ﷺ বলেছেন, “প্রতিটি দিন শুরু হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকের প্রতিটি অস্থি-বন্ধনী ও গিটের ওপর সদাক্বাহ ওয়াজিব হয়। সুতরাং প্রতিটি তাসবীহ অর্থাৎ সুবহান আল্লাহ বলা সদাক্বাহ হিসেবে গণ্য হয়, প্রতিটি তাহমীদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা সদাক্বাহ হিসেবে গণ্য হয়, প্রতিটি আল্লাহু আকবার এবং নাহী আনিল মুনকার অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত রাখার প্রতিটি প্রয়াসও অনুরূপ সদাক্বাহ বলে গণ্য হয়; তবে দ্বুহা বা ইশরাক্বের মাত্র দুই রাকা‘আত সলাত যদি কেউ আদায় করে তাহলে তা এ সবগুলোর সমকক্ষ হতে পারে।” [সহীহ মুসলিম- ৭২০]

তিন)

عن أبي موسى الأشعري : "من صلى الضحى أربعا و قبل الأولى أربعا بني له بيت في الجنة"
আবূ মূসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সলাতুদ্ব দ্বুহা উলার পূর্বে (যোহরের পূর্বে) আদায় করলো তার জন্য জান্নাতে ঘর নির্মিত হয়।” [হাসান; সহীহুল জামে‘- ৬৩৪০]

চার)

عَن عَمْرو بن عبسة قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَقَدِمْتُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ: أَخْبِرْنِي عَنِ الصَّلَاةِ فَقَالَ: «صَلِّ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أقصر عَن الصَّلَاة حَتَّى تَطْلُعُ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلَعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ ثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ .....
আমর ইবনু আবাসাহ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, “নবী ﷺ মদীনায় তাশরীফ আনলে আমিও মদীনায় চলে আসলাম। তাঁর কাছে প্রবেশ করলাম। অতঃপর আমি বললাম, আমাকে সলাত সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, ফজরের সলাত আদায় করো। এরপর সলাত হতে বিরত থাকো যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে উপরে না আসে। কেননা, সূর্য উদয় হয় শয়তানের দুই শিং এর মাঝখান দিয়ে। আর এ সময় কাফিরগণ (সূর্য পূজারীরা) একে সিজদা করে। তারপর সলাত পড়ো। কেননা এ সময়ে (আল্লাহর কাছে বান্দার) সলাতের উপস্থিতির সাক্ষ্য দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত ছায়া বর্শার উপর উঠে না আসে ও জমিনের উপর না পড়ে (অর্থাৎ ঠিক দুপুরের সময়), এ সময়ও সলাত হতে বিরত থাকো ......।” [সহীহুল জামে‘- ৩৭৭৫]

পাঁচ)

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏صَلاَةُ الأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ"‏
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “সলাতুল আওয়াবীন বা আল্লাহকে অধিক স্মরণকারী বান্দাদের সলাতের সময় হলো যখন সূর্যতাপে উটের বাচ্চাদের পা গরম হয়ে যায়।” [সহীহ মুসলিম- ৭৪৮]

ছয়)

عَنْ أَبِي الدَّرْدَاءِ و أَبِي ذَرٍّ رضي الله عنهما عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اللَّهِ عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ: ابْنَ آدَمَ ارْكَعْ لِي مِنْ أَوَّلِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ، أَكْفِكَ آخِرَهُ
আবূ দারদা ও আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, “হে আদম সন্তান! দিনের প্রথম ভাগে আমার জন্য চার রাকা‘আত সলাত আদায় করো, আমি তোমার জন্য দিনের শেষ পর্যন্ত প্রয়োজন পূরণ করে দিব।” [সহীহ; ইরওয়াউল গালীল- ৪৬৫; সুনান তিরমিযী- ৪৭৫]

সাত)

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يحافظ على صلاة الضحى إلا أواب، وهي صلاة الأوابين
আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আউয়াব বা আল্লাহর নিকট প্রত্যাবর্তনকারী বান্দা ছাড়া কেউ সলাতুদ্ব দ্বুহার হিফাযত করে না, আর এটিই সলাতুল আউয়াবীন বা আল্লাহর নিকট প্রত্যাবর্তনকারীদের সলাত।” [হাসান; সহীহুল জামে‘- ৭৬২৮]

আট)

عن بُرَيْدَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ فِي الْإِنْسَانِ سِتُّونَ وَثَلَاثُ مِائَةِ مَفْصِلٍ فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهَا صَدَقَةً قَالُوا فَمَنْ الَّذِي يُطِيقُ ذَلِكَ يَا رَسُوْلَ اللهِ قَالَ النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا أَوْ الشَّيْءُ تُنَحِّيهِ عَنْ الطَّرِيقِ فَإِنْ لَمْ تَقْدِرْ فَرَكْعَتَا الضُّحَى تُجْزِئُ عَنْكَ
বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “মানবদেহে ৩৬০টি গ্রন্থি আছে, প্রত্যেক ব্যক্তির ওপর ঐ প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে সদাক্বাহ রয়েছে। সকলে বললো, ‘এত সদাক্বাহ দিতে কে সক্ষম হবে, হে আল্লাহর রাসূল?’ তিনি বললেন, “মসজিদ হতে কফ (ইত্যাদি নোংরা) দূর করা, পথ হতে কষ্টদায়ক বস্তু (কাঁটা, পাথর প্রভৃতি) দূর করা এক একটা সদাক্বাহ; যদি তাতে সক্ষম না হও, তবে দুই রাকা‘আত সলাতুদ্ব দ্বুহার সলাত তোমার সে প্রয়োজন পূর্ণ করবে।” [সহীহুল জামে‘- ৪২৩৯]

নয়)

عَنْ أَبِيْ أُماَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يَنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ وَصَلَاةٌ عَلَى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ.
আবু উমামা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যাক্তি পাক পবিত্র হয়ে ফরয সলাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, তার জন্য রয়েছে মুহরিম হজ্জ পালনকারীর ন্যায় সাওয়াব। আর যে ব্যক্তি দ্বুহার সলাতের জন্য বের হবে, এ সলাত ছাড়া অন্য কিছু তাকে ক্লান্ত করে না, তবে তার জন্যে রয়েছে উমরা পালনকারীর ন্যায় প্রতিদান। এক সলাতের পর আর এক সলাত আদায় করলে- যে সলাতদ্বয়ের মাঝে কোন দুনিয়াবী কথাবার্তা নেই, তবে তার এই আমল ঈল্লীইনে লিখে রাখা হবে।’’ [সহীহুত তারগীব- ৩২০]

দশ)

عَن عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي قَالَ بَعَثَ رَسُولُ اللهِ ﷺ سَرِيَّةً فَغَنِمُوا وَأَسْرَعُوا الرَّجْعَةَ فَتَحَدَّثَ النَّاسُ بِقُرْبِ مَغْزَاهُمْ وَكَثْرَةِ غَنِيمَتِهِمْ وَسُرْعَةِ رَجْعَتِهِمْ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَلَا أَدُلُّكُمْ عَلَى أَقْرَبَ مِنْهُ مَغْزًى وَأَكْثَرَ غَنِيمَةً وَأَوْشَكَ رَجْعَةً مَنْ تَوَضَّأَ ثُمَّ غَدَا إِلَى الْمَسْجِدِ لِسُبْحَةِ الضُّحَى فَهُوَ أَقْرَبُ مَغْزًى وَأَكْثَرُ غَنِيمَةً وَأَوْشَكُ رَجْعَةً
আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এক যোদ্ধাবাহিনী প্রেরণ করেন। এই যুদ্ধ সফরে তারা বহু যুদ্ধলব্ধ সম্পদ লাভ করে খুব শীঘ্রই ফিরে আসেন। লোকেরা তাদের যুদ্ধস্থানের নিকটবর্তিতা, লব্ধ সম্পদের আধিক্য এবং ফিরে আসার শীঘ্রতা নিয়ে সবিস্ময় বিভিন্ন আলোচনা করতে লাগলো। তা শুনে রাসূলুল্লাহ ﷺ বললেন, ‘আমি কি তোমাদেরকে ওদের চেয়ে নিকটতর যুদ্ধক্ষেত্র, ওদের চেয়ে অধিকতর লব্ধ সম্পদ এবং ওদের চেয়ে শীঘ্রতর ফিরে আসার কথার সন্ধান বলে দিব না?’ যে ব্যক্তি সকালে অযু করে দ্বুহার সলাতের উদ্দেশ্যে মসজিদে যায়, সে ব্যক্তি ওদের চেয়ে নিকটতর যুদ্ধক্ষেত্রে যোগদান করে, ওদের চেয়ে অধিকতর সম্পদ লাভ করে এবং ওদের চেয়ে অধিকতর শীঘ্র ঘরে ফিরে আসে।” [তামামুল মিন্নাত- ২৫৭; সহীহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ]

এগার)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللهَ حَتّٰـى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَـهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ، تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ
আনাস ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি ফজরের সলাত জামা‘আতে আদায় করে, অতঃপর সূর্যোদয় অবধি বসে আল্লাহর যিকির করে, তারপর দুই রাকা‘আত সলাত আদায় করে, সেই ব্যক্তির একটি হজ্জ ও উমরার সাওয়াব লাভ হয়; পরিপূর্ণ, পরিপূর্ণ পরিপূর্ণ।” [সিলসিলাহ সহীহাহ- ৩৪০৩; সনদ হাসান]

সম্পাদনায়,
শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ হাফিযাহুল্লাহ।
১২ যুলহিজ্জাহ ১৪৪৫ হিজরি, ১৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ

12/06/2024

☕Coffee One-চুমুকেই চাঙ্গা!
☕Office কিংবা Family-তে,
Tea Stall কিংবা Cafe-তে,
একাকী কিংবা বন্ধুর সাথে,
আড্ডা জমুক Coffee One - এর সাথে৷
☕Product List👇
1)ব্লাক/লাল কফি(মিনি প্যাক)
2)দুধ কফি(মিনি প্যাক এবং কেজি )
3)মালাই চা( মিনি প্যাক এবং কেজি )
4)দুধ চা(মিনি প্যাক এবং কেজি)
5)ন্যাচারাল মাসালা চা(মিনি প্যাক এবং কেজি)
6)চা-কফি তৈরীর ডিজিটাল মেশিন(বিক্রয় এবং ভাড়া দেওয়া হয়)
7) চা-কফি তৈরীর ডিজিটাল মেশিনের চা-কফির পাউডার ইত্যাদি৷
👉পাইকারী এবং খুচরা বিক্রয় করা হয়৷
👉ঝিনাইদহ সদর এবং তার আশ-পাশে হোমডেলিভারী দেওয়া হয়৷(চার্জ ফ্রি!!!)
👉সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারী দেওয়া হয়(চার্জ ফ্রি!!!)
🤝অর্ডার করতে Inbox-এ মেসেজ দিন/ WhatsApp & Telegram/Mobile(01717812259) করুন৷


#মাসালাচা #মালাইচা #দুধচা #কফিমেশিন #লালকফি #ঝিনাইদহ
: .

24/05/2024

👉Powerfull Motivation.
(শক্তিশালী প্রেরণা)
💚আত্মা এবং মস্তিস্কের🧠 খোরাকঃ
(Food For 💚The Soul & 🧠Brain)
📖ক্বুরআন অধ্যায়ন(Qur"aan Study):
👉সূরার নাম(Sura Name):আল আনআ‘ম(Al-An‘aam)
👉আয়াত নাম্বার(Verse Number):১২৫(125)
✍️ বিষয়(Subject):দুশ্চিন্তার কারন এবং দুশ্তিন্তামুক্ত থাকতে করণীয়-Reasons for anxiety and what to do to be free from anxiety👇
👉দুশ্চিন্তার শক্তি👇
👉ইব্রাহিম বিন আদহাম একজন দুশ্চিন্তাগ্রস্থ মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন৷তিনি সে লোকটিকে বললেন,আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো৷তুমি উত্তর দিবে,তিনি বললেনঃ
(১)এই জগতে আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় কি?
(২)তোমার জন্য আল্লাহ যে রিযিক নির্ধারণ করেছেন তা থেকে একটুও কমবে কি?
(৩)তোমার জন্য আল্লাহ যতটুকু হায়াত রেখেছেন,তা থেকে এক মূহুর্তও হ্রাস পাবে কি?
লোকটি বললোঃনা৷
তখন ইব্রাহিম বললেন,তাহলে দুশ্চিন্তা কিসের জন্য?
নিশ্চয় দুশ্চিন্তা আল্লাহর একটি বাহিনী৷যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন৷যাতে তিনি দেখেন,তারা কি করে?দুশ্চিন্তা যদিও অনুভূতিজাত,বস্তুজাত নয়৷তবুও তা বস্তুজাত কষ্টদায়ক জিনিস থেকে বেশী প্রভাবশালী৷এই কথাকে দৃঢ় করে তা,যা আলি বিন আবি তালিব রদ্বিআল্লাহ তায়ালা আনহু উল্লেখ করেছেন,যখন তাকে প্রশ্ন করা হয়,আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী কোন্ টি?তিনি বললেন,পাহাড়৷
লোহা পাহাড়কে কেটে ফেলে,অতএব লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী৷
আগুন লোহাকে গলিয়ে ফেলে অতএব,আগুন লোহার চেয়ে শক্তিশালী৷
পানি আগুনকে নিভিয়ে দেয়,অতএব,পানি আগুনের চেয়ে শক্তিশালী৷
মেঘ পানি কে বহন করে,অতএব,মেঘ পানির চেয়ে শক্তিশালী৷
বাতাস মেঘকে চালিয়ে নিয়ে যায়,অতএব,বাতাস মেঘের চেয়ে শক্তিশালী৷
মানুষ হাত এবং কাপড় দ্বারা বাতাস আটকে দেয়,অতএব,মানুষ বাতাসের চেয়ে শক্তিশালী৷
ঘুম মানুষকে পরাভূত করে দেয়৷অতএব,ঘুম মানুষের চেয়ে শক্তিশালী৷
আর দুশ্চিন্তা ঘুম কে দুর করে দেয়৷অতএব,আল্লাহর সবচেয় শক্তিশালী বাহিনী হলো দুশ্চিন্তা৷
👉দুশ্চিন্তার কারনঃ👇
আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা তা চাপিয়ে দেন৷
আল্লাহ তায়ালা সত্য বলেছেনঃ
فَمَنۡ یُّرِدِ اللّٰہُ اَنۡ یَّہۡدِیَہٗ یَشۡرَحۡ صَدۡرَہٗ لِلۡاِسۡلَامِ ۚ وَ مَنۡ یُّرِدۡ اَنۡ یُّضِلَّہٗ یَجۡعَلۡ صَدۡرَہٗ ضَیِّقًا حَرَجًا کَاَنَّمَا یَصَّعَّدُ فِی السَّمَآءِ ؕ کَذٰلِکَ یَجۡعَلُ اللّٰہُ الرِّجۡسَ عَلَی الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۲۵﴾

Bengali -Taisirul Quran:
আল্লাহ যাকে সৎপথ দেখাতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকুচিত করে দেন, (তার জন্য ইসলাম মান্য করা এমনি কঠিন)যেন সে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন।
👉দুশ্চিন্তামুক্ত থাকতে করণীয়ঃ👇
অমুসলিমদের জন্য করণীয় হলো একমাত্র পরিপূর্ণ শান্তিময় জীবনব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করা এবং মুসলিমদের জন্য করণীয় হলো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন করা৷

✍️মূল:শাইখ সাউদ আশ শুরাইম৷
✍️সম্পাদনা: বান্দা রমিজ উদ্দিন৷
👉কৃতজ্ঞতা:ডাক্তার আব্দুল্লাহ আল-জুবাইর৷

06/05/2024

💚আত্মা এবং🧠মস্তিস্কের খোরাকঃ
(Food for the Soul & Brain)
📖Qur"aan Study:
✍️Subject:ক্বিয়ামাতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবে আল-ক্বুরআন(Al-Quran will be the greatest intercessor on the Day of Judgment)👇
👉Bengoli Version👇
👉ক্বিয়ামাতের দিন কুরআন উপস্থিত হয়ে বলবে, হে প্রভু! কুরআন পাঠকারীকে অলংকৃত করুন। সুতরাং তাকে সম্মানের মুকুট পরানো হবে। পুনরায় কুরআন বলবে, 'হে প্রভু! ওকে আরো অলংকার প্রদান করুন।' সুতরাং তাকে সম্মানের পোশাক পরানো হবে। অতঃপর বলবে, হে প্রভু! আপনি ওর উপর সন্তুষ্ট হয়ে যান। 'সুতরাং আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। অতঃপর তাকে বলা হবে, 'তুমি পাঠ করতে থাক আর মর্যাদায় উন্নীত হতে থাক।' আর প্রত্যেকটি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব বৃদ্ধি করা হবে। (তিরমিযী, সহীহুল জামে' ৮০৩০ নং)
👉English Version:👇
The Qur'an will appear on the Day of Resurrection and say, O Lord! Adorn the reciter of the Qur'an. So he will be crowned with honor. Again the Qur'an will say, 'O Lord! Give him more ornaments.' So he will be clothed with honor. Then say, 'O Lord! You become satisfied with him. 'So Allah will be pleased with him. Then it will be said to him, 'You continue to study and you continue to rise in status. And for each verse, his reward will be increased by one. (Tirmidhi, Sahihul Jame' no. 8030)

👉বাংলা ভার্সন👇
সূরা মূলকের ফযীলতের কথা বেশ কয়েকটি হাদীসে বর্ণিত হয়েছে। যার মধ্যে মাত্র কয়েকটি বর্ণনা সহীহ ও হাসান। একটি বর্ণনায় এসেছে যে, নাবী(সল্লাল্লাহ আলাইহি ওয়া সল্লাম) বলেছেন, "আল্লাহর পবিত্র ক্বুরআনে এমন একটি সূরাহ বয়েছে, যাতে শুধুমাত্র ৩০টি আয়াত আছে। সূরাটি মানুষের জন্য সুপারিশ করবে এবং (তার সুপারিশ কবুল ক'রে) তাকে ক্ষমা করে দেওয়া হবে।” (তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ ২/২৯৯,৩২১) দ্বিতীয় একটি বর্ণনায় এসেছে যে, "কুরআন মাজীদে এমন একটি সূরাহ আছে, যা তার পাঠকারীর হয়ে কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবে। (মাজমাউয যাওয়ায়েদ ৭/১৭২, সহীহ জামে' সাগীর ৩৬৪৪নং) তিরমিযীর একটি বর্ণনায় এ কথাও বর্ণিত হয়েছে যে, 'রসূল(সল্লাল্লাহ আলাইহি ওয়া সল্লাম)ব়াতে শোয়ার পূর্বে সূরাহ 'সাজদা এবং সূরাহ মুলক অবশ্যই পড়ে নিতেন।" (ফাযায়েলে কুরআন পরিচ্ছেদ) একটি বর্ণনা শায়খআলবানী (রহমাতুল্লাহি আলাইহি) তাঁর 'সিলসিলাহ সাহীহাহ' নামক গ্রন্থে নকল করেছেন। তাতে বলা হয়েছে سورفتارك هي التابعة من عذاب القة অর্থাৎ, তাবারাকা সূরাটি কবরের আযাব থেকে মানুষকে বাঁচাবে।) (ঐ ১১৪০নং, ৩/১৩১) অর্থাৎ, তার পাঠকারীর ব্যাপারে আশা করা যায় যে, সে কবরের আযাব থেকে পরিত্রাণ পাবে। তবে শর্ত হল তাকে শরীয়তের যাবতীয় বিধি-বিধান এবং ফরয কাজগুলোর প্রতি যত্ন নিতে হবে।
👉English Version👇
The virtues of Surah Mulk have been described in several hadiths. Of which only a few narrations are Sahih and Hasan. In one narration, the Prophet (peace and blessings of Allah be upon him) said, "There is a Surah in the Holy Qur'an of Allah, which has only 30 verses. The Surah will intercede for man and (accepting its intercession) he will be forgiven." (Tirmidhi, Abu Dawud, Ibn Majah, Ahmad 2/299,321) A second narration states, "There is a Surah in the Qur'an Majid, which will cause its reciter to contend with Allah on the Day of Resurrection and enter him into Paradise. (Majmawz Ghawayd 7/172, Sahih Jame' Saghir No. 3644) In a narration by Tirmidhi, it is also stated that "the Messenger (peace and blessings of Allah be upon him) used to recite Surah Sajda and Surah Mulk before going to bed." (Quran section in Fazayel) a Narrated by Shaykh al-Albani (Rahmatullahi Alayhi) in his book "Silsilah Sahih". It says سورفتارك هي من آبام القة i.e. Surah Tabaraqa will save people from the punishment of the grave.) (No. 1140, 3/131). It is possible that he will be saved from the punishment of the grave, but the condition is that he must take care of all the rules and regulations of the Shari'ah.

✍️সম্পাদনা/Editing: বান্দা রমিজ উদ্দিন৷(Servant of Almighty Allah)

26/04/2024

💚আত্মার খোরাক💚
📖Qur"aan Study:
👉Sura:AL-Mulk(সার্বভৌম কর্তৃত্ব)
👉Ayat:30(67/30)
✍️Subject:মানুষ কত অসহায় !👇

Arabic Version:

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ ﴿٪۳۰﴾
English Version-Sahih International:
Say, "Have you considered: if your water was to become sunken [into the earth], then who could bring you flowing water?"

Bengali Version-Taisirul Quran:
বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবহমান পানি?’’

✍️Edit By: বান্দা রমিজ উদ্দিন৷

31/03/2024

‎💚আত্মার খোরাক💚
📚Hadith Study:
✍️Subject:আমরা গুনাহ্ করতে থাকি এবং আল্লাহ ক্ষমা করতে থাকেন👇

👉আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি, এক বান্দা গুনাহ্ করল। বর্ণনাকারী أَصَابَ ذَنْبًا না বলে কখনো أَذْنَبَ ذَنْبًا বলেছেন। তারপর সে বলল, হে আমার রব্ব! আমি তো গুনাহ্ করে ফেলেছি। বর্ণনাকারী أَذْنَبْتُ -এর স্থলে কখনো أَصَبْتُ বলেছেন। তাই আমার গুনাহ্ ক্ষমা করে দাও। তার প্রতিপালক বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে, তার রয়েছে একজন রব্ব যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন। আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল অবস্থান করল এবং সে আবার গুনাহ্তে জড়িয়ে গেল। বর্ণনাকারীর সন্দেহ أَصَابَ ذَنْبًا কিংবা أَذْنَبَ ذَنْبًا বলা হয়েছে। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক! আমি তো আবার গুনাহ্ করে বসেছি। এখানে أَصَبْتُ কিংবা أَذْنَبْتُ বলা হয়েছে। আমার এ গুনাহ্ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার আছে একজন রব্ব যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন। এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল সে অবস্থায় থাকল। আবারও সে গুনাহ্তে জড়িয়ে গেল। এখানে أَصَابَ ذَنْبًا কিংবা أَذْنَبَ ذَنْبًا বলা হয়েছে। সে বলল, হে আমার রব্ব! আমি তো আরো একটি গুনাহ্ করে ফেলেছি। এখানে أَصَبْتُ কিংবা أَذْنَبْتُ বলা হয়েছে। আমার এ গুনাহ্ মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার একজন রব্ব আছেন, যিনি গুনাহ্ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন। আমি আমার এ বান্দাকে মাফ করে দিলাম। এরকম তিনবার বললেন।
📚(আধুনিক প্রকাশনী- ৬৯৮৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৯৮)

📚সহিহ বুখারী, হাদিস নং ৭৫০৭
✅হাদিসের মান: সহিহ হাদিস
📱সোর্স: আল হাদিস অ্যাপ,irdfoundation․com

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Romiz Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Romiz Uddin:

Share