
25/08/2025
একজন স্বামী যে স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ আজকে এই বোনটির কান্না না দেখলে বুঝতাম না, এই বোনটি তার স্বামীর বক্সে জড়িয়ে ধরে কান্না করতে করতে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছিলো,
সৌদি আরব থেকে একজন প্রবাসীর লা** শ এসেছে, প্রবাসীর স্ত্রীর কান্নায় আমরাও কেঁদেছি, এই ছোট্ট ছেলেটা জানেনা এই বক্সের ভিতর কি আছে, ছেলেটা জানেই না বক্সের ভিতর তার আদরের বাবা শুয়ে আছে, ছেলেটা যদি বুঝতো তার বাবা আর কোন দিন তাকে আদর করবে না, তাকে খোকা বলে ডাকবে না, তাহলে চিৎকার করে করে কান্না করতো, হে আল্লাহ এই প্রবাসী ভাই কে জান্নাতুল ফেরদৌস দান করো, এবং তার পরিবার কে তুমি হেফাজত করো, আমিন।
আল্লাহ তায়ালা যেনো সকল প্রবাসীকে হেফাজতে রাখেন এই দোয়াই করি আল্লাহর কাছে,,
সবাই পেজ টা follow দিয়েন Rajib Sharif