27/11/2024
প্রবীণ ফুটবল প্রীতি ম্যাচ - ২০২৪ ইং
"কদিমধল্যা অগ্রগামী যুব সংঘের” উদ্যোগে এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় অংশগ্রহনকারী দল,
"সোনালী অতীত একাদশ" বনাম "চিরসবুজ একাদশ"!
সভাপতি: জনাব হাজী আব্দুস সবুর,
কদিমধল্যা অগ্রগামী যুব সংঘ।
উদ্বোধক: জনাব ডি এ মতিন,
চেয়ারম্যান ২নং জামুর্কী ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি: জনাব দেওয়ান আব্দুল খালেক
সাংবাদিক, প্রথম আলো।
এছাড়াও উপস্থিত থাকবেন, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
গ্রামের সম্মানিত প্রবীণ ব্যক্তিদের ফুটবল খেলার আনন্দ উপভোগ করার জন্য সকলেই আমন্ত্রিত।
ধন্যবাদান্তে,
সিনিয়র সহ সভাপতি: জনাব মো: মান্নান খান
কদিমধল্যা অগ্রগামী যুব সংঘ।
সাধারন সম্পাদক: জনাব সাখাওয়াত হোসেন
কদিমধল্যা অগ্রগামী যুব সংঘ
ক্রীড়া সম্পাদক: কাজী আব্দুল্লাহ্
কদিমধল্যা অগ্রগামী যুব সংঘ।
সময়-স্থান,
২৯-১১-২০২৪ ইং, রোজ শুক্রবার, বিকাল ০৩.০০ ঘটিকায়।
ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ।
সার্বিক সহযোগিতা এবং আয়োজনে,
কদিমধল্যা অগ্রগামী যুব সংঘ!
কদিমধল্যা, মির্জাপুর, টাঙ্গাইল।