Nazmul Huda Nimu

Nazmul Huda Nimu Creative
Coach
Content Creator
(1)

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন।...
16/06/2025

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।

সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।

অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।

আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
তখন তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- তা হল রন্ধনশিল্প।

তিনি ৮৭ ডলার ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।

এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!

জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।

স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!

তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

ঈদ মোবারক ❤️
08/06/2025

ঈদ মোবারক ❤️

20/05/2025

বই আপনার জীবনকে আরও আলোকিত করতে পারে

#আলো_আসবেই #নিমু #ইতিবাচকতা

10/05/2025

আবু সাঈদ দেখে যাও, আওয়ামীলীগ নিষিদ্ধ।

ছেলেটির নাম মো: আব্দুস সুবহান। বাসার ঠিকানা: কেওয়া নতুন বাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর থানা, গাজীপুর। তার পিতা মৃত: মো. ...
09/05/2025

ছেলেটির নাম মো: আব্দুস সুবহান। বাসার ঠিকানা: কেওয়া নতুন বাজার, মাওনা চৌরাস্তা, শ্রীপুর থানা, গাজীপুর। তার পিতা মৃত: মো. ফারুক, মাতা মোছাঃ খাদিজা খাতুন।

আজ শুক্রবার ৯ই মে ২০২৫ইং, গুচ্ছের ভর্তি পরীক্ষা চলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ। অন্য কারও হয়ে ছেলেটি এসেছিল প্রক্সি দিতে। অথচ প্রক্সি দিতে আসা এই ছেলেটি নবম শ্রেণির শিক্ষার্থী!

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মো. আজমাইন ফাইক-এর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন।

ছেলেটির বাবা নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং একমাত্র সন্তান। ধারনা করা যায়, টাকার দায়ে এই কাজ তাকে দিয়ে তৃতীয় কোন পক্ষ করিয়ে নিয়েছে।

বাঙালিরে কখনো সফলতার গল্প শোনাবেন না। 🙂Thoughts of Billal নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে গত তিন মাসে ৪৪ টাকা ই...
06/05/2025

বাঙালিরে কখনো সফলতার গল্প শোনাবেন না। 🙂
Thoughts of Billal নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে গত তিন মাসে ৪৪ টাকা ইনকাম করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর উনাকে কপি করে উনার মত ছন্দে ছন্দে ছন্দ মিলিয়ে ভিডিও বানিয়ে একদল ছেলমেয়েরা রাতারাতি কনটেন্ট ক্রিয়েটর বনে গেছেন। তাদের একটাই উদ্দেশ্য বিল্লাল ভাইয়ের মতো ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা। তাদের উদ্দেশ্যে বলছি Thoughts of Billal একদিনে তৈরি হয়নি। অনেক পরিশ্রম করে নির্দিষ্ট একটি ফ্যান বেস তৈরি করে আজকে তিনি এই পজিশনে এসে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছেন। তাই আপনারা যদি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে চান তাহলে নিজের প্রতিভা কাজে লাগিয়ে নিজের মেধা খাটিয়ে কন্টেন্ট তৈরি করে সফলতা লাভ করুন। মনে রাখবেন কপি করে সাময়িক কিছু ভিউ পাবেন কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। 🙏

আপনার জীবন আপনাকে কোন স্থানে দাড় করিয়ে দিবে আপনি নিজেও জানেন না। কত ঠুনকো জীবন! এই ছোট্ট জীবন নিয়ে আমাদের কত স্বপ্ন। কত ...
30/04/2025

আপনার জীবন আপনাকে কোন স্থানে দাড় করিয়ে দিবে আপনি নিজেও জানেন না।
কত ঠুনকো জীবন! এই ছোট্ট জীবন নিয়ে আমাদের কত স্বপ্ন। কত প্রচেষ্টা!
৪০তম বিসিএস পুলিশ ক্যাডার ও ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার মো. ঝন্টু। বিসিএস ক্যাডার হয়ে কেবল সুখে পা দিয়েছিলেন, আর তখন চলে আসলো দূরারোগ্য ক্যান্সার।
আল্লাহ ভাইকে সুস্থ করে নেক হায়াত দান করুন।

21/04/2025

তুমি যদি তোমার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে কোন কিছু করো তাহলে পুরো পৃথিবী সেটা দেখার জন্য অপেক্ষা করবে নিজে কিছু করো সফলতা এমনি আসবে #আলো_আসবেই #নিমু

19/04/2025

মানুষের জন্য কিছু করতে পারলেই জীবনের সার্থকতা অর্জিত হয় #আলো_আসবেই #নিমু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ১৬ ব্যাচের শিক্ষার্থী সোহাগ এর মাকে বাঁচাতে শিক্ষার্থীরা ক্রাউড ফান্ডিং করছে।এই মা...
18/04/2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ১৬ ব্যাচের শিক্ষার্থী সোহাগ এর মাকে বাঁচাতে শিক্ষার্থীরা ক্রাউড ফান্ডিং করছে।
এই মানবিক কাজে আপনারা অংশগ্রহন করতে পারেন।
বিকাশ/নগদ/রকেট: 01737326480

17/04/2025

সঠিক সময় কাজে লাগালেই ভবিষ্যৎ নিরাপদ থাকবে #আলো_আসবেই #নিমু

17/04/2025

দৃষ্টিভঙ্গি কাজের মান নির্ধারণ করে দৃষ্টিভঙ্গি বদলান সফলতা আসবেই #আলো_আসবেই #নিমু ❤️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Huda Nimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Huda Nimu:

Share