Update News

Update News দেশ বিদেশের সকল আপডেট খবর জানতে আমাদের পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন।

06/08/2025

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১১ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বা*চ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি, পরে ফা**য়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উ**দ্ধার করে একে একে ৭টা ম/*র/**দে*/হ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪ জন শিশু। সকলকেই মৃ/**ত বলে নিশ্চিত করেছেন ফা**য়ার সার্ভিসের লোকজন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

02/08/2025

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

এই দেশে বেঁচে থাকাটাই যেন চরম এক চ্যালেঞ্জ!ফিরে এলেন না মা, ফিরলো লা'শ হয়ে ...প্রায় ৩৭ ঘণ্টা পর, ৩ কিলোমিটার দূরে পাওয়া ...
29/07/2025

এই দেশে বেঁচে থাকাটাই যেন চরম এক চ্যালেঞ্জ!
ফিরে এলেন না মা, ফিরলো লা'শ হয়ে ...

প্রায় ৩৭ ঘণ্টা পর, ৩ কিলোমিটার দূরে পাওয়া গেলো তাঁর নি'থর দেহটা।
চুয়াডাঙ্গার তাসনিম আপু – শেষমেশ পাওয়া গেল তাঁর ম'রদেহ, অফিস থেকে ফেরার পথে ম্যানহোলে পড়ে গিয়েছিলেন।

প্রায় ৩৭ ঘণ্টা পর, ৩ কিলোমিটার দূরে পাওয়া গেলো তাঁর নি'থর দেহটা।
দুই হাতে দুই যমজ সন্তানের জন্য রাতের খাবার তৈরি করার তাড়া ছিল তার, বাচ্চারা হয়তো ফোন দিয়ে জিজ্ঞেস করছিল,
"মা, তুমি কখন আসবে?"

তবে ফিরলেন না মা। ফিরলো তার লা'শ...
টঙ্গীর সেই সড়কে হাঁটু সমান পানি জমেছিল, রাস্তা আর ম্যানহোলের ফারাক বোঝা যাচ্ছিল না। তাসনিম ভাবতেই পারেননি, প্রতিদিনকার সেই রাস্তা তার জীবনের শেষ রাস্তা হবে!

কিন্তু একটা প্রাণ গেল, সেটা কার দায়? যে দেশের রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ম'রতে হয়, সে দেশের নাগরিক হওয়ার চেয়ে অভিশাপ আর কিছুই না। এই দেশে মানুষের প্রাণ সবচেয়ে সস্তা। এখন যদি কোনো মন্ত্রীর আত্মীয় পড়ে যেত ওই ড্রেনে, তবে রাতেই রাস্তা সংস্কার হতো, স্যাটেলাইট দিয়ে খোঁজ চালানো হতো, ২৪ ঘণ্টায় লা'শ উদ্ধার হতো।
কিন্তু তাসনিমের মতো একজন সাধারণ কর্মজীবী নারীর মৃ'ত্যুতে শুধু ঘটনার বিবরণ লেখা হলো, তাসনিম ফারিয়া, যিনি মিরপুরের এক কসমেটিক কোম্পানিতে কাজ করতেন, সেই মহিলা প্রতিদিনের মতোই কাজ শেষে টঙ্গী থেকে ফিরছিলেন—আর ফিরলেন না।
এই কি আমাদের মানবিক রাষ্ট্র ? এই কি আমাদের উন্নয়ন ?

যুদ্ধ বিরতির প্রথম দিনে গাজায় ১২০ ট্রাক ত্রাণ, আলহামদুলিল্লাহ্‌
28/07/2025

যুদ্ধ বিরতির প্রথম দিনে গাজায় ১২০ ট্রাক ত্রাণ, আলহামদুলিল্লাহ্‌

নিজের ক্লাস ছুটির পরে বোনকে নিয়ে আসার জন্য ৩০ মিনিট অপেক্ষা করে "মাইলস্টোন স্কুল এন্ড কলেজে" বিমান দুর্ঘটনায় দ'গ্ধ হলো...
26/07/2025

নিজের ক্লাস ছুটির পরে বোনকে নিয়ে আসার জন্য ৩০ মিনিট অপেক্ষা করে "মাইলস্টোন স্কুল এন্ড কলেজে" বিমান দুর্ঘটনায় দ'গ্ধ হলো দুই ভাই-বোন একসাথে।

১০ ঘন্টা আগে পরে পরপারে পাড়ি দিয়ে পাশাপাশি চির নিদ্রায় শায়িত হলো দুই ভাই-বোন । 😢 😭আল্লাহ আপনি বাচ্চাগুলাকে বেহেশত নসিব করুন ।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখ চুল মাথা সবই ঠিক ছিল,কথা বলছিল সুস্থ মানুষের মত,বাবা মা হয়তো ধরে নিয়েছিল এ যা...
26/07/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুখ চুল মাথা সবই ঠিক ছিল,কথা বলছিল সুস্থ মানুষের মত,বাবা মা হয়তো ধরে নিয়েছিল এ যাত্রায় মেয়েটা বেচে গেল, কিন্তু তারপরও চলে গেল😭😭😭 আল্লাহ তুমি এই বাচ্চাটিকে বেহেশত নসিব করো।

24/07/2025

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ।

23/07/2025

ইন্না লিল্লাহ.!

মাইলস্টোনের ছাত্র শহীদ মিরসাদ এর মৃ'ত্যুর শোকে তার মা ইন্তেকাল করেছেন :(

মাইলস্টোনে দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।ফা*য়া*র ব্রিগেডের অফ...
23/07/2025

মাইলস্টোনে দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফা*য়া*র ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফা*য়া*র ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম তুমি আসবে" 😭

Leon Mir ভাইয়ের এই ছোট মা পাখি😭 পাখিটি আর নেই, ভাইটা লাইভে এই ফুলের জন্য যেভাবে কান্না করছে 😭😭 হায়রে কত যত্নের এই ফুল 🥹...
23/07/2025

Leon Mir ভাইয়ের এই ছোট মা পাখি😭 পাখিটি আর নেই, ভাইটা লাইভে এই ফুলের জন্য যেভাবে কান্না করছে 😭😭 হায়রে কত যত্নের এই ফুল 🥹
আল্লাহ এই নিষ্পাপ শিশুর মা-বাবারা কিভাবে এই সন্তানহারা কষ্ট সইবে😭😭😭😭

একটি শোক সংবাদ 😢কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের  চুলাশ ভূইয়া  বাড়ির মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার  একমা...
23/07/2025

একটি শোক সংবাদ 😢
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূইয়া বাড়ির মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার একমাএ পুএ মোঃ মাহতাব ভূইয়া মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনির ছাএ বিমান দূর্ঘটনায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। কিছুক্ষন আগে মাহতাব দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন ।
(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজিউন)

আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।  স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে কক্ষে চিকিৎসা নিচ্ছে সে কক্ষে উ...
22/07/2025

আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।
স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে কক্ষে চিকিৎসা নিচ্ছে সে কক্ষে উনি একমাত্র শিক্ষক। বাকী সবাই উনার ছাত্র-ছাত্রী। উনি ডাক্তারদের উদ্দেশ্যে বার বার বলতেছে, আমার বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে। আগে ওদের উন্নত চিকিৎসার ব‍্যবস্থা করুন।
যারা স্বার্থের জন্য বাচ্চাদের ক্ষতি করে ওদের জন্য স‍্যার একজন আদর্শ হতে পারে।
ওদিকে নীলফামারীর মেমের অবস্থাটা তো সকলে জানেন যে, তিনি মা"রা গেছেন।

উত্তরবঙ্গের লোকদের নিয়ে সত্যি গর্ব হচ্ছে।
💓স‍্যালুট স‍্যার আপনাদেরকে।💓

Address


Alerts

Be the first to know and let us send you an email when Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

আপডেট নিউজ

বল-টু-বল খেলার খবর,বিনোদন,রাজনীতিক সহ দেশ-বিদেশের সকল আপডেট খবর সবার আগে পেতে পেজে লাইক দিন ।