21/02/2024
                                            আপনি জদি, একজন ব্যবসায়ী (businessman) তাহলে অনলাইন মার্কেটিং এর ব্যাপারটা জেনে রাখলে আপনার প্রচুর কাজে আসবে। আপনি ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে জেনে নিজের ব্যবসা (business) কে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন।
এছাড়া, একজন ছাত্র হিসেবে এই কৌশল শিখতে পারলে নিজের জন্যে একটি দারুন ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আবার চাইলে, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কাজ করে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
সেই দিন এখন নেই যেখানে আমরা কোনো প্রোডাক্ট (product) মার্কেটিং (marketing) করার জন্য মানুষের ঘরে ঘরে বা দোকানে দোকানে যেতাম।
এগুলো মার্কেটিং এর পুরোনো নিয়ম যেগুলি আজ কাজে আসেনা বললে আমি ভুল হবোনা। এই পুরোনো মার্কেটিং এর প্রক্রিয়া গুলিতে, সময় অনেক নষ্ট হওয়ার সাথে সাথে আপনার টাকাও অনেক খরচ করতে হয়।