সজল মির্জা

  • Home
  • সজল মির্জা

সজল মির্জা আমি নির্ভীক, আমি উত্তাল, আমি ঝংকার,
আমি সৈনিক, আমি আগামীর অঙ্গীকার।
( আমি কোন রাজনৈতিক দলের তাবেদারী করিনা, আমার দল রাসুল (স) এর দল)

তবে বলা উচিত এখন
05/06/2025

তবে বলা উচিত এখন

"যখন ভা*রত সুবিধা নেয়, তখন দেশ বিক্রি হয় না, আর যুক্ত*রাষ্ট্রের কথা উঠলেই দেশ বেচা বেচা রব!"📌 ট্রানজিট দিয়ে ভা*রতের ট্রে...
01/06/2025

"যখন ভা*রত সুবিধা নেয়, তখন দেশ বিক্রি হয় না, আর যুক্ত*রাষ্ট্রের কথা উঠলেই দেশ বেচা বেচা রব!"

📌 ট্রানজিট দিয়ে ভা*রতের ট্রেন বাংলাদেশের ভেতরে চলাচল করছে—তাও বিনামূল্যে। দেশ বেচা হয় নাই!

📌 ত্রিপুরা-চট্টগ্রাম রেলসংযোগ প্রকল্পে ভা*রত পেয়েছে ফ্রি ট্রানজিট, অথচ এই রেলপথ বাংলাদেশের জন্য কৌশলগতভাবে হুমকি। তবুও দেশ বেচা হয় নাই!

📌 ফেনী নদী বাংলাদেশে, কিন্তু সেখানে ভা*রত নিয়মের বাইরে গিয়ে পানি তুলে নেয়। কেউ প্রশ্ন তোলে না। দেশ বেচা হয় নাই!

📌 তিস্তা নদী শুকিয়ে মরুভূমি বানিয়ে কৃষি ধ্বংস করা হয়েছে। ভা*রত পানি দেয় না, চীনের সঙ্গে চুক্তিও করতে দেয় না। দেশ বেচা হয় নাই!

📌 ফারাক্কার ন্যায্য হিস্যার পানি এখনো আনা গেল না।

📌 ভা*রতের চাপে বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান পর্যন্ত কিনতে পারে না। তবুও দেশ বেচা হয় নাই!

📌 চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহারের নামে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার চক্রান্ত, যা ছিল দেশের নিরাপত্তার জন্য ভয়ংকর—তবুও দেশ বেচা হয় নাই!

📌 রোহিঙ্গারা ৮ বছর ধরে দেশে। মিয়া*নমারের মর্টার, হেলিকপ্টার সীমান্ত লঙ্ঘন করেছে। কেউ জবাব দিতে পারেনি। কোনো সরকার তাদের ফেরত পাঠাতে পারেনি। তাও দেশ বেচা হয় নাই!

👉 আজ যখন বিকল্প পথে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিদেশি সহায়তা আনার চেষ্টা করা হচ্ছে, তখন শুরু হয়ে গেছে নতুন স্লোগান—“দেশ আমে*রিকার কাছে বিক্রি হয়ে গেছে”!

❓ প্রশ্ন হলো— রোহিঙ্গাদের কি ড. মুহাম্মদ ইউনুস এনেছিলেন?

আমর জানা মতে রোহি*ঙ্গাদের খাওয়া, চিকিৎসা, শিক্ষা এর বড় অংশই হচ্ছে ইউএসএর সহায়তায় । তাহলে সেই অনুদান বাতিল করে ভারতকে বলুন সহায়তা দিতে!
---
✍️ জাতীয় স্বার্থের নামে যদি একচোখা নীতি চলে, তাহলে সেটা কোনোদিনও দেশপ্রেম নয়—বরং সেটা হয় ভয়ংকর চাটুকারিতা ও আত্মঘাতী নির্লজ্জতা।(মোহাম্মদ সুলাইমান ভাই)

ভারতের ভাতারের খবর নাই , বাংলাদেশ নিয়া টানাটানি 😁😁😁😁
30/05/2025

ভারতের ভাতারের খবর নাই , বাংলাদেশ নিয়া টানাটানি 😁😁😁😁

তারা ক্ষমতায় যাওয়ার আগেই এমন,  গেলে যে কি করবে🤐🤐🤐
30/05/2025

তারা ক্ষমতায় যাওয়ার আগেই এমন, গেলে যে কি করবে🤐🤐🤐

এ আর নতুন কি?  গত ১৬ বছরের ছাত্রলীগ এই আর কি।
30/05/2025

এ আর নতুন কি? গত ১৬ বছরের ছাত্রলীগ এই আর কি।

এদের মত মানুষের জন্যই দেশের অবস্থা তলানীতে।  যোগ্যতার বালাই ছাড়াই অনেক অযোগ্য বসে আছে গুরুত্বপূর্ণ পদে
30/05/2025

এদের মত মানুষের জন্যই দেশের অবস্থা তলানীতে। যোগ্যতার বালাই ছাড়াই অনেক অযোগ্য বসে আছে গুরুত্বপূর্ণ পদে

এ কেমন প্রেম🤐😕
30/05/2025

এ কেমন প্রেম🤐😕

28/05/2025

খিলগাঁও শাহজাহানপুরের মরমী কবি মির্জা আব্বাস বলেছেন, এদেশে স্টারলিংক আনা হয়েছে আরাকান আর্মির জন্য।

দারুন কথা।

দিন দিন মির্জা আব্বাসের কথার ভক্ত হয়ে যাচ্ছি। মির্জা গালিবের পর উনিই টানা মুগ্ধ করে যাচ্ছেন।

যে কোনো মূহুর্তে নিজেকে 'আব্বাসিয়ান' দাবী করে বসতে পারি...
©Isteaque Ahmed

28/05/2025

একটি বাংলাদেশ একটি বিপ্লব জুলাই , একটি বিপ্লবগাথা। কিন্তু সেই বিপ্লবে না থেকেও কত জনের মাষ্টাএমাইন্ড হিসেবে ক্রেডিট নেয়ার ধান্দা। আহারে নেতা , ছিড়া খ্যাতা ।

আবরার ফাইয়াজের মন্তব্যের কারণে আবরার ফাহাদকে হত্যা জায়েজ হয়ে যায় শাহবাগী বামদের কাছে। শাহবাগীরা ফ্যাসিজমের পথ সুগম করেছি...
28/05/2025

আবরার ফাইয়াজের মন্তব্যের কারণে আবরার ফাহাদকে হত্যা জায়েজ হয়ে যায় শাহবাগী বামদের কাছে। শাহবাগীরা ফ্যাসিজমের পথ সুগম করেছিলো, আবরার ফাহাদকে হত্যার পরিবেশ তৈরি করেছিলো বুয়েটে। এদের মধ্যে কোন অনুতাপ তো নেই ই। বরং এদেরকে বিচারের আওতায় না আনলে এরা এই কাজ বার বার করবে।

ডা. তাসনিম জারার ট্রাকে করে চট্টগ্রাম যাওয়ার ভিডিও আমাকে গতকাল থেকেই ভাবাচ্ছে। এই তাসনিম জারাকে নিয়ে বিভিন্ন দলের নেতাকর...
28/05/2025

ডা. তাসনিম জারার ট্রাকে করে চট্টগ্রাম যাওয়ার ভিডিও আমাকে গতকাল থেকেই ভাবাচ্ছে। এই তাসনিম জারাকে নিয়ে বিভিন্ন দলের নেতাকর্মী, বট এবং প্রোপাগাণ্ডা পেইজ গুলা এহেন নোংরা কনটেন্ট নাই যে বানায় নাই, এহেন অশ্লীল এবং অসম্মানজনক কমেন্ট নাই যে করে নাই। কিন্তু জারা আসলে কি ডিজার্ভ করেন? একটু ভাবি!

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে (MBBS) ডিগ্রি অর্জন করে পড়তে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (MSc) অর্জন করেন, যেখানে তিনি ডিস্টিংকশনসহ উত্তীর্ণ হন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (RCOG) থেকে জারা DRCOG ডিগ্রি অর্জন করেন, যা প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যায় বিশেষজ্ঞদের জন্য প্রদান করা হয়। এরপর যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে MRCP (Member of the Royal College of Physicians) ডিগ্রি অর্জন করেন, যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির অ্যাসোসিয়েট ফেলো (AFHEA) হিসেবে স্বীকৃতি লাভ করেন।

ডা. তাসনিম জারা বর্তমানে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত। এছাড়াও, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে ৫ম এবং ৬ষ্ট বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ান, প্রশিক্ষন দেন।

আমরা জারাকে তার ইউটিউব আর ফেইসবুকের ভিডিগুলা থেকে বেশি চিনেছি। খুবই সহজ সরল সাবলীল বাংলায় জারা অনেক কনটেন্ট বানিয়েছেন, যেগুলো বাংলাদেশের শিক্ষিত, সল্পশিক্ষিত সবধরনের মানুষ কানেক্ট করতে পারে। এছাড়া উনি "সহায় হেলথ" নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের কো ফাউন্ডার, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কোভিড আউটব্রেকের শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে সময়োপযোগী পরামর্শ দিয়ে এসেছেন জারা। ২০২১ এর ২ জুন জি-৭ গ্লোবাল ভ্যাক্সিন কনফিডেন্স সামিটে তাকে ‘ভ্যাক্সিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বৃটিশ সরকার।

জারা যখন রাজনীতিতে আসলেন তখন দেশে একটা হাইপ চলতেছিল, সবাই তখন একটা করে রাজনৈতিক দল খুলে বসবে এমন একটা উত্তেজনা! এক জুলাই গিয়ে আরেক জুলাই আসার আগেই অধিকাংশ মানুষই সেই "আই হেইট পলিটিক্স" মেন্টালিটিতে ফেরত চলে গেছে। স্বাভাবিক। রাজনীতি সবার জন্য না।

জারা কিন্তু এখনো লেগে আছেন। তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন। এই পদটি দলের শীর্ষ নির্বাহী পদগুলোর একটি, যা তিনি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে পালন করছেন। এনসিপি গঠনের পূর্বে তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলটির আনুষ্ঠানিক যাত্রার পর তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নিযুক্ত হন।

২০২৫ এর মার্চ মাসে তাসনিম জারা দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটি ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে, সবাই আমরা হাসাহাসি করছিলাম। বলছিলাম, এদের কি দলের গ্রুপ চ্যাট নাই! কিন্তু এই স্ট্যাটাস নিজ দলের মানুষের রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে ব্যক্তি পর্যায়ে জারার জোরালো অবস্থান।

একবার আবার ভাবেন। ঢাকা মেডিকেল কলেজ, দেশের সবচেয়ে মেধাবীরা যেখানে চান্স পায় বলে আমরা জানি। অক্সফোর্ড, বিশ্বের সবচেয়ে মেধাবীরা যেখানে চান্স পায় বলে আমরা মানি। সেই ব্যাকগ্রাউন্ডের মেয়ে এই তাসনিম জারা। আজকে এনসিপির অন্যতম প্রভাবশালী ও নীতিনির্ধারক নেত্রী। বিদেশে পড়াশোনা করে যে দেশে ফিরে আসছে মানুষের জন্য কাজ করবে বলে।

জারা আসলে এখন পর্যন্ত অনেক কিছু অর্জন করছেন। ইউকেতে জারার খুবই গোছানো একটা জীবন ছিল। এমন জীবন আমাদের দেশের পলিটিকাল নেতারা কালো টাকা দিয়ে বানানোর চেষ্টা করে আসছে সারাজীবন। কিন্তু জারা বাংলাদেশে ফেরত আসছেন, দেশের মানুষকে কাছে আসছেন। আমি চাই তিনি যেন সফল হন। তার ভিশন সফল হোক। আমি চাই আমার জীবদ্দশায় যেন আমাকে দেখতে না হয় এই তাসনিম জারা দুর্নীতিবাজ হয়ে উঠছে, ফ্যাসিস্ট হয়ে উঠছে।

ডা. তাসনিম জারা, আপনার নামে এই সত্য প্রশংসাটুকু করে আমার হালকা লাগতেছে! আপনি অনেক সম্মান এবং ভালোবাসা ডিজারভ করেন।

এই শতভাগ যৌক্তিক আইনের বিরুদ্ধে যারা সমাবেশ, বিক্ষোভ করছে তাদের এখনি বরখাস্ত করা উচিত।
28/05/2025

এই শতভাগ যৌক্তিক আইনের বিরুদ্ধে যারা সমাবেশ, বিক্ষোভ করছে তাদের এখনি বরখাস্ত করা উচিত।

Address


Telephone

+6584307384

Website

Alerts

Be the first to know and let us send you an email when সজল মির্জা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সজল মির্জা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share