DailyMohasthan

  • Home
  • DailyMohasthan

DailyMohasthan অনলাইন সংবাদ মাধ্যম

15/10/2022

বগুড়া শেখেরকোলায় চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা'র নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের পর পর ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ মৃধার মুক্তির দাবীতে শুক্রবার বাদ জুম্মা বোর্ডের বাজারে বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়। শেখেরকোল ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মীর্জা হাকিমের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য নতুন সরকার, তাজুল ইসলাম, হাফিজার রহমান, এমদাদুল হক, আলহাজ্ব বাদশা মিয়া, বাদল মিয়া, মোবারক হোসেন, সনি বেগম, রুজিনা বেগম, লাভলী বেগম, সাবেক ইউপি সদস্য প্রভাষক ফেরদৌস আলম। এনামুল হক নাসিম, ছামছুল আলম, রাশেদুজ্জামান রশিদ, রেজাউল করিম পাইকার, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হাসান জুয়েল, এনামুল হক, আঃ কুদ্দুস, সহ ইউনিয়নের গন্য মান্য ব্যক্তি বর্গ। সভাপতির বক্ত্যে মীর্জা হাকিম বলেন, চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ছিলেন একজন ভাল মানুষ। তিনি সর্বদায় ইউনিয়নের ও গরীব দঃখীদের কিভাবে উন্নয়ন করা যাবে সে চিন্তাই তিনি করতেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আশা করছি তিনি উচ্চ আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে এসে পুনরায় ইউনিয়নের জনগনের সেবা করবেন। তিনি কখনও এ হত্যা মামলার সাথে জড়িত নয় বলে আমি আশা করি। দুলাল হোসেনর পরিচালনায় অন্যান্য বক্তারা বলেন, ষড়যন্ত্র ও মিথ্যা মামলার শিকার মাত্র ।

বগুড়ায় আবারো যমুনা রিসোর্টে পুলিশের অভিযানে আটক ৭স্টাফ রিপোর্টার বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আজ রোববার (৯ অক্টোব...
09/10/2022

বগুড়ায় আবারো যমুনা রিসোর্টে পুলিশের অভিযানে আটক ৭

স্টাফ রিপোর্টার
বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আজ রোববার (৯ অক্টোবর) দুপুরে শহরের ঝোপগাড়ির যমুনা রিসোর্টে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়।
জানা গেছে, শহরের ঝোপগাড়ি একটি বাসা মোটা অংকের টাকায় ভাড়া নিয়ে মনির নামের এক ব্যক্তি মিডিয়াকর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের নামে দেহব্যবসা চালিয়ে আসছেন। রোববার (৯ অক্টোবর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর নেতৃতে এক অভিযান চালিয়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ জনকে আটক করে। অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় হোটেলটির বিভিন্ন আসবাবপত্র ভেঙে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ হোটেলের মূল দরজায় তালা দিয়ে বন্ধ করে দেয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মনির সাংবাদিক পরিচয় দিয়ে এখানে দেহব্যবসা করছে। এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এবং এলাকার মান-সম্মান ধুলোয় মিশে দিয়েছে। এই হোটেলটি বন্ধের জন্য আমরা বগুড়া জেলা পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, গত শনিবার (১ অক্টোবর) যমুনা রিসোর্টে একই অভিযোগে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন নারী এবং বাকি ৪ জন পুরুষ। তবে আটককৃতরা সবাই বগুড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া ডিবির অভিযানে চাঞ্চল্যকর জাকির হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত  চাকুসহ হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রে...
08/10/2022

বগুড়া ডিবির অভিযানে চাঞ্চল্যকর জাকির হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতার

বাদীনি মোছাঃ মমতাজ বেগম (৪১) বগুড়া শাজাহানপুর থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন যে, তার স্বামী জাকির হোসেন (৪৫), পিতা-মৃত আনোয়ারুল হোসেন জোমাদ্দার, স্থায়ী সাং সাচিয়াখালি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া জনৈক অবঃপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়া গত ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী হইতে ল্যান্স কর্পোরাল পদ হইতে অবসর গ্রহণ করিয়া শাজাহানপুর থানাধীন ফুলতলা মোড়ে জাকির চা স্টল নামীয় একটি চা-বিড়ির দোকান পরিচালনা করিত। তার স্বামী প্রতিদিন তার ভাড়াবাসা হইতে উক্ত দোকানে যাওয়া আসা করিত। প্রতিদিনের ন্যায় ইং ০৭/১০/২০২২ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় তার ভাড়া বাসা হইতে ফুলতলা মোড়ে চায়ের দোকানে যায় এবং দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় দুপুরের খাবার খাইয়া পুনরায় আবার দোকানে যায়। দোকানদারি করার একপর্যায়ে নেকটার জামে মসজিদে জুমআর নামাজ আদায় করিয়া আবার দোকানে গিয়া দোকানদারী করিতে থাকে। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় বাদীনির স্বামীর সহিত সর্বশেষ ডিজিষ্ট মোবাইল নাম্বার ০১৬৭৩-০০০৭৮৫ হইতে তাহার মোবাইল নাম্বার ০১৬২৭-২৭২৭২৬ তে কথা বলি। একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় বাদীনির স্বামীর মোবাইলে ফোন করিলে নাম্বার বন্ধ পায়। পরবর্তীতে মোছাঃ খালেদা আক্তার (৩৫), স্বামী-মোঃ বিদায়াত হোসেন, সাং-ফুলতলা আদর্শপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া বাদীনির বাসায় আসিয়া সংবাদ দেয় যে, তার স্বামী ছুরিকাঘাতে গুরুত্তর জখমপ্রাপ্ত হইয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় মারা গিয়াছে।

এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু হইলে তাৎক্ষণিক বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ, এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম ও শাজাহানপুর থানার পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ০৭/১০/২০২২ খ্রিঃ রাত্রী অনুমান ২১.৩০ ঘটিকা হইতে বিভিন্ন সময়ে বগুড়া জেলার সদর ও শাজাহানপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর জাকির হোসেন (অবসর প্রাপ্ত সেনা সদস্য) ব্যবহৃত ০১(এক) টি চাকুসহ হত্যাকান্ডে অংশগ্রহনকারী ০২(দুই) জন আসামী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

১। মোঃ আশরাফুল ইসলাম ওরফে আশা (২৪), পিতা মৃত মিলন
২। মোঃ মোস্তফা কামাল ওরফে কমল (২৫), পিতা মোঃ শহিদুল ইসলাম খোকন, উভয় সাং কৈগাড়ী পূর্বপাড়া, থানা শাজাহানপুর, জেলা বগুড়া।

উদ্ধারকৃত আলামতঃ

১। একটি চাকু (যা হত্যাকান্ডে ব্যবহৃত)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তাহারা সহ অনান্য পলাতক আসামীগণ যোগসাজসে দীর্ঘদিন যাবত তাহাদের সাথে জড়িত মেয়ে সদস্যদের দ্বারা সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যাক্তিদের টার্গেট করে তাদের সাথে বিভিন্ন বাহানায় সখ্যতা গড়ে তুলতো। অতঃপর কৌশলে বিভিন্ন মিথ্যা অজুহাতে তাদের সঙ্গীয় মেয়ে সদস্যদের দ্বারা ভূক্তভোগিদের আসামীদের ভাড়া বাসায় ডেকে নিত। অতঃপর ভূক্তভোগিদের কৌশলে তাদের সঙ্গীয় মেয়েরা ঘরে প্রবেশ করিয়ে মোবাইলে মিসড কল/টেক্সট দিলে অনান্য আসামীগণ আকস্মিক ভাবে ঘরে ঢুকে পরতো এবং ব্লাকমেইল পূর্বক টাকা আদায় করে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে ভয়ভিতী প্রদর্শন করে ছেড়ে দিত। ঠিক একইভাবে ঘটনার দিন ভিকটিম জাকির হোসেন (৪৫) কে টার্গেট করে উল্লেখিত আসামীরা তাহাদের পলাতক নারী সদস্য আখি (ছদ্মনাম) ও সালমা (ছদ্মনাম) দের মাধ্যমে কৌশলে শাজাহানপুর থানাধীন কৈগাড়ীস্থ জবান স্কুলের পাশের একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে রুমের ভিতর ঢোকানোর পরে কৌশলে অনান্য সহযোগি আসামীদের মিসড কল দেয়। ভিতর থেকে সিগনাল পাওয়ার পর গ্রেফতারকৃত আসামীরা তাদের সহযোগি পলাতক আসামীসহ ঘরে প্রবেশ করে। অতঃপর ডিজিষ্ট জাকির হোসেন অসামাজিক কার্যকলাপ করছে মর্মে হুমকি দিতে শুরু করে এবং ডিজিষ্ট জাকির হোসেন এর নিকট হতে নগদ ২,৩০০/-(দুই হাজার তিনশত) টাকা ও বিকাশের মাধ্যমে ১০,০০০/-(দশ হাজার) টাকা গ্রহন করে। ভিকটিম জাকির হোসেনকে ঘরের বাইরে নিয়ে আসার পর সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ওরফে আশা (২৪) ভিকটিমকে ধাওয়া করে পিছন থেকে ছুড়িকাঘাত করে। ভিকটিম জাকির হোসেন আহত অবস্থায় দৌড়ে সড়কে চলে আসলে আসামীরা পালিয়ে যায় বলে জানায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত ঘটনায় তারা সহ এই চক্রের সর্বমোট ০৮ জন সদস্য সরাসরি অংশগ্রহন করে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

প্রকাশ থাকে যে, ধৃত আসামী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আশা এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি অস্ত্র আইনে মামলা রহিয়াছে।

03/10/2022

বগুড়া রায়নগরে কৃষক মতবিনিময় ও আলোচনা সভা

সোমবার বিকালে বগুড়া শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়ন পরিষদ হল রুমে কৃষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষক ডাঃ হালিম এর সভাপতিত্বে ও বগুড়া অঞ্চলের কৃষক প্রতিনিধি আজমল হোসেনের সার্বিক ব্যবস্থপনায় উক্ত কৃষক
মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ পরিচালক আলু বীজ বগুড়ার শফিউল আলম, এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, আব্দুর রাজ্জাক, ওসমান গণি, অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, কৃষক বেলাল হোসেন, আব্দুল হামিদ, আফজাল হোসেন, ছাইফুল ইসলাম, মুকুল মিয়া, ইদ্রিস আলী, রেজাউল করিম, আতাউর রহমান, জমশের আলী, আনিছার রহমান, আবদুল মান্নান, মতিয়ার রহমান, আবদুল মজিদ, চান মিয়া, জহুরুল ইসলাম, মোস্তাফিজার রহমান, বিল্লাল, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, মোকলেছুর রহমান, আইনুর, আল আমিন, জাহিদুল ইসলাম, মোস্তফা, আরিফুল ইসলাম, বাকী বিল্লা, রোহানুল হক, মুন্টু মিয়া প্রমূখ।

বগুড়া অঞ্চলের কৃষক প্রতিনিধি আজমল হোসেন বলেন সান শাইন ও সেভেন জাত আলুর বীজ রোপন করলে ভাল ফলন হয় এবং এ আলুগুলি বিদেশেও রপ্তানী করা যায়। এজন্য তিনি কৃষকদের বলেন যত্ন সহকারে ভাল বীজ রোপন করলে অধিক ফলন পাওয়া যাবে, এতে লাভবান হওয়া যায়। তাই সকল কৃষকদেরকে সানসাইন ও সেভেন জাতের আলুর বীজ রোপন করে ভাল ফসল উৎপাদন করার পরামর্শ দেন।

-----
নুরনবী রহমান সংবাদ কর্মী বগুড়া।
০১৭১১৭১৭০১৫
তাং- ০৩/১০/২০২২ইং

বগুড়ার শিবগঞ্জ থানার শহীদুল হত্যা মামলার আসামীকে গ্রেফতার করল সিআইডি।----------------সূত্রঃ-বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং...
02/10/2022

বগুড়ার শিবগঞ্জ থানার শহীদুল হত্যা মামলার আসামীকে গ্রেফতার করল সিআইডি।
----------------

সূত্রঃ-বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং-৫৭, তারিখ-২৬/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ।
বগুড়া শিবগঞ্জ থানার চাঞ্চল্যকর শহিদুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বেলাল হোসেন (৬০), পিতা- মৃত- ইসহাক প্রাং, সাং-মল্লিকপুর, থানা-শিবগঞ্জ, জেলা- বগুড়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বগুড়া ।
পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে সিআইডির একটি চৌকস টিম অদ্য ০২/১০/২০২২ খ্রিঃ দুপুর অনুমান ১৫.৩৫ ঘটিকার সময় কিচক বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। গত ২৪/০২/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম শহিদুলকে আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস কিচক বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে সাধারণ সম্পাদক পদ হতে পদত্যাগ করতে বললে ভিকটিম শহিদুল রাজি না হওয়ায় গ্রেফতারকৃত আসামীসহ অপরাপর আসামীগণ ধারালো চাকু দিয়ে ভিকটিম শহিদুলকে পেটে আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে । জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শিবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস  পালিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখ...
02/10/2022

শিবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম গোলাম সারওয়ার জাহান, মাধ্যমিক কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমুখ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত!!বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত এবং ১৩ জন আহত হয়...
29/09/2022

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত!!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা গেছে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে কাথম-কালিগঞ্জ সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ যাত্রী আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল ৫টার দিকে দুইজন মারা যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।।

27/09/2022

মিথ্যা মামলা, হয়রানী ও জমি জবর দখলের হুমকি থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন

মঙ্গলবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে মিথ্যা মামলা, হয়রানী ও জমি জবর দখলের হুমকি থেকে বাঁচার জন্য বগুড়ার বৃন্দাবন পাড়ার একটি পরিবারে সদস্যরা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বগুড়া পৌর সভার ২ নং ওয়ার্ডের বৃন্দাবন উত্তর পাড়ার মৃত মতিউর রহমানের পুত্র জাকির হোসেন বলেন , আমরা পরিবারের ভাই বোন, মা ও সন্তানাদি নিয়ে আমাদের পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে শান্তি পূর্ণভাবে বসবাস করে আসিতেছি। আমাদের বাড়ির পাশের খুরশেদ আলমের স্ত্রী আইরিন মোস্তারী ক্যামেলী আমাদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করত। তাদের বাড়ীর সামনে যে জায়গা ছিল তা তারা অনেক দিন পূর্বে বিক্রি করেছে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়াই জাযগাটি আমাদের প্রয়োজন হয়, তাই আমাদের জায়গায় আমরা প্রাচির দিয়েছি। তখনও তারা আমাদেরকে বলেনি যে, আমাদের রাস্তার প্রয়োজন? আমার বাবা বেঁচে থাকার সময়ও তারা আমাদের জাযগা জবর দখল করার জন্য সন্ত্রাসী ভাড়া করে আমার বাবাকে মারপিট করে তার চোখ নষ্ট করে দেয়। তারা নাকি বলে বেড়াচ্ছে আমার বাবা নাকি তাদেরকে রাস্তার জায়গা দিতে চেয়েছিল। এটা ডাহা মিথ্যা কথা। ক্যামেলির স্বামী এলকার বিভিন্ন লোকজনের কাছে থেকে ধার দেনা করে এলাকা থেকে পালিয়ে যেয়ে গা ঢাকা দিয়ে আছে, তার নামেও থানায় অনেক মামলা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ক্যামেলির জামায় আমিনুর এলাকার একজন আদম বেপারী নামে পরিচিত। তার কালো টাকার গড়মে এলাকাবাসী অতিষ্ট। জাকর হোসেন বলেন আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মিথ্যা মামলা, আমাদের জমি জবর দখল ও হযরানী করার জন্য ২৭/৯/২২ ইং তারিখে বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় আমাদের নামে সাংবাদিকদেরকে দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তাই উক্ত সংবাদের জোর প্রতিবাদ করছি আর সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানাচ্ছি।

24/09/2022

বাঘোপাড়া বন্দরে চাঁদার দাবিতে ফল ব্যবসায়ীকে মারপিট , দোকান ভাংচুর,অর্থ লুট, আহত ২, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

সদরে বাঘোপাড়া বন্দরে ফল ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ সন্ত্রাসী চাঁদার দাবিতে হামলা চালিয়ে দোকান ভাংচুর, মারপিট,নগদ ৩৪ হাজার টাকা লুট ও দোকানের মালামাল বিনষ্টের আহত ২ জন হাসপাতালে ভর্তি খবর পাওয়া গেছে।

বগুড়া সদর উপজেলা গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বন্দরে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী সুত্রে জানা যায় বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) রাত ৮ টায় বাঘোপাড়া বন্দরে বিশ্বরোড সংলগ্ন ফলের দোকানে, একই এলাকার বাদশা মিয়ার পুত্র সিরাজুল ইসলাম ও তার বোন জামাই নুনগোলা ইউনিয়নের আশোকোলা পূর্বপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ ৫/৬ জন সংঘবদ্ধ ভাবে হামলা চালায়।
এসময় দোকান মালিক ময়ন উদ্দিনের পুত্র রেজাউল করিম (৪০) কে বেধড়ক মারপিট করে দোকান ভাংচুর ও দোকানের সকল ফল রাস্তায় পেলে দিয়ে, ক্যাশে থাকা ফল বেচা নগদ ৩৪ হাজার টাকা লুট করে নেয়।

এক পর্যায়ে রেজাউল করিমের ডাক চিৎকারে একই এলাকার মৃত নবীর উদ্দিনের পুত্র আজিজুল আগাইয়া আসিলে তাকেও
চাকু মেরে মাথায় আঘাত করে তার কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এবিষয়ে রেজাউল করিম, বাঘোপাড়া বন্দরে বিশিষ্ট
সমাজ সেবিকা রুপসা পাটোয়ারীকে জানালে , রুপসা পাটোয়ারী তাত্ক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে, অল্প সময়ের ব্যবধানে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। সদর থানার এস আই উসমান জানান, আমরা রূপসা পাটোয়ারীর ফোন পেয়ে এসেছে। ঘটনাস্থলে এসে আমরা দেখি তার মাথায় রক্তাক্ত আঘাত রয়েছে। ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।

এবিষয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের।

---.
নুরনবী রহমান সংবাদ কর্মী বগুড়া।
০১৭১১৭১৭০১৫
তাং- ২৪/০৯/২০২২ইং

বগুড়ায় বছরজুড়ে ফুলকপি চাষ ফুলকপিকে শীতকালীন সবজি হিসেবেই সবাই জানে। কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে সেই ফুলক...
17/09/2022

বগুড়ায় বছরজুড়ে ফুলকপি চাষ

ফুলকপিকে শীতকালীন সবজি হিসেবেই সবাই জানে। কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে সেই ফুলকপি চাষ করা হচ্ছে বছরজুড়ে। একই জমিতেই বছরে অন্তত চারবার কপি চাষ করছেন সেখানকার কৃষকরা। অসময়ে কপি চাষ করে ভালো টাকায় তা বিক্রি করছেন বাজারে। ভরা মৌসুমে (শীতকালে) বাজারে ফুলকপির যে দাম পাওয়া যায় তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি দাম তাঁরা পাচ্ছেন অসময়ে কপি চাষ করে।

শিবগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার মোকামতলা, দেউলী ও সদর ইউনিয়নের জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করা হয়। এই তিন ইউনিয়নের মধ্যে রথবাড়ী, উথলী, নারায়ণপুর, গুজিয়া, মেদিনীপাড়া, দেবীপুর, সাদুল্যাপুর, গরিবপুর ও চৌকিরঘাট এলাকায় আগাম জাতের ফুলকপির চাষ হয়েছে সবচেয়ে বেশি। এখনো উপজেলার প্রায় ২০ হেক্টর জমিতে রয়েছে আগাম জাতের ফুলকপি। শীতে ফুলকপির ভরা মৌসুম শুরুর আগেই এসব কপি বাজারে বিক্রি হবে।

কৃষি বিভাগের তথ্যের সূত্র ধরে শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্যাপুর, উথলী ও মেদিনীপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বিঘার পর বিঘা জমিতে কৃষকরা লাগিয়েছেন আগাম জাতের ফুলকপি।

কৃষকরা জানান, মেদিনীপাড়ার কৃষক মাহফুজার রহমান সবচেয়ে বেশি কপি চাষ করেছেন। তাঁর এক জমির কপি বিক্রি শেষ হলে অন্য জমির কপি কাটার উপযোগী হয়। আগের কাটা জমিতে তিনি আবার কপি লাগান। এভাবে ১২ মাসই ফুলকপি চাষ করেন মাহফুজার।

তাঁদের কথার সত্যতা মিলল জমিতে গিয়ে। পাশাপাশি চার খণ্ড জমি রয়েছে মাহফুজারের। তার মধ্যে একটির কপি কাটা শেষ হয়েছে। ৩৬ শতক জমিতে এখন কাটার উপযোগী কপি রয়েছে। পাশেই একটি জমি কপি চাষের (নতুন চারা লাগানোর) জন্য প্রস্তুত করেছেন। আর একটি জমির কপির ফুল আসার উপযোগী হয়েছে।

মাহফুজার রহমান বলেন, এক বিঘা জমিতে চারা লাগানো, হালচাষ, সার প্রয়োগ, শ্রমিক ও কীটনাশক ছিটানোর জন্য গড়ে খরচ পড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা। আগাম জাতের কপিতে ছত্রাকের আক্রমণ বেশি হয় বলে কীটনাশক দিতে হয়। এক বিঘা জমি থেকে অন্তত ৪০ মণ কপি পাওয়া যায়। কারণ আগাম জাতের কপির আকৃতি কিছুটা ছোট হয়। তবে বাজারে দাম ভালো পাওয়া যায় অসময়ের এই কপিতে।

তিনি বলেন, এখন বাজারে পাইকারি হিসেবে তিনি প্রতি মণ কপি তিন হাজার ৭০০ টাকা থেকে তিন হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। শীতের মৌসুমে এই কপিই বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকা মণ। যদিও সে সময় ফলন ভালো হয়, কিন্তু বাজারে যে দাম তাতে কোনো লাভই থাকে না মৌসুমি কপি চাষে।

একই কথা জানালেন পাশের জমির কপি চাষি আব্দুর রহিম ও সুজন মিয়া। তাঁরা জানান, আগাম জাতের এই কপি কেনার জন্য পাইকাররাই জমিতে ছুটে যান। ফলে হাটে নিয়ে বিক্রির ঝামেলাও তাঁদের নেই।
বগুড়ার পাইকারি কাঁচামালের আড়ত খ্যাত রাজা বাজারের আরজু ভাণ্ডারের স্বত্বাধিকারী আব্দুল হামিদ জানান, তাঁর আড়তে এখন পাইকারি হিসাবেই ১০০ টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when DailyMohasthan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DailyMohasthan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

About Daily Mohasthan

Its a online news portal.

সম্পাদক ও প্রকাশক নুূরনবী রহমান ০১৭১১-৭১৭০১৫-০১৬১১-৭১৭০১৬ যোগাযোগ ঠিকানা সংগীত টেলিকম মাজার রোড মহাস্থান শিবগঞ্জ বগুড়া।