আমাদের প্রানের শহর টাংগাইল

আমাদের প্রানের শহর টাংগাইল Tangail Always Great & Wonderful City...😍

08/10/2025

টাঙ্গাইলের সাধারন মানুষ বলতে আর কেউ নাই!

কেও অমুক ভাইয়ের ডান হাত,কেও কেক বিক্রেতা,কেও কাপল ব্লগার,আবার কেও গাঞ্জা-বাবার ডিলার!

টাঙ্গাইল সদর উপজেলায়  বেবি স্ট্যান্ড টু তোরাপগন্জ রোড   চাড়াবাড়ি এস ডি এস ব্রীজ পশ্চিম পাশে ভেঙ্গে গেছে রাত্রি ১১ টার দি...
08/10/2025

টাঙ্গাইল সদর উপজেলায় বেবি স্ট্যান্ড টু তোরাপগন্জ রোড চাড়াবাড়ি এস ডি এস ব্রীজ পশ্চিম পাশে ভেঙ্গে গেছে রাত্রি ১১ টার দিকে যোগাযোগ বিচ্ছিন্ন তারিখ ৭ । ১০ । ২০২৫

27/09/2025
আপনার পকেটের হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) অর্থাৎ ...
18/09/2025

আপনার পকেটের হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১ হাজার টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১৮৯০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আজকে আপনাকে ১৮৯ টি ১ হাজার টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১ হাজার টাকার মান এখন কত।

২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷১৮৯= ১৩৭
আপনার ২০০৮ সালের ১ হাজার টাকার নোট টির আজকের মূল্য ১৩৭ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন।
কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না। ...

।✅টাকা দিয়ে গোল্ড কিনাই শ্রেয়✅।।

আজকাল আমাদের টাংগাইলে কোর্ট এরিয়াতে BMW গাড়ি তে গামছা, লুংগি ঝুলিয়ে বিক্রি করে.. 😝😝😝
10/09/2025

আজকাল আমাদের টাংগাইলে কোর্ট এরিয়াতে BMW গাড়ি তে গামছা, লুংগি ঝুলিয়ে বিক্রি করে.. 😝😝😝

10/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সুসজ্জিত নমুনা, আপনাদের মাঝে তুলে ধরলামআমাদের প্রানের শহর টাংগাইল
06/09/2025

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সুসজ্জিত নমুনা, আপনাদের মাঝে তুলে ধরলাম
আমাদের প্রানের শহর টাংগাইল

২৪ ঘন্টা পার হওয়ার আগেই টাংগাইল ক্যাপসুল মার্কেটের ৪পাশে  দখলের প্রস্তুতি চলছে ....
04/09/2025

২৪ ঘন্টা পার হওয়ার আগেই টাংগাইল ক্যাপসুল মার্কেটের ৪পাশে দখলের প্রস্তুতি চলছে ....

টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট দ"""খ"""ল মুক্ত করা হচ্ছে।
03/09/2025

টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট দ"""খ"""ল মুক্ত করা হচ্ছে।

টাংগাইলের শহরের মদের ঘরের মোড়💥শহরের বুকে প্রতিটি রাস্তার মোড়েরই একটা নিজস্ব গল্প থাকে। কিছু গল্প সময়ের সাথে ফিকে হয়ে যায়...
31/08/2025

টাংগাইলের শহরের মদের ঘরের মোড়💥

শহরের বুকে প্রতিটি রাস্তার মোড়েরই একটা নিজস্ব গল্প থাকে। কিছু গল্প সময়ের সাথে ফিকে হয়ে যায়, আর কিছু নামফলকের মতো রয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম। টাঙ্গাইল শহরের মেইন রোড আর আমঘাট সড়কের সংযোগস্থলের মোড়টিও তেমনই এক জীবন্ত ইতিহাস। আজকের দিনে যারা এই মোড় দিয়ে যান, তাদের অনেকেই হয়তো জানেন না, কেন রিকশা বা অটোচালকেরা অবলীলায় এটিকে "মদের ঘরের মোড়" বলে ডেকে ওঠেন। সেখানে আজ কোনো মদের দোকান নেই, নেই কোনো পানশালার চিহ্ন। তবু নামটি রয়ে গেছে।

এই নামের পেছনে লুকিয়ে আছে প্রায় এক শতাব্দীর পুরনো এক অধ্যায়। সময়টা বিশ শতকের ত্রিশের দশক। দেশভাগের আঁচ তখনও লাগেনি, ব্রিটিশ শাসন চলছে পুরোদমে। ঠিক তখনই মেইন রোড থেকে আমঘাটের দিকে সামান্য পশ্চিমে বসন্ত পাল গড়ে তুলেছিলেন তাঁর দেশি মদের দোকান। সেই দোকানই এই মোড়টিকে তার চিরস্থায়ী পরিচয় দিয়ে গেছে।
স্বাধীনতার পর বসন্ত পালের সেই ঠেক বন্ধ হয়ে যায়। অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, দোকানের চিহ্নটুকুও আজ আর নেই। কিন্তু রয়ে গেছে নামটি, যেন একগুঁয়ে কোনো স্মৃতির মতো মানুষের মুখে মুখে বেঁচে আছে।

কিন্তু কারা আসত বসন্ত পালের সেই দোকানে? সেই ইতিহাস জানতে হলে ফিরে তাকাতে হবে আরও গভীরে। দোকানের বেশিরভাগ খদ্দের ছিলেন শহরের মেথরপট্টির দলিত সম্প্রদায়ের মানুষেরা—মেথর, ডোম, ঝাড়ুদার। শহরের ধুলোবালি, আবর্জনা, নর্দমার ক্লেদ—সবকিছু যাদের শ্রমে ও ঘামে পরিচ্ছন্ন থাকত, দিনের শেষে তারাই এসে বসত এখানে। তাদের জন্যই দোকানের পাশে ছিল টিনের চালার নিচে বাঁশের বেড়ার এক আলাদা ঘর। সমাজের চোখে অস্পৃশ্য এই মানুষগুলোর ক্লান্তি ভোলার মুহূর্তগুলো কাটত সেই ঘেরাটোপেই।

এই মানুষগুলোর শিকড় কিন্তু এই বাংলার মাটিতে প্রোথিত ছিল না। ১৮৮৭ সালে টাঙ্গাইল মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার পর শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য ব্রিটিশ শাসকেরা ভারতের উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, মাদ্রাজসহ বিভিন্ন প্রদেশ থেকে হিন্দি, উড়িয়া, তেলেগু ভাষাভাষী দলিত সম্প্রদায়ের মানুষদের এখানে নিয়ে আসে। জঙ্গল সাফ করা, পয়ঃনিষ্কাশন কিংবা ল্যাট্রিনের ময়লা পরিষ্কারের মতো কঠিন ও অপরিচ্ছন্ন কাজগুলো করার জন্যই ছিল তাদের আগমন।

আজ সেই মদের দোকান নেই, বসন্ত পালও বিস্মৃত। কিন্তু "মদের ঘরের মোড়" নামটি আজও এক অদৃশ্য স্মারকের মতো দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি দোকানের স্মৃতি নয়, এটি সেই প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাসকে ধারণ করে আছে, যাদের ঘাম আর শ্রমে এই শহর তিলোত্তমা হয়েছে, অথচ যাদের জীবনের ক্লান্তি মোচনের ঠিকানাটুকুও ছিল সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এক কোণায়। এই একটি নামই যেন সেই forgotten মানুষদের গল্প বলে যায়।

উপেন্দ্র সরোবর💥 টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত একটি পর্যটন এলাকা। এটি স্থানীয়ভাবে ‘১২ ঘাটলা দীঘি’ নামে পরিচিত। এ উপজেল...
24/08/2025

উপেন্দ্র সরোবর💥 টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত একটি পর্যটন এলাকা। এটি স্থানীয়ভাবে ‘১২ ঘাটলা দীঘি’ নামে পরিচিত। এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একমাত্র বিনোদন কেন্দ্র এটি। এছাড়া বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুরা আসেন এখানে। মৎস্য শিকারীদের জন্য এখানে মৎস্য শিকারের ব্যবস্থা রয়েছে। উপেন্দ্র সরোবরের প্রধান প্রবেশদ্বার পশ্চিম পাড়ে রয়েছে

জমিদার রায় বাহাদুর মোট ১১ একর জায়গায় সুদৃশ্য এই দিঘি খনন করেন (১৩৬৮)। দিঘির চারদিকে সুপ্রসস্ত ১২টি ঘাটলা এবং স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্যে ৬টি সুগভীর ইন্দারা (কুয়া) খনন করেন। এছাড়া নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির জন্যে এর চারপাশে লাগানো হয় সুদৃশ্য খেজুর গাছ।

Address

Tangail

Telephone

+8801974301196

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের প্রানের শহর টাংগাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share