Rabeya's WORLD

  • Home
  • Rabeya's WORLD

Rabeya's WORLD Welcome to my digital universe!
(3)

28/06/2025

মানুষ এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে!

১০৩ ডিগ্রি জ্বর টের পায় না,
কখনো কখনো কঠিন রোগ বেঁধে ফেলে- তাও টের পায় না।
ব্যাংক অকারণে টাকা কেটে নিচ্ছে, টের পায় না।
দেশী বলে চাষের মাছ দিয়ে দিচ্ছে, সেটাও টের পায় না।
কিন্তু কেউ তাকে অবহেলা করলে সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়।

22/06/2025

স্টুডেন্ট হিসেবে হয় খুব ভাল রকমের মেধাবী হওয়া উচিত ছিলো যাতে মা বাবার প্রত্যাশায় উতরে যেতে পারতাম;
নয়তো নিম্নমানের, সোজা কথায় খারাপ রকমের হওয়া উচিত ছিলো যাতে মা বাবা কোনো প্রত্যাশাই না রাখতো। মধ্যম মানের হওয়ায় তথাকথিত উপায়ে মা বাবার প্রত্যাশায় উতরে যেতে পারছিনা, নিজেকে যোগ্য প্রমাণ করতে পারছিনা।
নসিবের উপর বিশ্বাস রেখে শুধু হেটে চলেছি স্থির কোনো গন্তব্যের আশায়।

© হৃদি

18/06/2025

আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।

আমি চাই না, কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক। হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই, প্রত্যেকেই জিতুক! জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক!

08/06/2025

পাওলো কোয়েহলোর একটা খুবই বিখ্যাত উক্তি আছে,

"When you want something, all the universe conspires in helping you to achieve it"

বিখ্যাত লেখকদের বিখ্যাত কিছু মিথ্যে কথা থাকে। আমার মনে হয় এটা পাওলো কোয়েহলোর সবচেয়ে বড় মিথ্যে কথা। আদতে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশী যে জিনিসটা চাইবে, সেই জিনিসটাই কোনোদিন তোমার হবে না। তার বদলে হয়তো আকাশের চাঁদটাও তোমার ব্যক্তিগত হয়ে যেতে পারে। কিন্তু, পুরোটা জীবন দিয়ে তুমি যা চাইবে, সেটাই পাওয়ার নয়...🥀

©️

06/06/2025

উৎসবের দিনে কারোর মন খারাপ না হোক। কেউ একলা না থাক। কারোর চোখ না ভিজুক।🤍

01/06/2025

জীবন কেটে যায় অপেক্ষায়! কখনো মানুষের, কখনো সুদিনের, কখনো দোয়া কবুলের অপেক্ষায়!

26/05/2025

নদীর তীরবর্তী ঘরগুলোর মতো আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই!

17/05/2025
Slowly accepting the fact that " life doesn’t always go the way we want"💝
15/05/2025

Slowly accepting the fact that " life doesn’t always go the way we want"💝

12/05/2025

হুমায়ূন আহমেদ বলেছেন,

শত শত প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এ জীবন এতো মায়া করলে চলবে না, সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুড়ে ফেলার সাহস রাখতে হবে..!

10/05/2025

দুঃখ ফুরায় না, অথচ সময় ঠিক ফুরিয়ে যাচ্ছে

04/05/2025

অনিশ্চয়তা"র চেয়ে খারাপ মানসিক রোগ আর কিছু হয় না। যেটা পাবো বলে মনে হয়, পাচ্ছি না, আবার পাওয়ার কোনো নিশ্চয়তাও নেই! মস্তিষ্ক এই দোটানায় পাগল হয়ে যায়। এতে ক্ষুধা নষ্ট হয়, ঘুম হয় না, আর মনও খারাপ করে দেয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rabeya's WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabeya's WORLD:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share