Explore By Nishad

Explore By Nishad প্রেম হোক প্রকৃতির সাথে, ভ্রমণ হোক নেশা।
(1)

ভারতীয় টুরিস্ট ভিসা চালু হবার গুজব শোনা যাচ্ছে চারিদিকে!
07/08/2025

ভারতীয় টুরিস্ট ভিসা চালু হবার গুজব শোনা যাচ্ছে চারিদিকে!

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নাম্বারকি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো:মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শর...
04/08/2025

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নাম্বার
কি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো:

মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্যটকেরা গিজগিজ করে এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক উপভোগ করেন। কিন্তু শুধু যাওয়াই যথেষ্ট নয়, কোথায় থাকবেন সেটাও অনেকের জন্য বড় চিন্তার বিষয়, বিশেষ করে যখন পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সেই সমস্যার সমাধান হিসেবে আজ আমরা সাজেকের ১৫টি রিসোর্টের অবস্থান, খরচ এবং যোগাযোগের নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করব।

সাজেকের সেরা ১৫টি রিসোর্ট ও কটেজ:
• রিসোর্ট রুংরাং
• সাজেক রিসোর্ট
• রুন্ময় রিসোর্ট
• মেঘপুঞ্জি রিসোর্ট
• মেঘ মাচাং রিসোর্ট
• লুসাই কটেজ
• জুম ঘর ইকো রিসোর্ট
• সাম্পারি রিসোর্ট
• আদ্রিকা ইকো রিসোর্ট
• ট্রিনিটি রিসোর্ট
• মেঘাদ্রি ইকো রিসোর্ট
• রুলুই রিসোর্ট
• ছায়ানীড় ইকো রিসোর্ট
• ম্যাডভেঞ্চার রিসোর্ট
• চাঁদের বাড়ি রিসোর্ট



১। রিসোর্ট রুংরাং, সাজেক

সাজেকের অন্যতম বেস্ট রিসোর্ট রুংরাং। চমৎকার ডিজাইনের এই রিসোর্টে ৪টি কাপল রুম এবং ৪টি ডাবল রুম রয়েছে। ছুটির দিনে কাপল রুমের ভাড়া ৩০০০ টাকা, ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা। অন্যান্য দিনে কাপল রুম ২৫০০ টাকা এবং ডাবল রুম ৩০০০ টাকায় পাওয়া যায়।

সুবিধা:
• চমৎকার রুম সাজসজ্জা
• পূর্ব দিকে খোলা বারান্দা
• আধুনিক ইলেকট্রনিক সুবিধা
• উন্নতমানের ওয়াশরুম
• রুম সার্ভিস
• রুম ও বারান্দি থেকে চমৎকার ভিউ

যোগাযোগ ও বুকিংয়ের জন্য সরাসরি রিসোর্টে যোগাযোগ করুন বা ফেসবুকে তাদের পেজে যোগাযোগ করতে পারেন।



২। সাজেক রিসোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন রিসোর্ট। ভাড়া অন্যান্য রিসোর্টের তুলনায় কিছুটা বেশি, ১০০০০ থেকে ১৫০০০ টাকার মধ্যে।

সুবিধা:
• এসি ও নন-এসি রুম
• রুম সার্ভিস
• ওয়াই-ফাই
• খাবারের ব্যবস্থা
• প্রাইভেট বেলকনি
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• রুম ও বেলকনি থেকে মনোরম ভিউ

সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের জন্য বিশেষ ছাড় রয়েছে। যোগাযোগ করে বিস্তারিত জানুন।



৩। রুন্ময় রিসোর্ট

বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক থেকে অত্যন্ত সুন্দর এই রিসোর্টে ৫টি রুম রয়েছে, প্রতিটি রুমে দুইজন থাকার সুবিধা। ভাড়া নিচতলায় ৪৪৫০ এবং দোতলায় ৪৯৫০ টাকা। অতিরিক্ত বেডের জন্য ৬০০ টাকা অতিরিক্ত দিতে হয়।

সুবিধা:
• চমৎকার সাজসজ্জা
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• খাবারের ব্যবস্থা
• ওয়াই-ফাই
• টেলিভিশন সুবিধা
• উন্নতমানের রেস্টরুম
• প্রাইভেট বেলকনি ও সাজেক ভিউ



৪। মেঘপুঞ্জি রিসোর্ট

বেশ বড় জায়গায় নির্মিত চারটি কটেজ নিয়ে গঠিত রিসোর্ট। কটেজগুলোর নাম: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা। ছুটির দিনে ছয় হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া।

সুবিধা:
• কাঠ, বাঁশ ও গ্লাস দিয়ে নান্দনিক ইন্টেরিয়র
• উন্নত মানের রেস্টরুম
• ওয়েলকাম ড্রিংকস ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• বিশাল জায়গা ঘোরাঘুরির জন্য
• রাতে চমৎকার আলো
• নিরাপত্তার নিশ্চয়তা



৫। মেঘ মাচাং রিসোর্ট

রুইলুই এলাকায় অবস্থিত পাঁচটি কটেজের রিসোর্ট। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি কটেজের ভাড়া ৩৫০০ থেকে ৪৫০০ টাকা।

সুবিধা:
• চমৎকার সাজসজ্জা
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• খাবারের ব্যবস্থা
• আধুনিক রেস্টরুম
• প্রাইভেট বেলকনি
• মিজোরাম ভিউ
• নিরাপত্তা



৬। লুসাই কটেজ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্টের পাশের জনপ্রিয় কটেজ। বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, ভাড়া ২৫০০ থেকে ৪০০০ টাকা।

সুবিধা:
• হিল ভিউ প্রাইভেট বেলকনি
• বড় কমন বেলকনি
• খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট
• আধুনিক রেস্টরুম
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• খাবারের ব্যবস্থা ও রুম সার্ভিস
• বারবিকিউ
• নিরাপত্তা



৭। জুম ঘর ইকো রিসোর্ট

প্রতি কটেজে ৬টি রুম, প্রতি রুমে চারজন থাকার সুবিধা, ভাড়া ৪০০০ টাকা। নান্দনিক ডিজাইন ও বড় বারান্দা রয়েছে।

সুবিধা:
• প্রাইভেট ও বড় কমন বেলকনি
• আধুনিক রেস্টরুম
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• খাবার ও রুম সার্ভিস
• বারবিকিউ সুবিধা
• নিরাপত্তা

যোগাযোগ: ০১৮৮৪২০৮০৬০, ফেসবুক পেজ



৮। সাম্পারি রিসোর্ট

একটি ইকো রিসোর্ট, যেখানে আধুনিক সুবিধার তুলনায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বিভিন্ন ধরনের কটেজ ও রুম রয়েছে। কাপল কটেজ ৩৫০০, দুই বেড রুম ৩৫০০, তিন বেড রুম ৪৫০০ টাকা। পুরো রিসোর্ট ভাড়া ৩৫০০০ থেকে ৪০০০০ টাকা।

সুবিধা:
• খোলা মাচা, দোলনা ও বাগান
• ফটোশুটের সুযোগ
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• উন্নত রেস্টরুম
• খাবার ও রুম সার্ভিস
• নিরাপত্তা

যোগাযোগ: ০১৮৪৯-৮৮৯০৫৫, ০১৮৩৫-৫৩৮০৮৩, ০১৮৬৯-১৫৭৬৬৬, ফেসবুক পেজ



৯। আদ্রিকা ইকো রিসোর্ট

শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ উপভোগের জন্য আদর্শ। লুসাই রিসোর্টের পেছনে অবস্থিত। ২টি রুম, ভাড়া ৩৫০০ থেকে ৪০০০ টাকা।

সুবিধা:
• হিল ভিউ প্রাইভেট বেলকনি
• বড় কমন বেলকনি
• খাগড়াছড়ি থেকে ট্রান্সপোর্ট
• আধুনিক রেস্টরুম
• ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ
• খাবার ও রুম সার্ভিস
• বারবিকিউ
• নিরাপত্তা

যোগাযোগ: ০১৬৪৩-১৭৯২১১ (WhatsApp)

৫০০ টাকায় কক্সবাজার হোটেল ও রিসোর্টযারা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ভ্রমণে গিয়ে লো বাজেটের হোটেল ও রিসো...
04/08/2025

৫০০ টাকায় কক্সবাজার হোটেল ও রিসোর্ট

যারা বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ভ্রমণে গিয়ে লো বাজেটের হোটেল ও রিসোর্ট খুঁজছেন তারা নিচের হোটেল ও রিসোর্ট গুলোতে থাকতে পারেন। এই সব হোটেল ও রিসোর্ট গুলোতে এসি, নন এসি রুম পেয়ে যাবেন।

🟩হোটেল লজ (Hotel Lodge)

কক্সবাজারে মাত্র ৫০০ টাকার নন এসি ডাবল বেড রুম পেয়ে যাবেন হোটেল লজে। এখানে নন এসি কাপল রুম (২ জন) ১,০০০ টাকা, এসি কাপল রুম (২ জন) ১,৪০০ টাকা, নন এসি ডাবল বেড রুম (৪ জন) ১,৬০০ টাকা এবং এসি ডাবল বেড রুম (৪ জন) ২,০০০ টাকায় থাকতে পারবেন।

পর্যটকদের সুবিধার জন্য রুমে ২৪ ঘন্টা ওয়াই-ফাই সার্ভিস ও রুম সার্ভিস, এয়ারকন্ডিশন, ব্যাকআপ জেনারেটর ব্যবস্থা, গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা, লন্ডি সার্ভিস, গাড়ি পাকিং সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

সিজনের সময় ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত পর্যটকদের চাহিদা বেশি থাকে। তাই সিজনের সময় যেতে চাইলে অগ্রিম রুম বুকিং দিয়ে যাবেন।

BM Khalid Hasan Sujon
যোগাযোগ করুন
ঠিকানা: কলাতলী রোড ডলফিন মোড়, কক্সবাজার।
মোবাইল নাম্বার: 01638-010435

ফেসবুক পেজ
🟩হোটেল আল সাফা টাওয়ার (Hotel Al Safa Tower)

কক্সবাজারে কম খরচে থাকার জন্য আদর্শ একটি হোটেল আল সাফা টাওয়ার। এখানে ৫০০ থেকে ১৫০০ টাকায় রুম ভাড়া পেয়ে যাবেন। প্রতিটা রুমে এলইডি টিভি, ফ্রি ওয়াই-ফাই, আসবাবপত্র পেয়ে যাবেন।

৫০০ টাকার রুমে ২টা বেডে ৪ জন বন্ধু-বান্ধব সহজে থাকতে পারবেন। এছাড়া কাপল বেড রুম এবং ফ্যামেলি বেড রুম পাবেন মাত্র ১,৫০০ টাকায়। সিজনের সময় (ডিসেম্বর থেকে মার্চ মাস) অগ্রিম বুকিং দিয়ে যাবেন।
যোগাযোগ করুন
ঠিকানা: ব্লক ডি, কলাতলী, কক্সবাজার।
মোবাইল নাম্বার: 01734-677670, 01747-636071, 01740-705202.

🟩সী সাড় রিসোর্ট (Sea Shark Resort)
কম খরচে কক্সবাজার হোটেলে থাকতে চাইলে সী সাড় রিসোর্টে থাকতে পারেন। এখানে মাত্র ৫০০ টাকায় ডাবল বেড রুম পেয়ে যাবেন। রুমে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, এলইডি টিভি সহ আরো প্রয়োজনীয় আসবাবপত্র পেয়ে যাবেন।

এছাড়া ১৫০০ টাকায় এসি কাপল বেড রুম, ফ্যামেলি বেড রুম পাবেন। সিজনের সময় (ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত) ভাড়া কম বেশি হয়ে থাকে। রুম বুকিং করতে অগ্রিম যোগাযোগ করুন।

BM Khalid Hasan Sujon

যোগাযোগ করুন

ঠিকানা: কলাতলী রোড, (সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে), হোটেল মোটেল জোন, কক্সবাজার।

মোবাইল নাম্বার: 01815-347290

🟩সবুজ ছায়া রিসোর্ট (Sabuj Chaya Resort)

৫০০ টাকায় কক্সবাজার হোটেল এ থাকতে চাইলে সবুজ ছাড়া রিসোর্টে থাকতে পারেন। এখানে রুম ভাড়া সর্বনিন্ম ৫০০ টাকা থেকে সর্বোচ্ছ ১,৫০০ টাকা পর্যন্ত। ১,৫০০ টাকায় এসি মাস্টার বেড রুম পেয়ে যাবেন।

রুমে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, প্রয়োজনীয় আসবাবপত্র, এলইডি টিভি সহ প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। সিজনের সময় ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ভাড়া কম বেশি হয়ে থাকে।

যোগাযোগ করুন

ঠিকানা: সী হিল রোড (হোটেল সী প্যালেস এর বিপরীত পাশে), ব্লক বি, সৈকত পাড়া, কক্সবাজার।

মোবাইল নাম্বার: 01854-185570, 01819-339799.

🟩পরী-জামান রিসোর্ট

কক্সবাজার পরী-জামান রিসোর্টে ৫০০ টাকার রুমে ২ টা বেড রুম, ওয়াই-ফাই, এলইডি টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। বন্ধ-বান্ধব মিলে একসাথে ৪ জন এক রুমে থাকতে পারবেন। এসি কাপল বেড রুম ভাড়া ১,৫০০ টাকা, সাথে পাবেন মাস্টার বেড।

সিজনের সময় ভাড়া কিছুই কম বেশি হয়ে থাকে। হোটেলে চেক ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক আউট করার সময় সকাল ১১ টা।

যোগাযোগ করুন

ঠিকানা: হোটেল মোটেল জোন, সুগন্ধা পয়েন্ট (হোটেল সী প্যালেসের পাশে) কলাতলী রোড, কক্সবাজার।

মোবাইল নাম্বার: 01740-705202

🟩সল্ট লেক রিসোর্ট (Solt Lak Resort)

যারা কম বাজেটে কক্সবাজার হোটেলে থাকতে চাচ্ছেন তাদের জন্য সেরা সল্ট লেক রিসোর্ট। এখানে মাত্র ৫০০ টাকায় নন এসি ডাবল বেড রুম, এসি মাস্টার বেড রুম ১,৫০০ টাকা এবং এসি কাপল বেড রুম ১,২০০ টাকায় পাবেন।

ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সিজনের সময় হোটেল ভাড়া কম বেশি হয়ে থাকে। প্রত্যেক রুমে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, প্রয়োজনীয় আসবাবপত্র, এলইডি টিভি সহ আরো প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন। সিজনের সময় রুম পেতে অগ্রিম বুকিং করুন।

যোগাযোগ করুন

ঠিকানা: ব্লক #-ডি, সুগন্ধা বিচ পয়েন্ট, সামস প্লাজার পাশের গলি, কলাতলী রোড, কক্সবাজার।

মোবাইল নাম্বার: 01627-853156, 01980-543480

🟩হোটেল পালংক্যি লিমিটেড (Hotel Palongkee Limited)

কক্সবাজার কম খরচে থাকার জন্য হোটেল পালংক্যি লিমিটেডে রুম নিতে পারেন। এখানে মাত্র ৫০০ টাকায় সিঙ্গেল বেডের সুন্দর একটি রুম পেয়ে যাবেন। রুমে ফ্রি ওয়াই-ফাই, টিভি, চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পেয়ে যাবেন। এছাড়া এসি বেড রুম পাবেন ১,৫০০ টাকায়।

এছাড়া গাড়ি পাকিং করার জন্য রয়েছে সুন্দর স্থান। যেখানে বিনামূল্যে গাড়ি পাকিং করতে পারবেন। ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সিজনের সময় রুম ভাড়া কিছুটা কম বেশি হয়ে থাকে।

যোগাযোগ করুন

ঠিকানা: হোটেল মোটেল জোন, কক্সবাজার।

🟩ওয়াল্ড বীচ রিসোর্ট (World Beach Resort)

কক্সবাজার কম খরচে রাত্রিযাপন করার জন্য আদর্শ স্থান ওয়াল্ড বীচ রিসোর্ট। এখানে ৫০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত রুম পাবেন। ৫০০ টাকার রুমে ২ টা বেড আছে যেখানে ৪ জন সহজে থাকতে পারবেন।

এছাড়া প্রত্যেক রুমে ফ্রি ওয়াই-ফাই, এলইডি টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। সিজনের সময় এই রুমের ভাড়া কম বেশি হয়ে থাকে। সিজনের সময় ডিসেম্বর থেকে মার্চ মাসে কক্সবাজার গেলে অগ্রিম রুম বুকিং করে যাবেন।

যোগাযোগ করুন

ঠিকানা: কলাতলী রোড, কক্সবাজার।

মোবাইল নাম্বার: 01919-335513

কক্সবাজার প্রত্যেকটি হোটেল ও রিসোর্টে সিজনের সময় ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত হোটেল ও রিসোর্ট ভাড়া তুলনামূলকভাবে বেশি থাকে। তাছাড়া সমুদ্র সৈকত এবং মেইন রোড থেকে যত দূরে হোটেল ভাড়া নিবেন তত কম টাকায় হোটেল ও রিসোর্ট ভাড়া পাবেন।

হোটেলে থাকার আগে রুম দেখে পছন্দ হলে তারপর দামাদামি করে রুম ভাড়া নিবেন এবং চেক আউট করার সময়সূচী জেনে নিবেন। সিজনের সময় কক্সবাজার হোটেল ও রিসোর্ট গুলোতে রুম পাওয়া একটু কষ্টকর তাই যাওয়ার আগে অগ্রিম বুকিং দিবেন।


's

📌 দামতুয়া ঝর্ণা, আলিকদম, বান্দরবান
03/08/2025

📌 দামতুয়া ঝর্ণা, আলিকদম, বান্দরবান

📌 আলীরগুহা,  আলিকদম, বান্দরবান
03/08/2025

📌 আলীরগুহা, আলিকদম, বান্দরবান

📌দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান
03/08/2025

📌দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান

📌 রাতারগুল, সিলেট
03/08/2025

📌 রাতারগুল, সিলেট

📌 বাশঁবাড়িয়া সমুদ্র সৈকত, চট্টগ্রাম
03/08/2025

📌 বাশঁবাড়িয়া সমুদ্র সৈকত, চট্টগ্রাম

📌 নাপিত্তাছড়া, মীরসরাই, চট্টগ্রাম
03/08/2025

📌 নাপিত্তাছড়া, মীরসরাই, চট্টগ্রাম

📌 জাফলং, সিলেট
03/08/2025

📌 জাফলং, সিলেট

রাতের মারায়নতং 😍😍😍
03/08/2025

রাতের মারায়নতং 😍😍😍

📌 কুমারী ঝর্ণায় কুমারীদের নিয়ে 🤭
03/08/2025

📌 কুমারী ঝর্ণায় কুমারীদের নিয়ে 🤭

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore By Nishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore By Nishad:

Share