Third Eye Media Center - TMC

Third Eye Media Center - TMC ‎আপনি কি প্রমিত উচ্চারণ ও সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলা শিখতে চান? কিংবা সংবাাদ উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান?

16/05/2025

জরুরী নোটিশ

এই মর্মে জানানো যাচ্ছে যে, আপনাদের অনেকেই রোকনোজ্জামান খোকন এর সাথে প্রাইভেট বা ব্যক্তিগত ভাবে কোর্স করার জন্য আর্থিক লেনদেন করেছেন মর্মে জানিয়েছেন। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।

পরিচালক বাদে Third Eye Media Centre এর কারো সাথে আর্থিক লেনদেন করলে তা নিজ দায়িত্বেই করবেন।

রোকনকে ইতোমধ্যেই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আমাদের পরবর্তী কার্যক্রম ইদুল আযহার পর শুরু হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি।

ক্লাসের বিষয় - ক্যারিয়ার প্লানিং।
30/03/2025

ক্লাসের বিষয় - ক্যারিয়ার প্লানিং।

30/03/2025

আসসালামু আলাইকুম

ঈদ মোবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

13/03/2025
ক্লাসের বিষয় - সিভি তৈরির নিয়ম ও ধারণা
07/03/2025

ক্লাসের বিষয় - সিভি তৈরির নিয়ম ও ধারণা

01/03/2025

Third Eye Media Centre - এর পক্ষ থেকে সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।

গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হলো।
28/02/2025

গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হলো।

19/02/2025

আপনি জানেন কি আপনার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে? আপনার প্রতিভাকে বিকশিত করার অসংখ্য পথ রয়েছে। ঠিক সেইরকম একটি পথ কন্ঠের অনুশীলন। আপনার কন্ঠকে উচ্চমার্গে পৌছে নিয়ে আপনিও হতে পারেন একজন ভয়েজ আর্টিস্ট, নিউজ প্রেজেন্টার বা রেডিও জকি! আপনিও ছাড়িয়ে যেতে পারেন আপনার কল্পনার সীমানা হয়ে উঠতে পারেন অনন্য। তবে হতে হবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ , চোখে স্বপ্ন আর বুকে একরাশ হার না মানা সাহস।আপনার স্বপ্নকে সম্মান করে, সঠিক পদক্ষেপ এবং প্রচেষ্টার পথকে সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা TMC পরিবার। আর তাই আপনার সম্ভাবনার পথকে এগিয়ে নিতে আপনাকে দিচ্ছি ভাষার মাস উপলক্ষে দারুন ডিসকাউন্ট।দ্রুত ভর্তি হতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

13/02/2025

শুদ্ধ ভাষায় কথাবলা একটি শিল্প। একজন শিল্পী, তিনি হতে পারেন উপস্থাপক, গায়ক বা গায়কী কিংবা আবৃত্তি শিল্পী। তবে শিল্পী হয়ে ওঠার পথ বেশ কণ্টকাকীর্ণ। নিজেকে অনেক ভাঙ্গতে ও গড়তে হয়, সাধনায় নিমজ্জিত হতে হয়। সঠিক নির্দেশনা, নিয়মানুবর্তিতা এবং কঠোর অনুশীলনের মাধ্যমে একজন মানুষ শিল্পী হবার পথকে সুগম করতে পারে। আপনার কথা মানুষ মুগ্ধ হয়ে শুনবে, আপনার কথা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে যদি আপনি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তবেই। আর সেই কাজটি সহজ করে আপনাকে আকর্ষণীয় বক্তা হিসেবে গড়ার সূচনা করে দিচ্ছে Third Eye Media Center - TMC!আপনি আপনার ভেতরের সম্ভাবনার পথ আবিষ্কার করতে চান তবে TMC হতে পারে আপনার প্রথম পছন্দ।

Address

Dhaka

Telephone

+8801733156619

Website

Alerts

Be the first to know and let us send you an email when Third Eye Media Center - TMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Third Eye Media Center - TMC:

Share