SF Media 24

SF Media 24 SF Media 24 is committed to give you the latest, updated and more interesting news, entertainment and video news.

২ মাস ধরে হুমকি দিয়েছে। এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পা ধরে লাশ বাজ...
11/07/2025

২ মাস ধরে হুমকি দিয়েছে।

এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।

মাথায় পাথর মেরে খুন করেছে।

বাট লাশ লুকায়নি।

বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।

যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না,দলটার নাম আওয়ামী লীগ না।

দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।

তাদের কিছুই বলা যাবে না।

বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ,আপনি মিডিয়া ট্রায়াল করছেন।

যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

বাংলাদেশ জিন্দাবাদ!!

একদিকে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস থেকে ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤ আর অন্যদিকে সারাদেশে মোট ১৩৪টি শিক্ষাপ্রত...
10/07/2025

একদিকে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস থেকে ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+❤

আর অন্যদিকে সারাদেশে মোট ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি! কেউই না! হচ্ছেটা কী দেশে!
এইদিকে গোটা মেহেরপুর জেলা থেকে জিপিএ ৫.০০ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী(মাদ্রাসা বোর্ড)! অন্যদিকে জানা যায় কুষ্টিয়ার আফরিন সুলতানা নামের একজন এসএসসিতে ৩.৮০ পেয়েও বর্তমানে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগও পেয়েছেন!
আরও জানা যায়, টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। আহারে ছাত্ররা!

এবছর এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যা মালদ্বীপের জনসংখ্যার প্রায় তিনগুণ!
এসএসসিতে আমি পেয়েছিলাম ৪.২৮ আর এইচএসসিতে ৪.৮৩। কখনো জিপিএ ৫.০০ পাইনি। এই রেজাল্ট নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। জিপিএ ৫.০০ ই জীবনের সব না! হাল ছেড়োনা!
৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+অর্জন করার মধ্য দিয়ে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।👑
Congratulations ❤️✌️

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো ময়নার চাচার সাথে ।গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর ...
10/07/2025

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো ময়নার চাচার সাথে ।

গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না।

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন।
দেখা গেলো ময়না মরে না!!তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেন তখন ময়না "মুহূর্তে" মারা যান।😓

তারপর তার চাচা মসজিদের হুজুরকে পাশানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে।ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ।
কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাস্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

এই এরকম মা কারো যেন না হয় !!
উল্লেখ্য :আমার মতো ওই মা'কেও সেভাবেই মেরে ফেলা উচিত।
যেই মা সন্তানকে দুনিয়াই রাখতে চায়নি,তারও দুনিয়াতে থাকার অধিকার নেই।
আওয়াজ তুলুন সর্ব মহল থেকে এবং পোস্টটি শেয়ার করে সরিয়ে দিন সর্ব মহলে।

কক্সবাজার হিমছড়ি জাদুঘর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  ৪জন শিক্ষার্থী বীচে নামলে ৩ জন নিখ...
08/07/2025

কক্সবাজার হিমছড়ি জাদুঘর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪জন শিক্ষার্থী বীচে নামলে ৩ জন নিখোঁজ হোন। এই মূহুর্তে ১জনের লাশ পাওয়া গেছে ২জন নিখোঁজ আছেন। কি মর্মান্তিক ঘটনা। আল্লাহ রহম করুন।

লিভারপুল সত্যিই ক্লাসি একটা কাজ করেছে। ❤️ ডিয়োগো জোতার পরিবারকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি সপ্তাহে ১'৪০'০০০ ইউরো করে প...
05/07/2025

লিভারপুল সত্যিই ক্লাসি একটা কাজ করেছে। ❤️

ডিয়োগো জোতার পরিবারকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি সপ্তাহে ১'৪০'০০০ ইউরো করে পুরো চুক্তির টাকা দিচ্ছে তারা। শুধু তাই না, জোতার তিন সন্তানের পড়াশোনার দায়িত্বও নিচ্ছে ক্লাবটা।

Thank You Liverpool FC ❤️🇵🇹🕊

আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে, সকলের সহযোগিতায় শিশু দুইটি তার প্রকৃত বাবা মার কাছে হস্তান্তর করা হলো।
05/07/2025

আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে, সকলের সহযোগিতায় শিশু দুইটি তার প্রকৃত বাবা মার কাছে হস্তান্তর করা হলো।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার মধ্যে বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায়। মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান নামে একজ...
05/07/2025

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার মধ্যে বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায়। মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান নামে একজন নিহত।
কার যে কখন মৃত্যু চলে আসে তা কেউই জানে না
এক মাএ আল্লাহ ছাড়া, সবারই চলে যেতে হবে প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহকে ভয় করো

🔴 আপডেট 🔴উনার পরিবারের খুঁজ পাওয়া গেছে। শ্বশুর বাড়ির নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। উনার শশুর বাড়ি রংপুর, বাবা...
04/07/2025

🔴 আপডেট 🔴
উনার পরিবারের খুঁজ পাওয়া গেছে।

শ্বশুর বাড়ির নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। উনার শশুর বাড়ি রংপুর, বাবার বাড়ি টাঙ্গাইল।
উনাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।।

ভাবা যায় কতটা নির্যাতনের শিকার হলে মানসিক ভারসাম্য হারায় মানুষ। যে পরিবার বা অভিবাবক সম্পতি দেখে মেয়ে বিয়ে দেয়, তারা কখনো সন্তানের ভালো চাইতে পারে না। এই দিক থেকে একটা মেয়ের সব থেকে বড় দুশমন তার পিতা মাতা। লোভী বাবা মায়ের জন্য হাজারো সন্তান অসহায় হয়ে পড়ে একটা জীবনে। তখন কোন কূলে তাদের ঠাই হয় না। আপনার সন্তান, বোন কারো হাতে তুলে দেওয়ার আগে ছেলের বাড়ি গাড়ি দেখার আগে মানুষ নাকি পশু সেটার খোঁজ নিবেন। কেউ না খেয়ে মারা যায় না। মানুষ মারা যায় অযত্ন অবহেলা নির্যাতনে।

নিজের কিডনি দিয়ে স্বামীর প্রা'ণ বাঁচালেন স্ত্রী, আর সুস্থ হয়ে সে স্বামীই জড়িয়ে পড়লেন পরকীয়ায়।সভারের কলমা এলাকার ৩৫ বছর ব...
03/07/2025

নিজের কিডনি দিয়ে স্বামীর প্রা'ণ বাঁচালেন স্ত্রী, আর সুস্থ হয়ে সে স্বামীই জড়িয়ে পড়লেন পরকীয়ায়।
সভারের কলমা এলাকার ৩৫ বছর বয়সী উম্মে সাহেদীনা টুনির এমন আত্মত্যাগের গল্প অনেককে আবেগপ্রবণ করলেও বাস্তবতা যেন চরম নির্মম। স্বামী মো. তারেককে মৃ/ত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেও এখন নিজেই জীবনযুদ্ধে একা, লড়ছেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য।
জানা গেছে, ২০০৬ সালে মালয়েশিয়া প্রবাসী মো. তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন টুনি। ২০০৭ সালে তাদের সংসারে আসে একমাত্র ছেলে আজমাইন দিব্য। সুখের দিন যেন বেশিদিন স্থায়ী হলো না। ২০০৮ সালের মাঝামাঝি সময়েই তারেকের ধরা পড়ে জটিল কিডনি রোগ। উভয় কিডনিই প্রায় অচল। ডাক্তার জানিয়ে দেন, নিয়মিত ডায়ালাইসিস না করালে মৃ/ত্যু অনিবার্য।
পরিবার, সমাজ সবাই মুখ ফিরিয়ে নেয়, পাশে থাকেন শুধু স্ত্রী টুনি। উন্নত চিকিৎসার আশায় স্বামীকে নিয়ে ছুটে যান ভারতের সিএমসি হাসপাতালে। বছরের পর বছর নিজের আয়, স্বর্ণালংকার এমনকি মায়ের পেনশনের টাকা খরচ করে তারেকের চিকিৎসা চালিয়ে যান।
২০১৯ সালের ২৬ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কেএন সিংয়ের তত্ত্বাবধানে টুনি নিজের কিডনি দেন স্বামীকে। সফলভাবে প্রতিস্থাপন শেষ হয়। ভেবেছিলেন, হয়তো দুর্দিনের অবসান ঘটল। কিন্তু বাস্তবে শুরু হলো জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়।
সুস্থ হওয়ার পরপরই বদলে যেতে থাকেন তারেক। ঢাকায় ফিরে অনলাইন জুয়া, পরকীয়া প্রেমে মত্ত হন। বিভিন্ন সময় স্ত্রীর গায়ে হাত তোলেন। একপর্যায়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন টুনিকে, বসবাস শুরু করেন ডিভোর্সি প্রেমিকা তাহমিনা মেরির সঙ্গে। পরে বাধ্য হয়ে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি সাভার থানায় অভিযোগ দায়ের করেন টুনি। তারেক কৌশলে একদিন পরই মুচলেকা দিয়ে অভিযোগ তুলে ফেলেন।
কিন্তু নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় টুনি আবারও আইনের আশ্রয় নেন। ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা করেন। ২৪ এপ্রিল তারেক গ্রেপ্তার হন, তবে ৪ জুন জামিনে ছাড়া পান। জামিন পেয়েই আত্মগোপনে চলে যান এবং স্ত্রীর ওপর ডিভোর্সের চাপ দিতে থাকেন।
টুনি বলেন, তারেককে কিডনি দেওয়ার পর আমি সাত দিন আইসিইউতে ছিলাম। সেখানেই শুনি আমার খালার টাকা পাঠাতে দেরি হওয়ায় সে আমাকে চিৎকার করে গালি দিচ্ছে। অপারেশনের পরে হাসপাতালেই সে আমার ওপর চড়াও হয়।
তিনি বলেন, তারেক এখন আমাকে ডিভোর্স দিতে ও বাড়িটা নিজের নামে লিখে দিতে চাপ দিচ্ছে। আমি শুধু চাই, এই প্রতারক যেন শাস্তি পায়। কেউ যেন এমন বিশ্বাসঘাতকতার শিকার না হয়।
প্রতিবেশীরা জানান, বিয়ের পর টুনি যেভাবে স্বামীকে আগলে রেখেছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছে। অথচ সেই তারেক এখন তাকে মারধর করছে, প্রেমিকার সঙ্গে থাকছে।
টুনির মা বলেন, আমার পেনশনের সব টাকা তারেকের চিকিৎসায় খরচ করেছি। আজ সেই ছেলে আমার মেয়েকে বের করে দিল! বিচার চাই।
টুনির আইনজীবী অ্যাডভোকেট নেহার ফারুক বলেন, তারেক শুধু নারী নির্যাতন নয়, অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন লঙ্ঘন করেছেন। প্রতারণার মাধ্যমে স্ত্রীর কিডনি নিয়ে পরে তার ওপর নির্যাতন করেছেন। আমরা চার্জশিট হাতে পেলেই জামিন বাতিলের আবেদন করব।
এদিকে, জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারেকের খোঁজ নেই। নিজের নম্বরও পরিবর্তন করে ফেলেছেন তিনি।

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নি*খোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার!
30/06/2025

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নি*খোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার!

অপরাধীর পরিচয়—অপরাধীই।রায়ের নামে আর নাটক নয়,অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
29/06/2025

অপরাধীর পরিচয়—অপরাধীই।
রায়ের নামে আর নাটক নয়,
অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গতকাল রাতে AUST CSE ডিপার্ট্মেন্টেরর শিক্ষার্থী ফাহিম তার পরিবারসহ,উত্তরা আজমপুরে বাসের জন্য অপেক্ষা করছিলো। তখন এক বালু...
29/06/2025

গতকাল রাতে AUST CSE ডিপার্ট্মেন্টেরর শিক্ষার্থী ফাহিম তার পরিবারসহ,উত্তরা আজমপুরে বাসের জন্য অপেক্ষা করছিলো। তখন এক বালুর ট্রাক তাদের উপর উঠে পরে। তারা জায়গায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে মা'রা যায়। তাদের লা'শ সোহরাওয়ার্দী মর্গে আছে। ট্রাকচালককে গ্রেফতার করা হলেও মালিকপক্ষের খোজ মিলে নাই। আমরা ডেসপারেট ট্রাকচালকের যথাযথ বিচার চাই।

Address


Telephone

+8801409837552

Website

Alerts

Be the first to know and let us send you an email when SF Media 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SF Media 24:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share