Miona- The Persian Cat

  • Home
  • Miona- The Persian Cat

Miona- The Persian Cat Always in Purr-suit of Happiness❤️🥺

28/08/2024

আপনি একটা বিড়ালের বাচ্চা পালা শুরু করবেন। আপনার খাবার প্লেট থেকে একটুখানি মাছ একটুখানি রুটি কিংবা আপনার মুখের চিবানো একটু মাংশ তাকে খাইতে দিবেন। সে মজা করে খাবে। আপনি ঘুমাতে গেলে আপনার সাথে এসে শুবে। বসে থাকলে কোলে এসে বসবে। আপনি আদর দিবেন। সপ্তাহে একদিন তাকে আপনি আদর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবেন।

আপনি পছন্দসই একটা নাম রাখবেন। নাম ধরে ডাকলে সে দৌড়ে আসবে। আপনি তার সাথে ছবি তুলবেন,স্টোরি দিবেন। মাঝে মাঝে সে আপনাকে বিরক্ত করবে, জিনিসপাতি ভেঙে ফেলবে ছিড়ে ফেলবে। আপনি রাগ হয়ে দুইটা থাপ্পড় দিবেন,কিছুক্ষণ পর আবার আপনিই কোলে নিয়ে আদর দিবেন।

ধীরে ধীরে ছোট অবলা প্রাণীটার প্রতি আপনার প্রচন্ড রকমের মায়া ভালোবাসা সৃষ্টি হবে, যে মায়া হাজার টাকাও কেনা যায় না। একটা সময় একটু খোচাখুচি একটু আদর না দিলে আপনার ভালো লাগবে না। শুধু ওই বাচ্চাটার সাথেই অনেক সময় ব্যয় করবেন। ঠিক তখনই কোন রোগ ছাড়া, কারণ ছাড়া একদম হুদাই সে আপনার পাহাড় সমান মায়া ভালোবাসা আদর যত্ন সব ছেড়ে মরে যাবে।

আপনি নিজেকে স্বান্তনাও দিতে পারবেন না, কাঁদতেও পারবেন না। একটা চাপা যন্ত্রণা অনুভব করবেন শুধু।
কেউ হয়তো বলবে "আরে ছোট্ট একটা বিলাই-ই তো মরছে"। তাদের কথা আপনি মেনে নেন যে সে ছোট্ট একটা সামান্য বিলাই কিন্তু ওই ছোট্ট সামান্য বিলাইটার প্রতি আপনার স্মৃতিমাখা পাহাড়সমান দীর্ঘদিনের মায়া আপনাকে যন্ত্রণা দিয়ে যাবে বহুদিন বহুসময়। একটা সময় সব ভুলে গেলেও হঠাৎ মনে পড়লে বুকটা ছেত করে উঠবে,ওর ছবি দেখলে চোখে পানি এসে যাবে। ওইটার মতো মায়া আর কোনোটার প্রতি আনতে পারবেন না শিওর। যতই বলেন সামান্য ছোট একটা বিলাই। মায়া মানুষের মনে বইসা যায়। একদম মনের অতল গভীরে।

আমাকে সব মায়া দিয়ে রাইখা গেলো। আমার সুস্থ বাচ্চাটা। আমি সারাদিন পর ক্লাস থেকে এসে খাবার দিলাম সে কি খুশি আমি আসছি। আমি গোসলে গেলাম সে তার খাবার শেষ না করে বাথরুমের সামনে বসে রইলো যতক্ষণ আমি বের না হইলাম। বের হওয়ার পর সে তার বাকি খাবারটুকু খাইলো। সন্ধ্যার পর কোথাও যায় না সারাদিন ও বাসার ভিতরে খেলে। কালকে সন্ধ্যার অনেক পরে কোনদিক দিয়ে যে বের হইলো আমি জানি না। সব কিছু আটকানো ছিলো। হয়তো ওরে মরনে টেনে নিছে। আমার বাচ্চাটার শরীরে কামর এর দাগ। আমি সারা বাড়ি খুজে শেষ অব্দি বাসার পিছনে গিয়ে দেখি আমার মিওনার নিথর দেহ পরে আছে একদম শক্ত হয়ে আছে। আমি যদি জানতাম আমারে এমনে রাইখা যাইবো আহ😅

আমার বাচ্চাটারে আল্লাহ জান্নাতের ফুল বাগানে রাখুক। আমার অনেক ভালোবাসার জিনিস ছিলো। কতো স্মৃতি যে দিয়ে গেলো আমারে আমি মানতেই পারতাছি না। আমি মানসিক ভাবে একদম শেষ। সবার কাছে দোয়ার প্রার্থনা রইলো।

২০.০৩.২০২৪--২৭.০৮.২০২৪💔

20.03.2024 - 17.08.2024💗
16/08/2024

20.03.2024 - 17.08.2024💗

স্বাধীন দেশের প্রথম ছবি তাও আমার নতুন খেলার ঘরে শুয়ে-বসে!!🤭
11/08/2024

স্বাধীন দেশের প্রথম ছবি তাও আমার নতুন খেলার ঘরে শুয়ে-বসে!!🤭

13/07/2024

নিশ্চয় বিড়াল অপবিত্র প্রাণী নয় 🌸🩵
আল হাদীস 🤍

সারাদিন বাসায় দুষ্টামি করে বেড়ানো আমার প্রধান কাজ🫣এই কাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আরকি🤭🤭
10/07/2024

সারাদিন বাসায় দুষ্টামি করে বেড়ানো আমার প্রধান কাজ🫣

এই কাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আরকি🤭🤭

10/07/2024

বিড়ালরা আমাদের জীবনের একটি সুন্দর অংশ।❤️🐱

আমার দিকে তাকিয়ে বলো তো কেমন লাগছে আমাকে🤭🫣
06/07/2024

আমার দিকে তাকিয়ে বলো তো কেমন লাগছে আমাকে🤭🫣

দেখো আমি সবুজের বুকে মিশে আছি!!🤭🤭
18/05/2024

দেখো আমি সবুজের বুকে মিশে আছি!!🤭🤭

শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, বিড়াল পাললেও মা হওয়া যায়!❤️
16/05/2024

শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, বিড়াল পাললেও মা হওয়া যায়!❤️

The world has so many beautiful creatures...Miona is one of them ❤️
14/05/2024

The world has so many beautiful creatures...
Miona is one of them ❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Miona- The Persian Cat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miona- The Persian Cat:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share