Bangladesh Weather Observation Team - BWOT

Bangladesh Weather Observation Team - BWOT About Bangladesh Weather Observation Team Ltd. Bangladesh Weather Observation Team – BWOT (legally registered as Bangladesh Weather Observation Team Ltd.)
(767)

Bangladesh Weather Observation Team Ltd. এর সর্বশেষ আবহাওয়ার আপডেট জানুন আমাদের এই অফিসিয়াল পেইজে। আমাদের সম্পর্কে বিস্তারিত জানুন এখানেঃ https://www.bwotweather.com began as a passionate group of youths, including aspiring meteorologists, committed to delivering accurate weather alerts in the simplest way possible. From the beginning, our mission has been to reduce the damage caused by natural di

sasters across Bangladesh by providing timely, accessible, and reliable weather information to the people who need it most. Over the years, our tireless efforts grew into a trusted name. On 12th December 2024, BWOT officially became a registered private limited company—Bangladesh Weather Observation Team Ltd.—marking a new era of professionalism and nationwide impact. As of February 2025, we have started providing premium, personalized weather services to individuals, organizations, and companies. What We Do
At BWOT, we focus on delivering highly accurate weather warnings to farmers, fishermen, and professionals across all regions of Bangladesh. In a country where millions face natural disasters every year, our early alerts help prevent loss of life and property by getting timely information to those at risk. Our team works year-round to broadcast effective weather alerts to even the most remote areas. We've also built a nationwide volunteer network to expand our reach and strengthen local communication during emergencies. Our Volunteer Activities
BWOT is powered by passionate volunteers who play a crucial role in:
Disseminating early warnings to remote regions
Reporting ground-level disaster impact data
Connecting farmers, workers, and rural communities with real-time weather updates

Their contributions help save lives and resources by enabling swift, informed decisions. Our Hotline
We operate a dedicated hotline number:
📞 +8801710851765

Available 18 hours a day, 7 days a week, this service allows anyone in Bangladesh to call and receive accurate, up-to-date weather information directly from our team. How We Collect Data
Our forecasts are powered by globally recognized weather models and satellite data, including:

NOAA, ECMWF, BMD, IMD, JMA, UK MET, METEO FRANCE, JTWC, DMH, CMA, ICON, SSEC, CIMSS, BAF MET, Earth Networks, NCICS, Bureau of Meteorology, and others. We filter this data using real-time local observations and research-driven analysis to ensure our alerts are as precise and relevant as possible. How We Operate
Every member of BWOT has a dedicated role, ensuring efficiency in research, data processing, communication, and outreach. While our team previously worked part-time, we are now operating full-time from our registered office in Bardia, Naragati, Narail to serve the nation more effectively. Mission & Vision
Our mission is to help build a stronger economy by reducing climate-related losses through advanced, accessible weather services. In a nation frequently affected by natural disasters, we believe national prosperity is only possible when people are prepared and protected. Our Reach
We have directly served over 600,000+ beneficiaries through:

Social media
Our website: bwotweather.com
Phone consultations
On-the-ground volunteer teams

Thousands more benefit indirectly through the ripple effect of timely alerts and community-level preparedness. Funding & Services
Initially self-funded by our dedicated members, BWOT has now evolved into a self-sustaining entity. Since February 2025, we have been offering affordable, premium weather services to individuals, businesses, and institutions. All are welcome to partner with us and benefit from customized weather solutions tailored to specific needs.

19/07/2025

আকস্মিক বৃষ্টির সতর্কতা!
আজ মধ্য রাত হতে শেষ রাতের ভেতরে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলার বেশকিছু স্থানে ও চট্টগ্রাম জেলার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

19/07/2025

ব্রেকিং নিউজ! নীলফামারী ও পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু অংশে বজ্রবৃষ্টি চলছে। আজ রাতে রংপুর বিভাগের উত্তরের জেলা সমূহ যেমন, পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম জেলা এবং ঠাকুরগাঁও জেলার কিছু অংশে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ©BWOT

আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ভ্যাপসা গরম অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল সন্ধ্যা হলেও সকাল ১১ টা থেকে বিকা...
19/07/2025

আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ভ্যাপসা গরম অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল সন্ধ্যা হলেও সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বেশি ভ্যাপসা গরম অনুভব হতেপারে।

এদিকে আপনারা কথায় কথায় ভ্যাপসা গরমকে দেশথেকে একবারে বিদায় নেওয়ার কথা বলায় ভ্যাপসা গরম তীব্র নিন্দা জানিয়ে বলেছে
কথায় কথায় বাংলা ছাড়
বাংলা কি তোমাদের বাপদাদার?

ঐদিকে দক্ষিণে একের পর এক বৃষ্টি বলয় আসায় বৈষম্যবিরোধী বৃষ্টি আন্দোলন এর ডাক দেওয়া হয়েছে রংপুরে।এসময় বৃষ্টি বলয় কে সতর্ক করে বলা হয়েছে
আমার সোনার বাংলায়
বৈষম্যের ঠাঁই নাই ।

চারদিক থেকে এভাবে চেপে ধরায় চিন্তায় আছে বৃষ্টি বলয়।
কোন দিকে যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। উত্তরে যাবে? নাকি যাওয়ার আগে দক্ষিনাঞ্চলকে একটা মরন কামড় দিয়ে যাবে সেটা জানতে হলে চোখ রাখুন আমাদের পেজে।শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

19/07/2025

কুষ্টিয়াবাসীর কাছে জানতে চাওয়া!!

কুষ্টিয়া শহর ও কয়া, কুমারখালী এলাকায় আজ বিকাল ৩ঃ৪০ - ৪ঃ২৫ এর মধ্যে কোন বৃষ্টি হয়েছে কি? আকাশে মেঘ ছিল কি? বৃষ্টি হলে কেমন হয়েছে? না হয়ে থাকলে আকাশের অবস্থা কেমন ছিল ওই সময়?

উক্ত প্রশ্নের উত্তর গুলো আপনার লোকেশন উল্লেখ সহ দয়া করে কমেন্ট করুন।

দূর্যোগ প্রবন বাংলাদেশে এইবছর এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানেনি আলহামদুলিল্লাহ। তবে এই রেকর্ড ভেঙে...
19/07/2025

দূর্যোগ প্রবন বাংলাদেশে এইবছর এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানেনি আলহামদুলিল্লাহ। তবে এই রেকর্ড ভেঙে যেতে পারে সেকোনো সময়।

কারন জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিবছরই কোনো না কোনো প্রাকৃতিক দূর্যোগ বাংলাদেশের বিভিন্ন স্থানে আঘাত হানে।

এতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের অর্থনীতি।
তবে আমরা আছি আপনাদের পাশে।পূর্বাভাস দেওয়া সম্ভব এমন যেকোনো প্রাকৃতিক দূর্যোগ বাংলাদেশে আসার আগেই আমরা আপনাদের সতর্ক করবো ইনশাআল্লাহ।
তাই নিয়মিত আমাদের সকল আপডেট গুলো ফলো করবেন।
★পাশাপাশি পোষ্ট শেয়ার করে সবাইকে আমাদের সাথে যুক্ত করার দায়িত্ব আপনাদের★
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

খুলনা বিভাগের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু বৃষ্টি হচ্ছে। এগুলোর গতিপথ অনেকটা উত্তর উত্তর-পশ্চিম দিক...
19/07/2025

খুলনা বিভাগের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু বৃষ্টি হচ্ছে। এগুলোর গতিপথ অনেকটা উত্তর উত্তর-পশ্চিম দিকে। সুতরাং বর্তমানে অবস্থান করা মেঘগুলোর উত্তর দিকের জেলাগুলোতে সন্ধ্যা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায়।

যেহেতু মেঘগুলো বিক্ষিপ্ত প্রকৃতির এবং স্বল্প স্থায়ী, তাই এগুলো থেকে সব এলাকায় বৃষ্টি হবে না এবং সন্ধ্যা পর্যন্ত অনেকটা দুর্বল হয়ে যেতে পারে। ©BWOT

19/07/2025

বঙ্গোপসাগরে সতর্ক সংকেত বৃদ্ধির সতর্কতা!
আগামী ২২ থেকে ২৫ শে জুলাই এর ভেতরে বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এই অবস্থায় আগামী ২৪ বা ২৫ শে জুলাই হতে সাগর বেশ উত্তাল হতে পারে।
এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তর ( bmd) সাগরের অবস্থা সেই সময় কেমন উত্তাল হতে পারে তার উপর নির্ভর করে ৩ নাম্বার সতর্ক সংকেত দিতে পারে।

পোস্ট টি সেয়ার করে সকল কে জানিয়ে দিন, যেনো এই খবর টি সকল সমুদ্রগামী মানুষের কাছে পৌছে যায়।

19/07/2025

প্রজাপতিকেও পোষ মানানো যায়?💕

★ভ্যাপসা গরমের বিশেষ সতর্কতা★নতুন বৃষ্টি বলয় আসার আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভব হতেপারে। তবে সেটা এক...
19/07/2025

★ভ্যাপসা গরমের বিশেষ সতর্কতা★
নতুন বৃষ্টি বলয় আসার আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভব হতেপারে। তবে সেটা একদম তীব্র কিংবা

অসহনীয় পর্যায়ে নয়।আবার বিষয় টা এমনও নয় যে এই সময়ে দেশে আর কোনো বৃষ্টি হবেনা।মূলত এই সময়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে,পাশাপাশি যখন বৃষ্টি বন্ধ থাকবে তখন ভ্যাপসা গরম অনুভব হবে।

তুলনামূলক বেশি গরম অনুভব হতেপারে রংপুর, সিলেট, ঢাকা,বরিশাল, রাজশাহী বিভাগ সহ এর আশেপাশের এলাকাগুলোতে।

এই পরিস্থিতিতে গরম ঠান্ডার কারনে জ্বর সর্দি কাশি বেড়ে যায়।তাই আপনারা এই ব্যপারে একটু সতর্ক থাকবেন।

পাশাপাশি অপেক্ষায় থাকেন নতুন আরো একটি শক্তিশালী বৃষ্টি বলয়ের।একটা কথা মনে রাখবেন যে,গরমের তীব্রতা যত বেশি হয় বৃষ্টি তত নিকটে থাকে।

★আর পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো।কারন আপনারা যতবেশি শেয়ার করবেন তত বেশি পরিমানে মানুষ এই বিষয়ে অবগত থেকে সতর্ক হতে পারবে★
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

19/07/2025

লঘুচাপের সতর্কতা!!
আগামী ২২-২৫ জুলাই এর মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে৷ এতে তখন সাগর উত্তাল হয়ে যেতে পারে। তাই সাগরে বিচরণের ক্ষেত্রে উক্ত সময়কে বিবেচনায় নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করবেন দয়াকরে।
©BWOT

একটি  শক্তিশালী বৃষ্টি বলয় দেশের দিকে আসছে, দেশের কোন এলাকার উপরদিয়ে যেতে পারে বৃষ্টি বলয় টি??চোখ রাখুন এখানে সবসময়।
19/07/2025

একটি শক্তিশালী বৃষ্টি বলয় দেশের দিকে আসছে, দেশের কোন এলাকার উপরদিয়ে যেতে পারে বৃষ্টি বলয় টি??
চোখ রাখুন এখানে সবসময়।

19/07/2025

আগামী ২৪ শে জুলাই থেকে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ আবারও বৃদ্ধি পেতে পারে।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Weather Observation Team - BWOT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Weather Observation Team - BWOT:

Share