Passenger Creation

  • Home
  • Passenger Creation

Passenger Creation চলুন স্বপ্ন দেখি, এবং সেই পথে হাঁটতে শিখি
Follow us 👉Passenger Creation
https://youtube.com/

01/09/2025

ভয়াবহ ভূমিকম্পে আফ #গানিস্তানে ছয়শোর অধিক মানুষ মারা গেছে। আহত হয়েছে আরো অসংখ্য মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, নিহতদের তিনি ক্ষমা করুন। তাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও ধৈর্য ধারণের তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।

11/08/2025

এমন কাউকে বন্ধু বানাবেন না যে রেগে গেলে আপনার নামে মিথ্যাচার করে।
- ফুদ্বাইল ইবন ইয়াদ্ব (রাহিমাহুল্লাহ)
[বাইহাকীর ”শুয়াবুল ঈমান”: ৯০৫]

মানুষের চুলের মাইক্রোস্কোপিক ছবি!!!আল্লাহর কি নিখুঁত সৃষ্টি!!! আলহামদুলিল্লাহ।
07/08/2025

মানুষের চুলের মাইক্রোস্কোপিক ছবি!!!আল্লাহর কি নিখুঁত সৃষ্টি!!! আলহামদুলিল্লাহ।

07/08/2025

বর্তমানে টাকা জাতির মেরুদন্ড!
শিক্ষা জাতির কারাদণ্ড !
আর হক্ব কথা জাতির মৃত্যুদন্ড ...!!

04/08/2025

"মানুষের অন্তর যদি আল্লাহ ব্যতীত অন্য কিছুর গোলাম ও দাসে পরিনত হয়, সেটাই হলো প্রকৃত বন্দিত্ব ও নিকৃষ্ট দাসত্ব।"
— ঈমাম ইবনু তাইমিয়া (রহ.)

03/08/2025

বিনয় এমন এক সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না!
—ইমাম শাফেয়ী (রা:)

30/07/2025

কিছু শিখতে চাইলে পড়ুন কাজে লাগবে

শহরের কাছে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করে এক চাষী। গরিব হলেও খুবই পরিশ্রমী। চাষী তার জমিতে বিভিন্ন শস্য ফলাতেন। গম, ভুট্টা, ছোলা, মসুর এসব। সেই শস্য তিনি শহরের দোকানে বিক্রি করতেন।
একদিন চাষীর খুব মন খারাপ। পাজি কাকেরা এসে প্রতিদিন তার শস্য খেয়ে যায়। কাক তাড়ানোর জন্য তিনি জমিতে কাকতাড়ুয়া দাঁড় করালেন। কিন্তু ভয় পাওয়া তো দূরে থাক, কাকতাড়ুয়াটাই ওরা ছিন্নভিন্ন করে ফেলল। চাষী এসব হতচ্ছাড়া কাককে শিক্ষা দিতে চাইলেন। প্রতিদিনই জমির ফসল অর্ধেক নষ্ট হচ্ছে। অত্যাচার সহ্য করতে না পেরে চাষী এক মোক্ষম বুদ্ধি বের করলেন। ঠিক করলেন, ফাঁদ পাতবেন জমিতে।
যেই ভাবা সেই কাজ। পরদিন চাষী তার পুরো জমিতে একটা জালের ফাঁদ বিছিয়ে দিলেন। তারপর সেটা ঢেকে দিলেন শস্যের গাছ দিয়ে। পাজি কাকের দল যেন বুঝতে না পারে এজন্য এই চালাকিটা করলেন। বুদ্ধিটা কাজে লাগল ভালোই। কিছুক্ষণের মধ্যেই সব কাক ধরা পড়ল। জালে আটকে পড়া কাকেরা ক্ষমা চাইল। কিন্তু চাষী ওদের কোনো কথাই শুনলেন না। চাষী আরও রেগে উঠে বললেন, ‘আমি তোদের একটাকেও ছাড়ব না!’
হঠাৎ চাষী একটা কাতর কান্না শুনতে পেলেন। ভালোভাবে তাকালেন জালের দিকে। দেখতে পেলেন একটা কবুতর জালে ধরা পড়েছে কাকেদের সঙ্গে।
চাষী কবুতরকে বললেন, ‘তুই শয়তান কাকের দলের সঙ্গে বন্ধুত্ব করেছিস? এখন মর ওদের সঙ্গে!’
এভাবে হতভাগা কবুতরও কাকেদের সঙ্গে শাস্তি পেল।
নীতিকথা : খারাপদের সঙ্গে বন্ধুত্ব করলে বিপদ ঘটে।
মূল গল্প : দি ব্যাড কোম্পানি

27/07/2025

সবার প্রিয় হতে যাবেন না! কারণ আপনি মানুষ, টাকা না!

23/07/2025

হাসপাতালের বার্ন ইউনিট গুলো বাচ্চাদের কান্নার আওয়াজে ভারী হয়ে গেছে। ইয়া রব, ওদের কষ্ট তুমি লাঘব করে দাও।
"আমীন"

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Passenger Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Passenger Creation:

  • Want your business to be the top-listed Media Company?

Share