ফটিকছড়ির সময়

  • Home
  • ফটিকছড়ির সময়

ফটিকছড়ির সময় বস্তুুনিষ্ঠ সংবাদ উপস্থাপন। ফটিকছড়ির সবার আগে সর্বশেষ সংবাদ
(1)

16/07/2025

দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাছে যে, ৩৩কেভি লাইনে গাছপালা কাটাও রক্ষনাবেক্ষন করা জন্য। আগামীকাল ১৭-৭-২০২৫ সকাল ৭টা৩০মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত দাঁতমারা, হেঁয়াকো, শান্তিরহাট,কাজিরহাট,বাগান বাজার,বড় বেতুয়া,নারায়ণহাট,হাসনাবাদ, বালুটিলা,নতুনপাড়া,দুলিয়াছড়ি,নেপচুন,বাংলা পাড়া, সুবলছড়ি,ছোট বেতুয়া,মনোয়ারখীল, সাপমারা,বনরুপা,দাওয়াতেরটিলা,নলুয়াটিলা বান্ধরমারা,তারাখো,রত্নপুর,মোহাম্মদপুর এর আশে পাশের উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সবাই রাতের ভিতরে পানি,মোবাইল , চার্জার ইত্যাদির প্রয়োজন সেরে কাজ নেন।
ধন্যবাদ
দাঁতমারা সাব-জোনাল অফিস।

আগামী ২৫ জুলাই প্রিয় দাঁতমারা রাবার বাগান ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হয়েছেন মোঃ মহরম আলী।তিনি তা...
15/07/2025

আগামী ২৫ জুলাই প্রিয় দাঁতমারা রাবার বাগান ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হয়েছেন মোঃ মহরম আলী।

তিনি তাঁর কলসি মার্কায় ভোট চেয়েছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।

নি*খোঁজ সংবাদসামিরা (১২) নামের একটি মেয়ে নি*খোঁজ হয়েছে।পরিচয়:নাম: সামিরাবয়স: ১২ বছরপিতা: আবছার (বিবিরহাট বাজারের ব্যবসায়...
14/07/2025

নি*খোঁজ সংবাদ

সামিরা (১২) নামের একটি মেয়ে নি*খোঁজ হয়েছে।

পরিচয়:
নাম: সামিরা
বয়স: ১২ বছর
পিতা: আবছার (বিবিরহাট বাজারের ব্যবসায়ী)
ঠিকানা: বিবিরহাট

আজ সন্ধ্যায় বিবিরহাট বাজারে মেয়েটির বাবার ব্যবসা প্রতিষ্ঠান (বাস স্টেশন) থেকে একটি কাজে বাজারের ভেতরে পাঠানো হলে সেখান থেকেই সে নি*খোঁজ হয়।

যোগাযোগ:যদি কেউ সামিরার খোঁজ পান, অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন:
01815634228 (মেয়ের মামা)

মেয়েটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। পোস্টটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।

14/07/2025

দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাছে যে, হেঁয়াকো বাজারে আমাদের বড় একটা ট্রান্স-ফার্মার পরিবর্তন এবং রক্ষনাবেক্ষন করার জন্য
আগামীকাল ১৫-৭-২০২৫ ৬টা ৩০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত হেঁয়াকো,বালুটিলা,সুবলছড়ি, ঝিলতলি,গিলাতলী,করই বাগান,ফুলছড়ি,পূ্ব সোনাই,নতুন পাড়া,ইসলামপুর,ধর্মপুর,দুলিয়াছড়ি,আলিপুর,সিকদারখীল,চৌধুরীপাড়া,সরকার পাড়া বাংলাপাড়া, মজিবনগর লালটিলা,মোহাম্মদপুর উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

সবাই রাতের ভিতরে পানি,মোবাইল , চার্জার ইত্যাদির প্রয়োজন কাজ সমাধান করে নেন।
ধন্যবাদ
দাঁতমারা সাব-জোনাল অফিস।

  এক আদিবাসী কন্যার স্বপ্নপূরণের লড়াই 🧡এক ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলাম ও কয়েকটা ছবি স্কিনশট নিলাম।মালতী মুর্মু গ্ৰামের...
12/07/2025


এক আদিবাসী কন্যার স্বপ্নপূরণের লড়াই 🧡

এক ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলাম ও কয়েকটা ছবি স্কিনশট নিলাম।

মালতী মুর্মু গ্ৰামের ৮৫ টি পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য নিজের বাড়িকে ২০২০ সাল থেকে স্কুল বানিয়ে ফেলেছেন।
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের Hilltop থেকে ২৫ কিমি দূরে বিচ্ছিন্ন গ্ৰাম জিলিং সেরেং। সেই গ্ৰামের গৃহবধূ নিজের ২ মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রায় ৬০ জন ছাত্রীদের নিয়ে বিনামূল্যে স্কুল চালাচ্ছেন। গ্ৰাম থেকে বিদ্যালয় দূরবর্তী হওয়ায় বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারে না। ২০২০ সালে লক ডাউনের সময় শিশুরা যখন বইএর পাতা থেকে মুখ সরিয়ে নিয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নেন আমি গ্ৰামে ছেলেমেয়েদের বিনাপয়সায় পড়াবো। কয়েকজনকে নিয়ে পড়ানো শুরু করেন। তারপর ধীরে ধীরে গ্ৰামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতীর নিকট।
প্রথমের দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছাশক্তির কাছে স্বামী সহমত পোষণ করেন। তারপর স্ত্রীর পাশে দাঁড়িয়ে মালতীকে সাহায্য করতে থাকেন।

দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির  জন্য  জানানো যাছে যে, ৩৩কেভি লাইনে  গাছপালা কাটাও  রক্ষনাবেক্ষন ...
11/07/2025

দাঁতমারা সাব-জোনাল অফিস এর সম্মানিত গ্রাহক গণের অবগতির জন্য জানানো যাছে যে, ৩৩কেভি লাইনে গাছপালা কাটাও রক্ষনাবেক্ষন করা জন্য। আগামীকাল ১২-৭-২০২৫ সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দাঁতমারা, হেঁয়াকো, শান্তিরহাট,কাজিরহাট,বাগান বাজার,বড় বেতুয়া,নারায়ণহাট,হাসনাবাদ, বালুটিলা,নতুনপাড়া বান্ধরমারা,তারাখো,রত্নপুর,মোহাম্মদপুর উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সবাই রাতের ভিতরে পানি,মোবাইল , চার্জার ইত্যাদির প্রয়োজন সেরে কাজ নেন।
ধন্যবাদ
দাঁতমারা সাব-জোনাল অফিস।

11/07/2025

উত্তর ফটিকছড়িতে টপ ওয়ানে মাদ্রাসা থাকলেও টপ টেন এ নেই কোন স্কুল!! আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে.

হেয়াকো রহমানিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি...
10/07/2025

হেয়াকো রহমানিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমগীর।

09/07/2025

ফটিকছড়ি ওমান প্রবাসী বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন।
আলী আকবর সভাপতি, শাহেদুল আলম সাধারণ সম্পাদক
এবং প্রিয় দাঁতমারা সন্তান #ফয়সাল_আহমদ_খোকন সাংগঠনিক সম্পাদক।

নারায়ণহাটে হালদার পানি বি পদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
09/07/2025

নারায়ণহাটে হালদার পানি বি পদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চা*করিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত ...
09/07/2025

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চা*করিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও। বুধবার (১০ জুলাই) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।

09/07/2025

উত্তর ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

Address


Telephone

+8801822233172

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ির সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফটিকছড়ির সময়:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share