Mirzapur news24.com

  • Home
  • Mirzapur news24.com

Mirzapur news24.com মির্জাপুর উপজেলার সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টালে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন

10/06/2025

আগামীকাল (১১ জুন) বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মির্জাপুর পৌরসভা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এবার জিআই স্বীকৃতি পেল জামুর্কীর কালিদাসের সন্দেশআরাফাত ইসলাম, (মির্জাপুর নিউজ২৪ ডেস্ক): এবার দেশের ৫৪তম ও টাঙ্গাইল জেলা...
30/04/2025

এবার জিআই স্বীকৃতি পেল জামুর্কীর কালিদাসের সন্দেশ

আরাফাত ইসলাম, (মির্জাপুর নিউজ২৪ ডেস্ক): এবার দেশের ৫৪তম ও টাঙ্গাইল জেলার চতুর্থ পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিদাস মিষ্টান্ন ভান্ডারের নামকরা সন্দেশ। এর আগে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, তাঁতের শাড়ি ও মধুপুরের আনারস এই স্বীকৃতি অর্জন করে।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা এবং ট্রেডমার্ক বিভাগ আয়োজিত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছ থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জামুর্কীর সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন।

২০২৪ সালের পহেলা এপ্রিল জামুর্কীর সন্দেশের জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল। যার আবেদন নং জিআই-৭৪। এক বছর পর অবশেষে সেই স্বীকৃতি লাভ করলো মির্জাপুরের এই পণ্য।

কোনো পণ্যের জিআই বা জিওগ্রাফিকাল ইনডিকেশন স্বীকৃতি মানে তার ভৌগোলিক নির্দেশনাকে বোঝায়। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। পণ্যগুলোর তখন আলাদা কদর থাকে। এতে ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়।

কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ সেই পণ্য শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়।

জানা যায়, ব্রিটিশ আমলে জামুর্কী এবং এর আশপাশের এলাকায় ছিল জমিদার ও সম্ভ্রান্ত হিন্দুদের বসবাস। গ্রামের মদন মোহন সাহা মিষ্টি তৈরি করে বিক্রি করতেন। তার মৃত্যুর পর তার ছেলে কালীদাস সাহা পৈত্রিক ব্যবসার হাল ধরেন। পরে তিনি দুধ, চিনি ও পাটালি গুড় দিয়ে চিনি ও গুড়ের দুই প্রকার সন্দেশ তৈরি করে বিক্রি করা শুরু করেন। সময়ের সঙ্গে তার তৈরি এই সন্দেশের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

এর খ্যাতির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক বরেণ্য ব্যক্তি কালীদাসের সন্দেশ খেয়ে মুগ্ধ হয়েছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর সফরে এলে তাকে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছিল সেগুলোর মধ্যে জামুর্কীর সন্দেশও ছিল।

এখনও জেলায় আসা বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়ন করতে এই সন্দেশের অর্ডার দেওয়া হয়। এছাড়া বিয়ে, ঈদ, পূজাসহ বিভিন্ন আয়োজন ও আচার অনুষ্ঠানে এই সন্দেশ যেন অপরিহার্য।

শুভ জন্মদিন। আজ ২১ এপ্রিল, মির্জাপুর নিউজ২৪ এর সম্পাদক সাংবাদিক আরাফাত ইসলাম (বিএসএস ইন জার্নালিজম) এর জন্মদিনে আন্তরিক ...
21/04/2025

শুভ জন্মদিন। আজ ২১ এপ্রিল, মির্জাপুর নিউজ২৪ এর সম্পাদক সাংবাদিক আরাফাত ইসলাম (বিএসএস ইন জার্নালিজম) এর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।💐

শুভ সকাল!মির্জাপুরের সুন্দর এই জায়গা চিনে থাকলে কমেন্ট করুন।
17/04/2025

শুভ সকাল!
মির্জাপুরের সুন্দর এই জায়গা চিনে থাকলে কমেন্ট করুন।

মির্জাপুরের সাহাপাড়া মেলার মাঠ থেকে সরাসরি।📷 Journalist Arafat Islam
15/04/2025

মির্জাপুরের সাহাপাড়া মেলার মাঠ থেকে সরাসরি।
📷 Journalist Arafat Islam

14/04/2025

সবাইকে বাংলা নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা
"শুভ নববর্ষ ১৪৩২"

মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব! #মির্জাপুর_নিউজ২৪_ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তান...
08/04/2025

মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব!

#মির্জাপুর_নিউজ২৪_ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আঁখি মন্ডল নামের এক গৃহবধূ। রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের কুমুদিনী হাসপাতালে অপারেশনের মাধ্যমে এই চার নবজাতক প্রসব করেন তিনি।

তবে তিনটি সন্তান জীবিত প্রসব করলেও একটি মৃত বাচ্চা প্রসব হয়। এর মধ্যে দুই পুত্র ও দুই কন্যা বাচ্চা ছিল। এক ছেলে বাচ্চা গর্ভেই মারা যায় বলে চিকিৎসক জানিয়েছেন। কুমুদিনী হাসপাতালের গাইনী বিভাগের আবাসিক সার্জন ডা: মেহেরুন নেছা মায়া সফল অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার বাচ্চা প্রসব করান।

জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরের যতুকী গ্রামের রতি সরকারের স্ত্রী আঁখি। বিগত ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের এক বছর পর একটি পুত্র সন্তান জন্ম দিলেও চার দিন পর সেই সন্তান মারা যায়। এর এক বছর পর আরও এক কন্যা সন্তানের জন্ম দেন আঁখি। সেই এক কন্যা সন্তানের পর এবার একসঙ্গে চার নবজাতকের জন্ম দিলেন তিনি।

চিকিৎসক মেহেরুন নেছা মায়া জানান, একত্রে চারটি বাচ্চা গর্ভেধারণ করা এটি একটি বিরল ঘটনা। কারণ, গবেষণায় দেখা গেছে প্রতি পাঁচ লাখ বারো হাজার গর্ভধারণে এটি একবার ঘটে। এ ধরনের গর্ভধারণ মা ও চিকিৎসকের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এতে মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা ও সময়ের আগে ডেলিভারির ঝুঁকি থাকে।

তিনি আরও বলেন, আঁখি আট মাসের প্রসব ব্যথা নিয়ে রবিবার সন্ধ্যায় কুমুদিনী হাসপাতালে আসেন। এরপর দ্রুত সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি জীবিত বাচ্চা ও একটি মৃত বাচ্চা ডেলিভারি করান তারা। বর্তমানে নবজাতকদের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিউতে রাখা হয়েছে। তবে তিন নবজাতক ও মা ভালো আছেন বলেও উল্লেখ করেন তিনি।

02/04/2025

মির্জাপুরে ঈদ উপলক্ষে মহেড়া জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মির্জাপুর রেলস্টেশন, ধেরুয়া রেলক্রসিং এলাকা, উয়ার্শী ব্রিজসহ উপজেলার বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো!

মির্জাপুরে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা! মির্জাপুর নিউজ২৪ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন ...
02/04/2025

মির্জাপুরে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা!

মির্জাপুর নিউজ২৪ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া, ইমামকে এককালীন পেনশন হিসেবে দেওয়া হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা গেছে, ১৯৯১ সালে মাওলানা মোহাম্মদ শাজাহান খান নতুন কহেলা জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩৪ বছর ইমামতি করেন তিনি। গ্রামের প্রতিটি মানুষের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। প্রায় ২ হাজার শিক্ষার্থীকে তিনি কুরআন শিখিয়েছেন।

তার শেষ বয়সে এলাকাবাসী ইমামকে সম্মানিত করতে সজ্জিত ঘোড়ার গাড়ি টমটমে করে বিদায় দিয়েছেন। এছাড়া ঘোড়ার গাড়ি বহরের সঙ্গী হয়েছে অর্ধশতাধিক মোটরসাইকেল। গ্রামবাসীরা হাত নেড়ে ইমামের কর্মজীবনের শেষ বিদায় জানান।

১৯৯১ সালে যুবক বয়সে ৬০০ টাকা বেতন পাওয়া ইমামের বিদায়কালে বেতন হয় ১৭ হাজার পাঁচশত টাকা। তিনি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে।

তিনি ঢাকার লালবাগের একটি স্বনামধন্য মাদ্রাসা থেকে মাওলানা পাস করেন। পরে তিনি এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেধা ও যোগ্যতা অনুযায়ী সে সময়ে ৬০০ টাকা বেতন ধার্য করা হয়। দীর্ঘ ৩৪ বছরের ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। ফলে তার বিদায় বেলায় এককালীন পেনশন দেওয়া হয়েছে ৯ লাখ ৩ শত টাকা।

২০২৪ সালে গ্রামের পক্ষ থেকে এই ইমামকে ওমরাহ হজে পাঠানো হয়। এছাড়া, গ্রামের মানুষ নানা ধরনের উপহার দিয়ে বিদায় জানান। তার বিদায় সফরসঙ্গী হয়ে গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এমন বিদায় জানাতে পেরে খুশি স্থানীয় গ্রামবাসীরাও। এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগাপ্লুত হয়ে কেঁদে কৃতজ্ঞতা জানান ইমাম।

30/03/2025

আলহামদুলিল্লাহ। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে! আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদ🌙মোবারক

29/03/2025

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইসহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ সোমবার। বাংলাদেশেও একই দিনে ঈদ!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mirzapur news24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirzapur news24.com:

  • Want your business to be the top-listed Media Company?

Share