An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center

  • Home
  • An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center

An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center "তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা করো তার মধ্যে হিজামা (কাপিং থেরাপি) সর্বত্তম।" সহি বুখারী -৫৬৯৭।

হিজামা/কাপিং থেরাপি চিকিৎসা কী?
💠💠হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)। রাসূল সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।
#হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।
এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
আধুনিক পরিভাষায় Cupping ( #কাপিং),বাংলাতে #শিংগা লাগানো।
💠💠হিজাম

া কিভাবে কাজ করে::
শরিরের বিভিন্ন স্থান থেকে নেগেটিভ সাকশনের মাদ্ধমে চামড়ার নিচে ছড়িয়ে থাকা অপ্রয়োজনীয় রক্ত বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
💠💠আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:)বলেছেন-
জিবরীল আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০.
💠💠জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।
” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০২
💠💠হিজামা/কাপিং থেরাপি দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। চুল পড়া
৫। ঘুমের ব্যাঘাত
৬। পায়ে ব্যথা
৭। বাতের ব্যথা
৮।নার্ভের সমস্যা
৯। আথর্রাইটিস
১০।গেটে বাত
১১। ত্বকের বর্জ পরিস্কার
১২।ঘাড়ে ব্যথা
১৩। দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
১৪। কিডনী রোগ
১৫। মাংস পেশীর ব্যথা
১৬।হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা
১৭।সাইনুসাইটিস
১৮।অবস(প্যরালাইসিস)
১৯।গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি
২০।হাঁপানি (Asthma)
২১।হৃদরোগ
২২।থাইরয়েড
২৩। শারিরিক দুর্বলতা
২৪।গোড়ালি ব্যাথা
২৫।ব্লাক ম্যাজিক বা কালো জাদুর সমস্যা
২৬।বমির সমস্যা
২৭।হাটু ব্যাথা
২৮।কোমর ব্যাথা
২৯।হাড় ক্ষয়জনিত ব্যাথা
৩০।লিভার ডিজিজ
৩১।মিসক্যারেজের সমস্যা
৩২।ইরেগুলার প্রিয়োড
৩৩।হরমনাল সমস্যা
৩৪।ডিপ্রেশন ...
ইত্যাদি ভিবিন্ন রোগ...।।
💠আমাদের সেন্টারে মহিলাদের জন্যে পরিপূর্ণ পর্দার সাথে মহিলা থেরাপিস্ট দ্বারা হিজামা চিকিৎসা করানো হয়।
🏘️🏘️🏘️🏘️🏘️রাজশাহী🏘️🏘️🏘️🏘️
-----------------------------------------
🏘️আমাদের ঠিকানাঃ আব্দুস সাত্তার সুপার মার্কেট, নওদাপাড়া বাজার,রাজশাহী।
🤳মোবাইলঃ 01937364681, 01537736170
🏘️🏘️🏘️🏘️🏘️ঝিনাইদহ🏘️🏘️🏘️🏘️
-----------------------------------------
ঠিকানাঃ ভাইবন্ধু ফার্মেসী,সদর হাসপাতালের সামনে #ঝিনাইদহ।
🤳মোবাইলঃ 01937364681, 01537736170
📘আমাদের ফেসবুক পেজঃ
https://fb.watch/bg2dAEE5tE/
#হিজামা_রাজশাহী
#হিজামা_সেন্টার_রাজশাহী
#হিজামা_চিকিৎসা
#রাজশাহী
#হিজামা




#রাজশাহী_হিজামা_সেন্টার
#রাজশাহী_হিজামা

05/01/2026

👹আজকে রুগী নিজেই যাদুর পেপার গুলো বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ।
📷ক্যামেরার পিছনে অনেক কাহিনি আছে। পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ।
‎👉আসসালামু আলাইকুম
‎আপনারা রুকইয়াহ শারঈয়াহ ও হিজামার চিকিৎসা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন! ইনশাআল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে রোগীদেরকে সুষ্ঠভাবে ইহসানের সহিত ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব।

‎✍️Raqi Abdul Hai
‎ #রুকইয়াহ_কনসালটেন্ট_ও_হিজামা_থেরাপিস্ট
‎🔰রুকইয়াহ শারঈয়াহ বিষয়ক যেকোনো পরামর্শ নিতে বা রুকইয়াহ করিয়ে নিতে যোগাযোগ করুন!
‎🔰এছাড়াও হিজামা (Cupping Therapy) দেওয়া হয়। ছেলে-মেয়ে উভয়ের জন্যই সুব্যবস্থা রয়েছে।
‎📖রুকইয়াহ ও হিজামার বিষয়ে যে কোন পরামর্শ ও চিকিৎসা নিতে যোগাযোগ করুন।
‎☎️01907-252490 (কন্টাক্ট নাম্বার)
‎☎️01537-736170 (whatsapp নাম্বার)
‎🏨আমার চেম্বার:
‎⛳(আর,এইচ,ছাত্রাবাস এর অপজিটে) উপর-ভদ্রা, রাজশাহী।
🌍-ভাই-বন্ধু ফার্মেসী, সদর হাসপাতাল গেট,হামদহ, ঝিনাইদহ।
🌍-নাচোল,চাপাইনবয়াবগঞ্জ।
‎🎯বিশেষ দ্রষ্টব্য: সারাদেশে রুকইয়াহ শারঈয়াহ হোম সার্ভিস দেওয়া হয়।
‎🎯এছাড়াও অনলাইনের মাধ্যমে রুকইয়াহ শারঈয়ার চিকিৎসা করা হয়।

রুকইয়াহ হোম সার্ভিসঅনেক পরিবারেই জিন ও জাদুকেন্দ্রিক সমস্যা থাকে। একা কোনো একজন নয়—পরিবারের প্রায় সবাই কমবেশি একসাথে আক্...
31/12/2025

রুকইয়াহ হোম সার্ভিস

অনেক পরিবারেই জিন ও জাদুকেন্দ্রিক সমস্যা থাকে। একা কোনো একজন নয়—পরিবারের প্রায় সবাই কমবেশি একসাথে আক্রান্ত হয়। দীর্ঘদিন ফকির–কবিরাজের পেছনে ঘুরে, লাখ লাখ টাকা খরচ করেও অনেকেই কোনো ফল পান না। সমস্যার সমাধান তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আসল সমস্যাটাই সঠিকভাবে নির্ণয় হয় না। আবার অনেক সময় এককভাবে বারবার রুকইয়াহ করলেও কাঙ্ক্ষিত উপকার দেখা যায় না। এমন পরিস্থিতিতে পরিবারভিত্তিক রুকইয়াহ ডায়াগনোসিস করা অত্যন্ত জরুরি। এ জন্যই রুকইয়াহ হোম সার্ভিস একটি কার্যকর ব্যবস্থা।

হোম সার্ভিস রুকইয়াহতে একই বাসার সকল সদস্যকে একসাথে পর্যবেক্ষণ করা হয়। কুরআনের আয়াত পাঠের মাধ্যমে স্পষ্ট করা হয়—একই পরিবারের কার কার মধ্যে সমস্যা বিদ্যমান। এরপর যাদের সমস্যা তুলনামূলকভাবে বেশি, তাদের আলাদাভাবে গুরুত্ব সহকারে বিস্তারিতভাবে রুকইয়াহ করা হয়। কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী জিন উপস্থিত হলে তার কাছ থেকে জবানবন্দিও নেওয়া হয়। এভাবে সমন্বিত পদ্ধতিতে কাজ করলে দীর্ঘদিন ভোগান্তিতে থাকা রোগীদের ইনশাআল্লাহ সহজে উদ্ধার করা সম্ভব হয়।

আন-নাবা হিজামা ও রুকইয়াহ সেন্টার দেশের অন্যান্য বিভাগীয় এলাকাতেও রুকইয়াহ হোম সার্ভিস প্রদান করছে। ফলে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আমাদের অনলাইন কনসাল্টেন্সি ও রুকইয়াহ হোম সার্ভিসের ব্যবস্থা সবসময়ই আপনার জন্য উন্মুক্ত রয়েছে—ইনশাআল্লাহ।

রুকইয়াহ হোম সার্ভিসের শিডিউলের জন্য যোগাযোগ করুন:
01537-736170
01907252490

মারিদ জ্বীন কীজ্বীন আল্লাহ তাআলার সৃষ্টি। কোরআনে আল্লাহ বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জ্বীনকে সৃষ্টি করে...
31/12/2025

মারিদ জ্বীন কী
জ্বীন আল্লাহ তাআলার সৃষ্টি। কোরআনে আল্লাহ বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জ্বীনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। জ্বীনদের মধ্যেও বিভিন্ন শ্রেণি রয়েছে। মারিদ জ্বীন হলো জ্বীনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, ধূর্ত ও অবাধ্য শ্রেণির জ্বীন। কোরআনে মারিদ শব্দটি এসেছে অত্যন্ত বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী অর্থে।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, শয়তানদের মধ্য থেকে প্রত্যেক অবাধ্য মারিদকে আমি বাঁধা দিয়েছি। এখান থেকে বোঝা যায়, মারিদ জ্বীন মূলত শয়তান শ্রেণির জ্বীন, যারা আল্লাহর আদেশ অমান্য করে এবং মানুষের ক্ষতি করাই যাদের মূল কাজ।
মারিদ জ্বীনের স্বভাব ও কাজ
মারিদ জ্বীন সাধারণত মানুষের ঈমান দুর্বল করা, ভয় সৃষ্টি করা, ওয়াসওয়াসা দেওয়া, ইবাদত থেকে দূরে রাখা এবং কখনো কখনো শারীরিক ও মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করে। তারা খুব ধৈর্যশীল এবং দীর্ঘ সময় ধরে মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। অনেক সময় যাদু, বদনজর বা কুফরি আমলের সাথে তাদের সংশ্লিষ্টতা দেখা যায়।
হাদিসে এসেছে, শয়তান মানুষের রক্তে প্রবাহিত হয়। এর দ্বারা বোঝানো হয় যে শয়তান ও দুষ্ট জ্বীন মানুষের খুব কাছাকাছি থেকে প্রভাব বিস্তার করতে পারে, বিশেষ করে যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে।
মারিদ জ্বীনের সম্ভাব্য প্রভাব বা লক্ষণ
ইবাদতে হঠাৎ অস্বাভাবিক অলসতা
নামাজ, কোরআন তিলাওয়াতে অকারণ বিরক্তি
ঘন ঘন দুঃস্বপ্ন
অকারণে ভয়, অস্থিরতা বা রাগ
কোরআন তিলাওয়াত শুনলে অস্বস্তি
একাকিত্ব পছন্দ করা এবং মানুষের থেকে দূরে থাকা
এগুলো সবসময় জ্বীনের কারণেই হয় এমন নয়, তবে যদি একাধিক লক্ষণ একসাথে দীর্ঘদিন থাকে, তখন শরয়ি রুকইয়াহ করা উত্তম।
রুকইয়াহ কী এবং কেন জরুরি
রুকইয়াহ হলো কোরআন ও সহিহ দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক বা আত্মরক্ষা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকইয়াহ করেছেন এবং সাহাবাদেরও অনুমতি দিয়েছেন, যতক্ষণ তা কোরআন ও সহিহ দোয়ার মাধ্যমে হয়।
তিনি বলেছেন, যে রুকইয়াহতে শিরক নেই, তাতে কোনো সমস্যা নেই।
মারিদ জ্বীন থেকে বাঁচার জন্য কোরআনভিত্তিক রুকইয়াহ
সূরা ফাতিহা নিয়মিত পড়া
আয়াতুল কুরসি ফরজ নামাজের পর এবং ঘুমের আগে পড়া
সূরা ইখলাস, ফালাক ও নাস সকাল সন্ধ্যায় তিনবার করে পড়া
সূরা বাকারা ঘরে নিয়মিত তিলাওয়াত করা, কারণ এই সূরা যে ঘরে পড়ে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না
ঘুমানোর আগে শরীরে ফুঁ দিয়ে শেষ তিন কুল পড়া
এগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত।
গুরুত্বপূর্ণ সতর্কতা
মারিদ জ্বীন বা যেকোনো জ্বীনের ক্ষেত্রে কখনো তাবিজ, ঝাড়ফুঁককারী বাবার কাছে যাওয়া, নাম না জানা মন্ত্র ব্যবহার করা বা কুফরি কথা বলা সম্পূর্ণ হারাম। এগুলো করলে সাময়িক উপকার মনে হলেও ঈমান ধ্বংস হওয়ার ভয় থাকে।
আল্লাহর ওপর পূর্ণ ভরসা, নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপনই হলো সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা।
শেষ কথা
মারিদ জ্বীন যত শক্তিশালীই হোক, আল্লাহ তাআলার কালাম তার চেয়েও শক্তিশালী। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে থাকে, তার কোনো ক্ষতি করার ক্ষমতা কোনো জ্বীনের নেই। ভয় নয়, প্রয়োজন ঈমান ও আমল।

আমি মশারী টাঙাই মশার জন্য না, বরং দুষ্ট জ্বীন থেকে হেফাজতে থাকার জন্য। হাদিস থেকে যেভাবে তা বুঝা যায়,বাস্তবে একাধিক লোক...
17/12/2025

আমি মশারী টাঙাই মশার জন্য না, বরং দুষ্ট জ্বীন থেকে হেফাজতে থাকার জন্য।
হাদিস থেকে যেভাবে তা বুঝা যায়,বাস্তবে একাধিক লোকের অভিজ্ঞতার দ্বারাও তার প্রমাণ পেয়েছি।

👉রাসূল (স:) বলেছেন,

দরজাগুলো আটকিয়ে রাখবে এবং আল্লাহর নাম উচ্চারণ করবে। কেননা শাইতান কোন বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা তোমাদের মশকসমূহের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম মনে করবে। আর তোমাদের বাসনগুলোআবৃত রাখবে, যদি তার উপর একটি কাঠিও রেখে হয়এবং আল্লাহর নাম উচ্চারণ করবে। আর তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে।

তাই 'বিসমিল্লাহ' বলে মশারী টাঙান,
'বিসমিল্লাহ' বলে তাতে প্রবেশ করুন। এতে মশার পাশাপাশি জ্বীন থেকে হেফাজতে থাকতে পারবেন ইংশাআল্লাহ।
👉এটা শুধু মশারী না,
👹বরং জ্বীনারী🫣🫣।

📚 হাদিস নম্বর

সহিহ বুখারি: 3280, 5623
সহিহ মুসলিম: 2012

আশিক জ্বীনের সমস্যা থাকলে অনেকের ক্ষেত্রে তার জরায়ুতে সিস্ট টিউমার অনিয়মিত মাসিক এবং ব্রেস্টের মধ্যে টিউমার হয়ে যায়।...
16/12/2025

আশিক জ্বীনের সমস্যা থাকলে অনেকের ক্ষেত্রে তার জরায়ুতে সিস্ট টিউমার অনিয়মিত মাসিক এবং ব্রেস্টের মধ্যে টিউমার হয়ে যায়।
কারণ এই অঙ্গ ও বুক আশিক জ্বীনের অন্যতম পছন্দনীয় জায়গা গুলোর একটি!

সমাধান! তাওয়াক্কুল ইবাদত সালাত আখলাক সুন্নি জীবনযাপন আর #হিজামা ও #রুকইয়াহ_শারিয়াহ ট্রিটমেন্ট করা।

🌑 জাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম (শরঈ ও নিরাপদ পদ্ধতি)‼️অনেক সময় বাসাবাড়িতে অজ্ঞাত কারণে অদ্ভুত সব জিনিসপত্র পাওয়া ...
15/12/2025

🌑 জাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম (শরঈ ও নিরাপদ পদ্ধতি)‼️

অনেক সময় বাসাবাড়িতে অজ্ঞাত কারণে অদ্ভুত সব জিনিসপত্র পাওয়া যায়—
তাবিজ, গিঁট, কড়ি, লাল-কালো সুতার ফাঁস, হাড়, পাথর, চিরুনি কিংবা কাগজে মোড়ানো অদ্ভুত লেখাযুক্ত বস্তু।
হিংসা, শত্রুতা কিংবা প্রতিশোধের কারণে অনেকে তান্ত্রিক–কবিরাজের কাছে গিয়ে এসব জাদুর উপকরণ তৈরি করায় এবং তা ঘরের কোনা, বালিশের ভেতর, জানালার কার্নিশ, ড্রেন বা ওয়াশরুমে লুকিয়ে রেখে যায়।

আবার অনেকেই নিজেরাই কবিরাজের কাছ থেকে তাবিজ-কবজ নিয়ে আসে—
যার মধ্যে জাদুর মন্ত্র, শয়তানি তাবিজ, এমনকি বাঁধা জ্বীনও থাকে।
কখনো এসব দিয়েই কবিরাজ উল্টো সেই ব্যক্তির ওপর জাদু করে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়।

➡️ তাই রুকইয়াহ শুরু করার পূর্বে এ ধরনের জিনিস পাওয়া গেলে তা নষ্ট করা জরুরি। নিচে জাদুর জিনিস নষ্ট করার সঠিক পদ্ধতি দেওয়া হলো—

🕌 ১️⃣ রুকইয়াহ পানি প্রস্তুত করা
একটি পাত্রে পরিষ্কার পানি নিন। এরপর নিচের সিহরের আয়াতগুলো ৭ বার বা ৩ বার করে তিলাওয়াত করে পানির ওপর ফুঁ দিন:

📖 সিহর নষ্টের আয়াতসমূহ
সূরা আরাফ: ১১৭–১২২
সূরা ইউনুস: ৮১–৮২
সূরা ত্বহা: ৬৮–৭০
সূরা ইখলাস
সূরা ফালাক,সূরা নাস

🔥 ২️⃣ জাদুর বস্তুর গঠন ধ্বংস করা
জাদুর জিনিসপত্র/তাবিজ মূল অস্তিত্ব/গঠন থেকে ধ্বংস করুন। কগজ/কাপড়/সুতা/চুল জাতীয় হলে ছিঁড়ে/কেটে ফেলুন। গিঁট থাকলে ফেলুন, সম্ভব না হলে কেটে ফেলুন। চামচ/কাঠি/ধাতব কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চিহ্নগুলো নষ্ট করুন। তাবিজ হলে এর ভেতরে যা আছে সেগুলো বের করুন। বের করা সম্ভব না হলে এর মুখ থেকে মোম সরিয়ে কিছু একটা দিয়ে খুঁচিয়ে যতটুকু সম্ভব ধ্বংস করুন বা ছিঁড়ে ফেলবেন।

🧴 ৩⃣ তাবিজ/জাদুর বস্তু পানিতে ভিজিয়ে রাখা
এরপর তাবিজ বা জাদুর জিনিসগুলো ১০-১৫ মিনিট ভালভাবে পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এতেই জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর মানুষ চলাচল করেনা এমন যায়গায় ফেলে দিন। অথবা মাটিতে পুঁতে ফেলুন। সম্ভব হলে তারপর পানি থেকে উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন। এরপর ছাই ও তাবিজগুলো দূরে কোথাও ফেলে দিন বা মাটির নিচে পুঁতে দিন।

⚠️ ৪⃣ বিশেষ সতর্কতা: তাবিজ অনেক সময় “অ্যাক্টিভ” হয়ে যেতে পারে
অনেক সময় তাবিজ বা জাদুর উপকরণ স্পর্শ করলেই, ঘ্রাণ নিলেই বা আগুনে পুড়ালেই নষ্ট হওয়ার বদলে আরও সক্রিয় হয়ে যায়। তাই কখনোই খালি হাতে এদের স্পর্শ করা যাবে না। নাকের কাছে নেওয়া যাবে না। আগে পানি দিয়ে গলানো ছাড়া সরাসরি পোড়ানো যাবে না।

সন্দেহজনক কোন যাদর বস্তু বা তাবিজ থাকলে তা খোলা বা কেটে টুকরো করার পূর্বে হাতে গ্লাভস পড়ে বা পলিথিন পেঁচিয়ে সতর্কতার সাথে ধরতে হবে। অতিরিক্ত সতর্কতা হিসেবে মুখে মাস্ক পড়ে নিতে পারেন। যাতে ঘ্রান বা ধোঁয়া নাকে না পৌঁছে।

📝 ৫️⃣ নোট (গুরুত্বপূর্ণ):
➡️ যদি সব আয়াত পড়া সম্ভব না হয়—
তাহলে অন্তত: ৩ বার সূরা ফালাক এবং ৩ বার সূরা নাস পাঠ করে পানি রেডি করুন।

⛔আমাদের অভিজ্ঞ রাক্বি দ্বারা রুকাইয়া করাতে সরাসরি যোগাযোগ করুন: 📞01537736170
📞01907252490

14/12/2025

রাজশাহী ব্রাঞ্চে কালকে সকাল থেকে রুগী দেখবো ইনশাআল্লাহ।
01537-736170
থাকবো এক সপ্তাহ।

12/12/2025

🧑‍🦽আপনি কি দীর্ঘদিন যাবৎ অসহ্য
🔸ঘাড় ব্যাথা,
🔸কোমর ব্যাথা,
🔸পিঠ ব্যাথা,
🔸হাঁটু ব্যাথা,
🔸মাথা ব্যাথা,
🔸বাত ব্যাথা, সহ যেকোনো ব্যথা জনিত সমস্যায় ভুগছেন?
😰আর নয় চিন্তা আমাদের সেন্টারে হিজামা/কাপিং থেরাপি চিকিৎসার মাধ্যমে ব্যথা জনিত সমস্যা স্থায়ীভাবে দুর করতে পারবেন ইনশাআল্লাহ।

🩺আমরা 6️⃣বছর ধরে হিজামা/কাপিং থেরাপি নিয়ে কাজ করছি।
তাই রোগকে শরীরে পুষে না রেখে এখনই হিজামা চিকিৎসা নিন।

অ্যাপয়েন্টমেন্ট নিন আর সুস্থ জীবনে ফিরে আসুন, আপনার সুস্থতায় আমাদের প্রধান লক্ষ্য। 😍
🟨আমাদের কম্মাইন্ড চিকিৎসা নিয়ে ফিরে আসতে পারেন সুস্থ জীবনে।
👰👰মহিলাদের জন্যে রয়েছে মহিলা চিকিৎসক।
আমাদের সার্ভিস সূমহ:
🔷ফায়ার কাপিং ম্যাসেজ
🔶হিজামা/কাপিং থেরাপি
🔷ফিজিওথেরাপি
🔶বডি ম্যাসেজ
🔷ফেসিয়াল কাপিং (ব্রোন এর ট্রিটমেন্ট) করে থাকি।
🔶রুকইয়াহ (জিন, যাদু,বদ নজরের কুর'আনিক ট্রিটমেন্ট)

🔹🔸▫️▪️🔹🔸▫️▪️🔹🔸▫️▪️🔹
সেন্টারে এসে কথা বলতে পারেন:
🩺আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলুন।
📞সিরিয়াল নিতে ফোন করুনঃ 0️⃣1️⃣9️⃣0️⃣7️⃣2️⃣5️⃣2️⃣4️⃣9️⃣0️⃣
🩺মহিলা: 01516572235 (WhatsApp)
🩺পুরুষ: 01537736170 (WhatsApp)
🌐বালিয়াপুকুর মেইন রোড, আর এইচ গেট (রুয়েট ২য় গেট) এর অপজিটে,উপর ভদ্রা, রাজশাহী।
Google লোকেশনঃ https://maps.app.goo.gl/AgYEcMFdPesp1fT58

স্বপ্নে মাহরামের সাথে যিনা করতে দেখা আশিক জীবনে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ..(মাহরাম মানে-- যাদের সাথে বৈবাহিক সম্পর্ক চ...
10/12/2025

স্বপ্নে মাহরামের সাথে যিনা করতে দেখা আশিক জীবনে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ..

(মাহরাম মানে-- যাদের সাথে বৈবাহিক সম্পর্ক চিরতরে হারাম…যেমন: মা, বাবা,আপন ভাই-বোন,আপন মামা-চাচা,নিজের ছেলে-মেয়ে,আপন দাদা-দাদি ইত্যাদি)
যাদের জ্বিন ঘুমের মধ্যে ফিজিকাল হ্যারেজমেন্ট করে… তাদের জন্য সবচেয়ে ইফেকটিভ সাজেশন।

★একটা কড়া ঘ্রাণের আতর লাগবে(ভালো গ্রেডের কস্তুরী আতর হলে সবচেয়ে ভালো হয়)

এরপর আয়াতুল কুরসি ৭ বার
সূরা সহফাতের ১-১০ নাম্বার আয়াত ৩ বার
সূরা জ্বীন এর প্রথম ১০ আয়াত ১ বার
সূরা নূরের ২ নাম্বার আয়াত ৭ বার পড়বেন…

প্রত্যেকটা পড়ার পর আতরে থুথু মিশ্রিত ফুঁ দিবেন..

এরপর রাতে ঘুমানোর সময় হাতে সামান্য আতর নিয়ে বিছানায়(যেই জায়গার উপর আপনি ঘুমান) লাগিয়ে নিবেন… এবং অলিভ অয়েলে ২-১ ফোঁটা আতর মিশিয়ে প্রাইভেট পার্ট গুলোতে আশেপাশে এপ্লাই করবেন.. আশা করি রাতে ডিস্টার্ব করা বন্ধ হয়ে যাবে ইন শা আল্লাহ…

আরও টিপস-

রাতে ঘুমানোর সময় অবশ্যই অযু করে ঘুমাবেন

প্রতিদিন শীতল (আরামদায়ক) পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন..

সকাল সন্ধ্যার জিকির-আযকার গুলো গুরুত্ব দিয়ে আদায় করবেন।

বিয়ে বন্ধের জাদু-মেয়ে বা ছেলেকে বিয়ে করতে না দেওয়ার জন্য করা হয়। যেসব লক্ষন দেখা দেয়:• এই জাদু হলে রোগী বিয়ে করতে আগ্রহী...
09/12/2025

বিয়ে বন্ধের জাদু-মেয়ে বা ছেলেকে বিয়ে করতে না দেওয়ার জন্য করা হয়।

যেসব লক্ষন দেখা দেয়:

• এই জাদু হলে রোগী বিয়ে করতে আগ্রহী থাকে না।
• বিয়ের কথা শুনলেই রেগে উঠে।
• মাথাব্যথা করে বা শরীর খারাপ হয়ে যায়।
• দেখতে এলে চেহারা ফ্যাকাসে বা ব্রণে ভরে যায়।

এমন লক্ষণ প্রকাশ পেলে মাথায় ধরে সুরা ফালাক-নাস ও সিহরের আয়াত পড়ে পানিতে ফুঁ দিয়ে পান করবে বেশি। সিহরের কমন সাজেশন ফলো করবে এবং সিহরের আয়াতে ( সূরা : আরাফ, ১১৭-১২২, সূরা ৮১-৮২, সূরা : ত্বহা, ৬৯) যুক্ত করে নেবে সুরা বাকারা ২৩৫ নং আয়াত।

সুরা তাগাবুন পড়ে দুআ করবে। সুরা মুমতাহিনা টানা ৪০ দিন পড়তে পারে। দৈনিক শতবার ইয়া ফাত্তাহ! পড়বে। এ ছাড়া বিয়ের কথা চলমান থাকলে ভবিষ্যৎ-স্বামীর নাম-সহ নিয়ত করে টানা বরইপাতার গোসল করবে। এই সময় সিহরের আয়াতের সাথে সুরা বাকারা ১০২ নং আয়াত যুক্ত করে নেবে।

— ব‌ই: সেলফ রুক‌ইয়াহ গাইডলাইন।

⤵️ জিন কি নিজের ইচ্ছায় মানুষের শরীরে ঢুকে যায়?---------------------------------------------------------জিন কোনো মানুষের ...
06/12/2025

⤵️ জিন কি নিজের ইচ্ছায় মানুষের শরীরে ঢুকে যায়?
---------------------------------------------------------

জিন কোনো মানুষের দেহে নিজে থেকে হঠাৎ প্রবেশ করে না, যদি না তার জন্য শক্তিশালী কোনো কারণ থাকে।
প্রবেশেরও কিছু শর্ত ও কারণ থাকে।

⤵️ জিন মানুষের দেহে প্রবেশ করার প্রধান কারণগুলো:

▪️ কারো দ্বারা করা জাদু (সিহর)
▪️ জাদুকর নিচু শক্তির জিনকে বাধ্য করে মানুষের শরীরে প্রবেশ করায় ক্ষতি করার জন্য।
▪️ জিনের প্রেম বা আকর্ষণ (আশিক জিন)

⤵️ জিন কোনো মানুষকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে
সাধারণত ঘটে:
▪️গোসলের সময়।
▪️ঘুমের সময়।
▪️উলঙ্গ অবস্থায়।
▪️যখন মানুষ অসতর্ক থাকে।

⤵️ জিনকে কষ্ট দেওয়া বা জুলুম করা যেমন-

▪️গরম পানি ফেলা (বিসমিল্লাহ না বলে)
▪️এমন জায়গায় আঘাত করা যেখানে জিন থাকতে পারে।
▪️এমন ক্ষতিতে জিন প্রতিশোধ নিতে চায়।
▪️প্রচণ্ড ভয় বা মানসিক ধাক্কা

▪️ভয়ের মুহূর্তে মানুষের আত্মিক শক্তি ঈমানী শক্তি দুর্বল হয়ে যায়,
এ অবস্থায় যদি কোনো জিন কাছাকাছি থাকে, তখন তার প্রবেশ সহজ হয়।
▪️বিশেষ কিছু মানুষের ক্ষেত্রে (যাদের সংবেদনশীলতা বেশি),
আত্মিকভাবে শরীর দুর্বল অবস্থায় থাকলে জিনের প্রভাব বেশি হতে পারে।

নোট: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
জিন কোনো কারণ ছাড়া শরীরে প্রবেশ করতে পারে না।

📖রুকইয়াহ শারিয়াহ: আপনি কি দীর্ঘদিন যাবৎ অসহ্য 🔷জ্বীন-যাদু, বদনজর, পারিবারিক, ও মানুষিক, বিভিন্ন সমস্যায় ভুকছেন?📖রুকইয়াহ ...
06/12/2025

📖রুকইয়াহ শারিয়াহ: আপনি কি দীর্ঘদিন যাবৎ অসহ্য
🔷জ্বীন-যাদু, বদনজর, পারিবারিক, ও মানুষিক, বিভিন্ন সমস্যায় ভুকছেন?
📖রুকইয়াহ শারিয়াহ চিকিৎসার জন্যে এখনি যোগাযোগ করুন।
------
🩺হিজামা/কাপিং থেরাপি চিকিৎসা:
🧑‍🦽আপনি কি দীর্ঘদিন যাবৎ অসহ্য
🔸যেকোনো এলার্জি (চুলকানি)
🔸ঘাড় ব্যাথা,
🔸কোমর ব্যাথা,
🔸পিঠ ব্যাথা,
🔸হাঁটু ব্যাথা,
🔸মাথা ব্যাথা,
🔸বাত ব্যাথা, সহ যেকোনো ব্যথা জনিত সমস্যায় ভুগছেন?
😰আর নয় চিন্তা আমাদের সেন্টারে হিজামা/কাপিং থেরাপি চিকিৎসার মাধ্যমে ব্যথা জনিত সমস্যা স্থায়ীভাবে দুর করতে পারবেন ইনশাআল্লাহ।

🩺আমরা 6️⃣বছর ধরে হিজামা/কাপিং থেরাপি নিয়ে কাজ করছি।
তাই রোগকে শরীরে পুষে না রেখে এখনই হিজামা চিকিৎসা নিন।

অ্যাপয়েন্টমেন্ট নিন আর সুস্থ জীবনে ফিরে আসুন, আপনার সুস্থতায় আমাদের প্রধান লক্ষ্য। 😍
🟨আমাদের কম্মাইন্ড চিকিৎসা নিয়ে ফিরে আসতে পারেন সুস্থ জীবনে।
👰👰মহিলাদের জন্যে রয়েছে মহিলা চিকিৎসক।
আমাদের সার্ভিস সূমহ:
🔶হিজামা/কাপিং থেরাপি
🔷ফেসিয়াল কাপিং (ব্রোন এর ট্রিটমেন্ট) করে থাকি।
🔶রুকইয়াহ (জিন, যাদু,বদ নজরের কুর'আনিক ট্রিটমেন্ট)

🔹🔸▫️▪️🔹🔸▫️▪️🔹🔸▫️▪️🔹
সেন্টারে এসে কথা বলতে পারেন:
🩺আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলুন।
📞সিরিয়াল নিতে ফোন করুনঃ 0️⃣1️⃣9️⃣0️⃣7️⃣2️⃣5️⃣2️⃣4️⃣9️⃣0️⃣
🩺মহিলা: 01516572235 (WhatsApp)
🩺পুরুষ: 01537736170 (WhatsApp)

Address

9J9F+JHF আর এইচ গেট রুয়েট, এর অপজিটে, বালিয়াপুকুর মেইন রোড, উপর-ভদ্রা

6204

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801937364681

Alerts

Be the first to know and let us send you an email when An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center:

  • Want your business to be the top-listed Media Company?

Share

হিজামা/কাপিং থেরাপী চিকিৎসা । রাসুল (সা) এর সুন্নতি চিকিৎসা ।

#হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকেল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)। রাসূল সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।

#হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।

#আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামা /কাপিং থেরাপীর মাধ্যমে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।এবং রোগ পতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

#আবু_হুরাইরা_রাঃ_থেকে_বর্ণিত_রাসূলুল্লাহ (সা:)বলেছেন- #জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যতসব_উপায়_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম। আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০.