মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

  • Home
  • মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও এই পেইজের মাধ্যমে আমরা রামগতি কমলনগরের মেঘনার ভাঙ্গনের ভয়াবহ চিত্র তুলে ধরি।

উপকূল জেলা লক্ষ্মীপুর রামগতি ও কমলনগরে রাক্ষুসে মেঘনার ভাঙ্গন চিত্র তুলে দরার জন্য আমাদের এই পেইজ টি খোলা হয়েছে। ।

লক্ষ্মীপুরের সুতার গোপ্টায় ২৫-৩০ ফুট প্রশস্ত খালের উপর ৫-১০ ফুট চওড়া কালভার্ট নির্মাণ, খাল ভরাট করে দোকানঘর তোলা হয়েছে। ...
13/07/2025

লক্ষ্মীপুরের সুতার গোপ্টায় ২৫-৩০ ফুট প্রশস্ত খালের উপর ৫-১০ ফুট চওড়া কালভার্ট নির্মাণ, খাল ভরাট করে দোকানঘর তোলা হয়েছে। এতে খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

13/07/2025
এক সময়ের এই পাঠশালা আজ মেঘনার গর্ভে হারিয়ে যাওয়া স্মৃতি…চার ফলকন উচ্চ বিদ্যালয়ের এই ভবনটি— ২০১৫-১৬ সালের দিকে মেঘনার ভয়া...
12/07/2025

এক সময়ের এই পাঠশালা আজ মেঘনার গর্ভে হারিয়ে যাওয়া স্মৃতি…
চার ফলকন উচ্চ বিদ্যালয়ের এই ভবনটি— ২০১৫-১৬ সালের দিকে মেঘনার ভয়াবহ ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে যায়।
নদীর আগ্রাসনে হারিয়ে গেছে শুধু একটি ভবন নয়, হারিয়ে গেছে প্রজন্ম গড়ার একটুকরো আশার আলোও।
মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

12/07/2025
ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি; মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনীফেনী জেলায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে ...
10/07/2025

ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি; মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

ফেনী জেলায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। গত ০৮ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসক, ফেনী এর তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা হয়। এ প্রেক্ষিতে গত বছরের (২০২৪) ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ শুরু হয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্প সমূহে ইতোমধ্যে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন এবং লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে। এছাড়াও জরুরী পরিস্থিতিতে চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জন এর সাথে সমন্বয় সভা করেছে। প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী বন্যা মনিটরিং সেল হেল্পলাইন নম্বর ০১৮৯৮৪৪৪৫০০ এবং ০১৩৩৬৫৮৬৬৯৩ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
©️ Bangladesh Army

কমলনগরের জলাবদ্ধতা আর দুর্ভোগের নাম আজ ভুলুয়া নদী — বছরের পর বছর অবহেলা আর খনন না করায় গ্রামবাসী আজ পানিবন্দি!সময় এসেছে...
09/07/2025

কমলনগরের জলাবদ্ধতা আর দুর্ভোগের নাম আজ ভুলুয়া নদী — বছরের পর বছর অবহেলা আর খনন না করায় গ্রামবাসী আজ পানিবন্দি!
সময় এসেছে দ্রুত ভুলুয়া নদী খনন করে জলাবদ্ধতা থেকে কমলনগরবাসীকে মুক্তি দেওয়ার।

09/07/2025

ফেনীর ফুলগাজীতে ডেলিভারি রোগী নিয়েও বিপাকে মানুষ! 🌊
ধীরে ধীরে বাড়ছে পানি, বাড়ছে দুর্ভোগ... 🚨
আল্লাহ রহম করুন সকলের উপর 🤲

09/07/2025

ফেনী-পরশুরাম, পশ্চিম অলকা:
আলতাফ আলী চৌধুরী বাড়ির দুটি ঘর চোখের সামনে পানির স্রোতে ভেসে যাচ্ছে।
অসহায় মানুষগুলো কিছুই করতে পারছে না, শুধু চেয়ে চেয়ে দেখছে নিজেদের স্বপ্নের ভাঙন!
প্রতিটি মুহূর্ত যেন কষ্টের গল্প হয়ে উঠছে। সাহায্য ও সহানুভূতির হাত বাড়ানো এখন সময়ের দাবি।

রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী শহরতলিয়ে গেছে সড়ক, বাসাবাড়ি—বন্যার আশঙ্কায় জনমনে ভয়ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে প...
08/07/2025

রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী শহর

তলিয়ে গেছে সড়ক, বাসাবাড়ি—বন্যার আশঙ্কায় জনমনে ভয়

ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

প্রবল এই বৃষ্টির ফলে শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়ক, দোকানপাট, এমনকি ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে, ফেনীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলেও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে পাহাড়ি ঢলের শঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোহনায় অতি জোয়ার তৈরি হচ্ছে, যার ফলে নদীর পানি নামতে পারছে না। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সব মিলিয়ে ফেনীবাসীর জন্য এটি এক প্রতিকূল সময়। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে পূর্ব প্রস্তুতি নেওয়ার আহ্বান করছি । গতবারের বন্যা থেকে শিক্ষা নিয়ে এবারের পরিস্থিতিতেও সচেতন ও সতর্ক থাকুন।

টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর, ভোগান্তিতে হাজারো মানুষ
08/07/2025

টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর, ভোগান্তিতে হাজারো মানুষ

সতর্কবার্তাফেনী পরশুরাম | সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে!সুবার বাজারের দক্ষিণে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে জনপদে।⚠...
08/07/2025

সতর্কবার্তা
ফেনী পরশুরাম | সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে!
সুবার বাজারের দক্ষিণে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে জনপদে।
⚠️ সবাই সতর্ক থাকুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share